টীকা লেখো-মাইকেল এঞ্জেলো
মাইকেল এঞ্জেলো
পরিণত নবজাগরণ শিল্প (High Renaissance Art)-এর দ্বিতীয় আকর্ষণীয় ব্যক্তিত্ব হলেন মাইকেল এঞ্জেলো (Michelangelo, ১৪৭৫-১৫৬৪ খ্রি.)। তিনি দীর্ঘ কর্মজীবনে ভাস্কর, চিত্রকর, প্রযুক্তিবিদ ও কবি হিসেবে খ্যাতি অর্জন করেন। প্রাথমিকভাবে তিনি ভাস্কর হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে উদ্যোগী ছিলেন। কিন্তু ঘটনাক্রমে মাইকেল এঞ্জেলো চিত্রশিল্পী এবং স্থপতি হিসেবেও প্রসিদ্ধি লাভ করেন। লরেঞ্জো দ্য মেডিচি এবং পোপের পৃষ্ঠপোষকতা তাঁর বহুমুখী প্রতিভা বিকাশে সহায়ক হয়।
ভাস্কর্য নির্মাণে অবদান
- ম্যাডোনা অফ দ্য স্টেয়ারস: খ্রিস্টধর্মাশ্রিত আধ্যাত্মিকতার সঙ্গে তিনি মানবতাবাদী বাস্তবতা, স্বাধীনতা ও বলিষ্ঠতার মিশ্রণ ঘটান। মাত্র সতেরো বছর বয়সে তিনি মার্বেল খোদাই করে ম্যাডোনা অফ দ্য স্টেয়ারস (Madonna of the Stairs) ভাস্কর্যটি তৈরি করেন।
- পিয়েতা: এঞ্জেলোর অপর একটি কালজয়ী সৃষ্টি হল সেন্ট পিটারস গির্জায় রাখা পিয়েতা (Pieta) ভাস্কর্যটি। এখানে ক্রুশ থেকে নামানো জিশুর মৃতদেহ কোলে নিয়ে বসে আছেন শোকস্তব্ধ মা মেরি। বেলজিয়ামের বুজ ম্যাডোনা ও শিশু জিশুর ভাস্কর্যটিও (Bruges) শহরে রক্ষিত এঞ্জেলোর অনবদ্য সৃষ্টি।
- ডেভিড: ১৫০১-১৫০৪ খ্রিস্টাব্দের মধ্যে তিনি বাইবেল-বর্ণিত নায়ক ডেভিড (David)-এর প্রায় চোদ্দো ফুট দীর্ঘ নগ্নমূর্তিটি তৈরি করেন। এখানে ডেভিড অসীম শক্তির অধিকারী এবং গ্রিক দেবতার প্রতিরূপ। তাঁর পেশিবহুল শরীর, কঠোর চাউনি এথেন্সের দেবতা অ্যাপোলোকে মনে করিয়ে দেয়।
চিত্রকর হিসেবে অবদান
চিত্রকর হিসেবে মাইকেল এঞ্জেলোর বহু স্মরণীয় সৃষ্টির অন্যতম হল দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম (The Creation of Adam), দ্য ডেলফিক সিবিল (The Delphic Sibyl), দ্য লাস্ট জাজমেন্ট (The Last Judgement) প্রভৃতি। উঁচু মাচায় দাঁড়িয়ে সিস্টিন চ্যাপেল (Sistine Chapel)-এর দেয়ালে তিনি এই অনিন্দ্যসুন্দর ছবিগুলি অঙ্কন করেন।
- দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম: দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম ছবিতে মাইকেল এঞ্জেলো জগতে আগত প্রথম মানবের নগ্ন প্রতিকৃতিতে তার দেহসৌষ্ঠব, প্রবল জীবনীশক্তি, অন্তরের আনন্দ-বেদনা-বিস্ময়কে নৈপুণ্যের সঙ্গে তুলে ধরেছেন। ঈশ্বরের রাজ্য থেকে বিচ্ছেদের বেদনা এবং ঈশ্বর প্রদত্ত দেহমন্দিরের সৌষ্ঠব ও শক্তির আনন্দ একই মাত্রায় প্রকাশিত হয়েছে।
- দ্য লাস্ট জাজমেন্ট: মাইকেল এঞ্জেলোর দ্য লাস্ট জাজমেন্ট দেয়ালচিত্রে মানবতাবাদের সঙ্গে ধর্মভাবনার সংঘাত এবং ধর্মের পুনরুত্থানের কল্পনা গুরুত্ব পেয়েছে।
স্থপতি হিসেবে অবদান
স্থপতি হিসেবেও মাইকেল এঞ্জেলো বেশকিছু নির্মাণ কার্য করেছিলেন। পোপ সপ্তম ক্লিমেন্টের নির্দেশে তিনি মেডিচি চ্যাপেল (Medici Chapel) এবং গুইলিয়ানো ও লরেঞ্জো মেডিচির সমাধির নকশা করেন। সপ্তম ক্লিমেন্টের অনুরোধেই লরেনস্টিয়ান লাইব্রেরি (Laurention Library) জন্য একটি নকশাও প্রস্তুত করেছিলেন মাইকেল এঞ্জেলো। জীবনের শেষদিকে তিনি সেন্ট পিটারস গির্জার প্রধান স্থপতি পদে মনোনীত হয়েছিলেন। এই সময়ে তিনি এই চার্চকে নতুন রূপে সুসজ্জিত করে তোলেন। চার্চের শীর্ষে নির্মিত বিশালাকার গম্বুজ মাইকেল এঞ্জেলোরই সৃষ্টি।
মূল্যায়ন
পরিশেষে বলা যায়, রেনেসাঁ শিল্পকে এক উচ্চতর মর্যাদায় উপস্থাপিত করেছেন মাইকেল এঞ্জেলো। বিবিধ প্রতিভার জন্য তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে Divine অভিধা। তাঁর তৈরি শিল্প তাই কালজয়ী ও শাশ্বত সৌন্দর্যের প্রতীক হিসেবে আজও অমর হয়ে আছে।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর