ইউরোপে ক্যাথলিক চার্চ কেন সমালোচিত হয়েছিল

ইউরোপে ক্যাথলিক চার্চ কেন সমালোচিত হয়েছিল

ইউরোপে ক্যাথলিক চার্চ কেন সমালোচিত হয়েছিল
ইউরোপে ক্যাথলিক চার্চ কেন সমালোচিত হয়েছিল

প্রথমদিকে খ্রিস্ট ধর্ম ছিল অনাড়ম্বর, সৎ ও আচারবর্জিত একটি আদর্শ। কিন্তু ধীরে ধীরে রোমান ক্যাথলিক চার্চ সেই আদর্শ থেকে সরে আসে। জনসমর্থন হারায় পোপতন্ত্র। ক্যাথলিক চার্চের বিচ্যুতির বিরুদ্ধে সাধারণ জনগণ এসময় সমালোচনায় মুখর হয়ে উঠেছিলেন।

ইউরোপে ক্যাথলিক চার্চের সমালোচিত হওয়ার কারণ 

ইউরোপে ক্যাথলিক চার্চের সমালোচিত হওয়ার বিভিন্ন কারণ ছিল। সেগুলি নিম্নরূপ-

(1) ক্যাথলিক চার্চের বিপথগামিতা: মধ্যযুগ থেকেই রোমান ক্যাথলিক চার্চ খ্রিস্ট ধর্মের ত্যাগ, তিতিক্ষা ও সেবার আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল। সেসময় পোপরা পার্থিব কাজকর্ম, রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে এতটাই লিপ্ত হয়ে গিয়েছিলেন যে, এর দ্বারা আধ্যাত্মিক কাজকর্ম বাধাপ্রাপ্ত হচ্ছিল (Secularization of the papacy)। পাশাপাশি পোপের অধস্তন যাজকেরাও ভোগবাদী জীবনযাপনের দিকে আকৃষ্ট হয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য ইংল্যান্ডে রাজা অষ্টম হেনরির মন্ত্রী ও ক্যাথলিক কার্ডিনাল উলসি (Thomas Wolsey)-র কথা। ক্ষমতালোভী এই সন্ন্যাসী সারা জীবনে বহু অর্থ উৎকোচ হিসেবে গ্রহণ করে প্রভূত সম্পত্তির অধিকারী হয়েছিলেন। চার্চের এই বিপথগামিতার প্রতিবাদে মানুষ মুখর হয়ে উঠেছিলেন।

(2) ক্যাথলিক ধর্মমতের বিতর্কিত সংস্কারসমূহ: ইউরোপে ক্যাথলিক চার্চের সমালোচনার একটি গুরুত্বপূর্ণ কারণ হল ক্যাথলিক ধর্মমতের নানান বিতর্কিত সংস্কার। মেরি ও জিশুখ্রিস্টের মূর্তিপূজা, ক্রুশ নিয়ে সংস্কার, দেহ ও রক্তের পরিবর্তন তত্ত্ব (Transubstantiation), সম্ভদের মূর্তি নিয়ে উন্মাদনা যুক্তিবাদী মানুষরা মেনে নিতে পারেনি।

(3) চার্চের অগাধ সম্পত্তি: ইউরোপের ক্যাথলিক চার্চগুলি সাধারণ মানুষের কাছ থেকে প্রভূত অর্থ আদায় করত। আলোচ্য সময়ে ইটালির জাতীয় সম্পদের ১/৩ অংশ এবং ফ্রান্সের জাতীয় সম্পদের ১/৫ অংশই ছিল চার্চের হাতে।

(4) পোপের অধঃপতন: খ্রিস্টান চার্চব্যবস্থায় যাবতীয় দুর্নীতি ও অনাচারের কেন্দ্রে ছিল পোপতন্ত্র। পোপরা ব্যক্তিগত জীবনে প্রকাশ্য বিলাসব্যসনে অভ্যস্ত হলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পোপ নানা ছুতোয় মানুষের কাছ থেকে অর্থ আদায় করতে থাকেন। যাজকদের দুটি কর অ্যানেস (Annates) ও টেনস (Tenths) বাবদ পোপ প্রচুর অর্থ উপার্জন করেন। উচ্চ যাজকদের পদ বিক্রয় বা সিমনি (Simony), বিবাহ সংক্রান্ত আইনভঙ্গ, অপরাধের জন্য মার্জনাপত্র বা ক্ষমাপত্র বিক্রয় (Indulgence) ইত্যাদি খাতে পোপের হাতে বিপুল অর্থ সঞ্চিত হয়। এসবের ফলে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে ক্যাথলিক চার্চ তথা পোপের দূরত্ব বৃদ্ধি পায়।

(5) চার্চের সীমিত শিক্ষাব্যবস্থা: ক্যাথলিক চার্চের শিক্ষাব্যবস্থা ছিল সীমিত। এর মাধ্যম ল্যাটিন ভাষা হওয়ায় তা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না। তাই জনগণকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে অন্ধকারে রাখার জন্য চার্চ সমালোচিত হয়েছিল। উপরোক্ত কারণগুলির ফলস্বরূপ ইউরোপের সাধারণ মানুষ ক্যাথলিক চার্চের প্রতি শ্রদ্ধা হারান এবং চার্চ তথা পোপবিরোধী আন্দোলনে সামিল হন।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment