রোমান ক্যাথলিক চার্চ কী? এর সংক্ষিপ্ত পরিচয় দাও
রোমান ক্যাথলিক চার্চ
‘ক্যাথলিক চার্চ’ (Catholic Church) কথাটির উৎপত্তি বেশ প্রাচীন। মোটামুটি ১১০ খ্রিস্টাব্দ নাগাদ অ্যান্টিওকের ইগনাসিয়াস (Ignatius of Antioch)-এর লেখা একটি চিঠিতে ‘ক্যাথলিক চার্চ’ শব্দবন্ধের হদিস মেলে। পরবর্তীতে অবশ্য সম্রাট প্রথম থিওডোসিয়াস (Theodosius-I)-এর আদেশনামাতেও (De fide Catolica, ৩৮০ খ্রিস্টাব্দ) ক্যাথলিক ধারণাটির উপর জোর দেওয়া হয়েছিল।
(1) চার্চ গঠন: সম্ভবত ৩২ খ্রিস্টাব্দে (মতান্তরে ৩৩ খ্রিস্টাব্দ) জেরুজালেমে প্রথম খ্রিস্টান চার্চ নির্মিত হয়। ধীরে ধীরে পূর্বাঞ্চল ছাড়িয়ে রোম-সহ পশ্চিমাঞ্চলেও অসংখ্য চার্চ স্থাপিত হতে থাকে। সৃষ্টি হয় বিশপ পদের। ক্যাথলিক চার্চগুলি নিজেদের আদি খ্রিস্টান ধর্মে বিশ্বাস অনুযায়ী পরিচালিত বলে দাবি করেন এবং ক্যাথলিকপন্থীদের কাছে তাদের বিশপরা হন প্রভু জিশুর শিষ্যদের উত্তরসূরি প্রচারক।
(2) রোমান ক্যাথলিক চার্চ ও পোপ: খ্রিস্টীয় ১০৫৪ অব্দে গ্রেট স্কিজম (Great Schism)-এর দ্বারা রোমান ক্যাথলিক চার্চ এবং পূর্বের অর্থোডক্স চার্চ-এর মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে যায়। কালক্রমে রোমান চার্চের প্রধান বিশপই খ্রিস্টান জগতের সর্বোচ্চ ক্ষমতা ও মর্যাদার অধিকারী হয়ে ওঠেন। তিনি ভূষিত হন খ্রিস্টান জগতের ধর্মগুরু বা পোপ (Pope) হিসেবে। সেন্ট পিটার ছিলেন রোমে প্রতিষ্ঠিত চার্চের প্রথম বিশপ।
(3) চার্চের সংগঠন: রোমান ক্যাথলিক চার্চের সংগঠন কঠোরভাবে অনুক্রমিক। পোপ হলেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা, যাঁর প্রধান পরামর্শদাতা হলেন কার্ডিনাল (Cardinal)। কার্ডিনালরা সাধারণত পোপ দ্বারা নিয়োজিত হন। বিংশ শতকের শেষের দিকে কার্ডিনালদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। পোপ দ্বিতীয় জন পল (Pope John Paul II)-এর আমলে (১৯৭৮-২০০৫ সাল) ২৩১ জন কার্ডিনালকে নিযুক্ত করা হয়েছিল। এরপরে অবস্থান করেন আর্চবিশপরা (Archbishop)। আর্চবিশপরা মূলত বৃহত্তর এলাকা বা আর্চডায়োসিসের নেতৃত্ব প্রদান করেন, এবং বিশপরা সাধারণত নেতৃত্ব দেন একক ডায়োসিসের তাছাড়া পুরোহিত (Priest) এবং তাদের সহায়ক হিসেবে ডিকনরাও (Deacons) রোমান ক্যাথলিক চার্চে নানাবিধ ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করেন।
ইউরোপ ও অন্যান্য অঞ্চলে খ্রিস্ট ধর্মের প্রসারের সঙ্গে সঙ্গে খ্রিস্টান চার্চব্যবস্থায় রোমান ক্যাথলিক চার্চ ও পোপের আধিপত্য হয়ে উঠেছিল নিরঙ্কুশ। যদিও ক্রমশ পোপতন্ত্র ও চার্চব্যবস্থায় কলুষতা যোগ হলে সেই মর্যাদা হ্রাস পায়।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর