ইতালীয় রেনেসাঁর সীমাবদ্ধতাগুলি লেখো

ইতালীয় রেনেসাঁর সীমাবদ্ধতাগুলি লেখো

ইতালীয় রেনেসাঁর সীমাবদ্ধতাগুলি লেখো
ইতালীয় রেনেসাঁর সীমাবদ্ধতাগুলি লেখো

ইতালীয় রেনেসাঁর সীমাবদ্ধতা

ইটালি বা আরও নির্দিষ্টভাবে বললে উত্তর ইটালির নগররাষ্ট্রগুলিই ছিল ইউরোপে পঞ্চদশ শতকীয় নবজাগরণের উৎসকেন্দ্র। ফ্লোরেন্স, ভেনিস, মিলান, রোম, নেপলস প্রভৃতি নগরগুলি থেকে শিল্প, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, যুক্তিবাদ ও মানবতাবাদের শিক্ষা ছড়িয়ে পড়েছিল ইউরোপের বৃহত্তর অঞ্চলে। তবে ইতালীয় রেনেসাঁর বেশকিছু সীমাবদ্ধতা লক্ষ করা যায়।

(1) অভিজাত শ্রেণির প্রাধান্য: নবজাগরণ আন্দোলনকে গতিশীল করেছিল অভিজাত শ্রেণি। বুর্জোয়া ও মধ্যবিত্ত শ্রেণিদের মধ্যে সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য নবজাগরণ কালে শিল্প-সংস্কৃতি ক্ষেত্রে তারা পৃষ্ঠপোষকতা করে। ফলে অনেকক্ষেত্রেই নিম্নবর্গের মানুষকে অবহেলিত হতে হয়। নবজাগরণ শুধুমাত্র উঁচুতলার মানুষদের মধ্যেই সীমাবদ্ধ থেকে গিয়েছিল।

(2) নারীর প্রতি বৈষম্য: ইটালির নবজাগরণে মানুষের মর্যাদা এবং ব্যক্তিস্বাতন্ত্র্যের বার্তা দেওয়া হলেও নারীসমাজের প্রতি নিস্পৃহতা দেখানো হয়। নারীদের শিক্ষাগ্রহণের সুযোগ ছিল সীমিত। লরা সিরেতা, ইসোত্তা নোগারোলা, কাসান্দ্রা ফেডেল-এর মতো শিক্ষিত মানবতাবাদী নারীদের পুরুষশাসিত সমাজের দ্বারা ব্যঙ্গবিদ্রূপের স্বীকার হতে হয়েছিল যথেষ্ট।

(3) গির্জার প্রভাব: নবজাগরণের সময়ে চার্চগুলি ছিল অত্যন্ত প্রভাবশালী। অনেকক্ষেত্রে তারা নতুন বা সৃজনশীল চিন্তাধারার বিরোধিতা করত। প্রসঙ্গত উল্লেখ্য, গির্জার নীতিবিরোধী ধারণা প্রচার করার জন্য গ্যালিলিও-সহ বহু বৈজ্ঞানিককেই অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল।

(4) রাজনৈতিক অস্থিতিশীলতা: আলোচ্য পর্বে ইটালির মধ্যেকার রাজ্যগুলির মধ্যে প্রতিনিয়ত যুদ্ধবিগ্রহ ও সংঘর্ষ দেখা দিত। এমতাবস্থায় রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠলে ইটালির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ব্যাহত হয়।

(5) আর্থিক বৈষম্য: নবজাগরণ পর্বে ইটালির কিছু অঞ্চল আর্থিকভাবে সমৃদ্ধ হলেও, দেশের অন্যান্য অংশের মানুষ এই সমৃদ্ধি থেকে বঞ্চিত ছিল। এর ফলে আর্থিক বৈষম্য বৃদ্ধি পায়। তবে এই সকল সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, ইতালীয় রেনেসাঁর গুরুত্ব কোনও অংশেই কম ছিল না। সর্বদাই ইউরোপীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই ইতালীয় রেনেসাঁ বিবেচিত হয়ে থাকে।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment