নবজাগরণ পর্বে উল্লেখযোগ্য কয়েকজন নারী মানবতাবাদীদের সম্পর্কে লেখো
নবজাগরণ পর্বে উল্লেখযোগ্য নারী মানবতাবাদীগণ
নবজাগরণের আশীর্বাদপুষ্ট পুরুষশাসিত সমাজ নারীস্বাধীনতার প্রশ্নে উদাসীন ও বিরোধী থাকা সত্ত্বেও অদম্য মানসিকতার কিছু নারী মানবতাবাদী আন্দোলনে তাঁদের অবদান রেখে যান।
(1) ইসোন্ডা নোগারোলা: রেনেসাঁ যুগের প্রথমদিককার মহিলা মানবতাবাদীদের মধ্যে অন্যতম ছিলেন ভেরোনার ইসোত্তা নোগারোলা (Isotta Nogarola, ১৪১৮-১৪৬৬ খ্রিস্টাব্দ)। তিনি পুরুষশাসিত সমাজের ভ্রুকুটি ও বিদ্রুপ অগ্রাহ্য করে উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন। কিন্তু মানবতাবাদী পুরুষেরা তা পছন্দ করেননি। তাই নানা ব্যঙ্গবিদ্রুপ, এমনকি তাঁর চরিত্র হননেরও চেষ্টা চালানো হয়। ভেনিসের গভর্নরের সহায়তায় ইসোত্তা কর্তৃক তাঁর বোনকে লেখা পত্রাবলি সংকলিত করে Dialogue on the Equal Or Unequal Sin of Adam and Eve এবং And Oration on the Life of St. Jerome নামে দুটি গ্রন্থ প্রকাশিত হয়। এগুলির ছত্রে ছত্রে পুরুষশাসিত সমাজের অসহনশীলতা, নারীবিদ্বেষ এবং নানা ধর্মীয় বিধানের অযৌক্তিকতা তুলে ধরা হয়েছে।
(2) কাসান্দ্রা ফেডেল: ভেনেসীয় রমণী কাসান্দ্রা ফেডেল (Cassandra Fedele, ১৪৬৫- ১৫৫৮ খ্রিস্টাব্দ) গ্রিক ও ল্যাটিন সাহিত্যে পাণ্ডিত্য অর্জন করেন। পাদুয়া বিশ্ববিদ্যালয়ে তাঁকে বিতর্কে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। কাসান্দ্রা লিখেছিলেন যে, ‘শিক্ষিত নারীর জন্য সমাজে কোনও পুরস্কার বা সম্মানের সুযোগ নেই। তবুও সকল নারীর শিক্ষাগ্রহণে উদ্যোগী হওয়া উচিত।’
(3) লরা সিরেতা : লরা সিয়েতা (Laura Cereta, ১৪৬৯-১৪৯৯ খ্রিস্টাব্দ) ছিলেন পঞ্চদশ শতকে ইটালির সর্বাধিক খ্যাতনামা মানবতাবাদী ও নারীবাদী লেখিকা। তিনি নানা প্রতিকূলতা সত্ত্বেও গ্রিক ও ল্যাটিন সাহিত্য, নৈতিক দর্শন, গণিত, জ্যোতিষশাস্ত্র ও কৃষিবিদ্যাতে ব্যুৎপত্তি অর্জন করেন। অল্প বয়সে বৈধব্য যন্ত্রণা ও পারিপার্শ্বিক ব্যঙ্গবিদ্রুপ সহ্য করেও তিনি ভাষাচর্চা এবং লেখালেখির কাজ চালিয়ে যান। ১৪৮৮ খ্রিস্টাব্দে সিরেতা তাঁর লেখা ৮২টি চিঠিপত্রের সংকলন প্রকাশিত করেন।
(4) ইসাবেলা দ্য এস্তে: ইটালির ক্ষুদ্র রাজ্য মাতুয়ার (Mantua) শাসকের পত্নী ইসাবেলা দ্য এস্তে (Isabella d’ Este, ১৪৭৪-১৫৩৯ খ্রিস্টাব্দ) ছিলেন রেনেসাঁ যুগের রাজনীতি ও সাংস্কৃতিক জগতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি বলেন যে, নারীর অর্থনৈতিক ক্ষমতা, সম্পত্তি ও শিক্ষা থাকা জরুরি, যা পুরুষশাসিত সমাজে নারীকে পরিচিতি দিতে পারবে। এ ছাড়াও চিত্রশিল্পী সিস্টার প্লাতিল্লা নেল্লি (Sister Plautilla Nelli), আর্টিমিসিয়া জেন্টিলেসি (Artemisia Gentileschi), গীতিকবিতার রচয়িতা গ্যাসপারা স্টাম্পা (Gaspara Stampa), ভেরোনিকা ফ্রাঙ্কো (Veronica Franco), ইংল্যান্ডের শাসিকা প্রথম এলিজাবেথ, ফ্রান্সের রানি ক্যাথরিন দ্য মেডিচি প্রমুখ নবজাগরণ সময়কালে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর