রোমান ক্যাথলিক ধর্ম কী? এর সংক্ষিপ্ত পরিচয় দাও
প্রভু জিশুর জীবন ও বাণীকে ভিত্তি করে প্রবর্তিত হয়েছিল খ্রিস্ট ধর্ম। প্রাচীন একেশ্বরবাদী আব্রাহামীয় ইহুদি ধর্মের পরবর্তী একেশ্বরবাদী ধর্ম হল এটি। এই খ্রিস্ট ধর্মের প্রধান তিনটি শাখার মধ্যে (অপর দুটি হল ইস্টার্ন অর্থোডক্সি ও প্রোটেস্ট্যান্ট ধর্ম) সর্বাপেক্ষা বৃহৎ শাখাটি হল রোমান ক্যাথলিক ধর্ম (Roman Catholicism)।
রোমান ক্যাথলিক ধর্ম
‘ক্যাথলিক’ শব্দটি এসেছে ক্যাথলিকোস (Katholikos) থেকে, যার অর্থ হল সার্বজনীন। প্রথমদিকে শব্দটি এই অর্থে ব্যবহৃত হলেও খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে রোমের পোপের অনুসারীদের বোঝাতে ‘ক্যাথলিক’ কথাটি ব্যবহৃত হতে থাকে।
(1) ক্যাথলিক ধর্মের ইতিহাস: জিশুখ্রিস্টের মৃত্যুর পর থেকেই তাঁর অনুগামীরা খ্রিস্ট ধর্ম প্রচারের কাজে নেমে পড়েন। এক্ষেত্রে পিটার, পল, প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ৩১২ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যানটাইন (Constantine) খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে খ্রিস্টানদের সামনে খুলে যায় এক নতুন দিগন্ত। ১০৬৬ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম উইলিয়ম দ্য কনকারার (William I the Conqueror)-এর শাসনকালে প্রসার ঘটে ক্যাথলিক ধর্মের। এ ছাড়া সপ্তম গ্রেগরি এবং অন্যান্য পোপেদের বিভিন্ন সংস্কারের মাধ্যমেও ক্যাথলিক ধর্মের সংগঠন আরও দৃঢ় ভিত্তি লাভ করেছিল।
(2) ক্যাথলিক ধর্মের বৈশিষ্ট্যসমূহ: রোমান ক্যাথলিক ধর্মের গুরুত্বপূর্ণ কয়েকটি দিক বা বৈশিষ্ট্য হল নিম্নরূপ-
- ক্যাথলিকপন্থীরা ত্রিত্ববাদ (Trinity) তথা পিতা (ঈশ্বর), পুত্র (জিশুখ্রিস্ট) এবং দৈবশক্তির মধ্যে ঈশ্বরদর্শনে বিশ্বাসী ছিলেন।
- ঈশ্বরের সন্তান প্রভু জিশুর জীবন, মৃত্যুবরণ এবং পুনরুজ্জীবন থেকে সঙ্গ শিক্ষা নিয়ে পথ চলাই হল ক্যাথলিকবাদের মূল কথা।
- ক্যাথলিক ধর্মাবলম্বীরা বাইবেল এবং প্রভু জিশু কর্তৃক নির্বাচিত ১২ জন শিষ্যের (Apostles) শিক্ষা ও বাণীকে তাদের পাথেয় করেছিলেন।
- খ্রিস্ট ধর্মের পালনীয় ৭টি ধর্মানুষ্ঠান (Sacraments), যথা- দীক্ষা বা ব্যাপটিজম (Baptisom), ইউক্যারিস্ট (Eucharist), নিশ্চিতকরণ (Confirmation), পিনান্স বা কনফেশন (Confession), পবিত্র আদেশ (Holy Orders), অসুস্থদের অভিষেক (Anointing of the sick), এবং বিবাহ (Matrimony)-কে ক্যাথলিকপন্থীরা স্বীকৃতি দেন।
- প্রার্থনা, শূচিতা বা পবিত্রতা, নৈতিক জীবনযাপনকেও ক্যাথলিকরা অগ্রাধিকার দিয়ে থাকেন।
- এদের মতে স্বয়ং জিশু তাঁর শিষ্য সেন্ট পিটারকে (St. Peter) তাদের প্রতিষ্ঠিত গির্জার প্রথম পোপ হিসেবে নির্বাচিত করেছেন। পোপই হলেন খ্রিস্টান অধ্যাত্মজগতের প্রধান গুরু। বর্তমানে পৃথিবীতে প্রায় ১.৩ বিলিয়নেরও বেশি ক্যাথলিক ধর্মাবলম্বী মানুষ রয়েছেন, যারা পোপের অধীনে থেকে বাইবেল তথা খ্রিস্টের আদর্শকে পালন করার ব্রতে নিয়োজিত।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর