স্পেনীয় সাহিত্যচর্চায় রেনেসাঁর প্রভাব আলোচনা করো
আইবেরীয় উপদ্বীপ অঞ্চলে রেনেসাঁ সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ইউরোপের অন্যান্য অঞ্চলের থেকে দেরিতে শুরু হয়েছিল। এক্ষেত্রে স্পেনে মানবতাবাদের প্রাথমিক প্রয়াস পরিলক্ষিত হয় চার্চের কর্মকাণ্ডের মধ্যে।
স্পেনীয় সাহিত্যচর্চায় রেনেসাঁর প্রভাব
স্পেনীয় সাহিত্যচর্চায় পেত্রার্ক ও ধ্রুপদি সাহিত্যের প্রভাব লক্ষ করা যায়। স্পেনে ইতিহাস, নাটক, প্রহসন, ধর্মীয় সাহিত্য প্রভৃতি রচিত হয়েছিল। এদেশের সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য হল উন্নত গদ্যসাহিত্য। এমাডিস ডে গলা (Amadis de Gaula) হল স্পেনের শ্রেষ্ঠ গদ্যসাহিত্য। প্রসঙ্গত উল্লেখ্য, এদেশে মানবতাবাদী ভাবধারার বিকাশে যে দুজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, তাঁরা হলেন- কার্ডিনাল ফ্রান্সিসকো জিমেনেস ও মিগুয়েল দ্য সারভেনটিস।
(1) কার্ডিনাল ফ্রান্সিসকো জিমেনেস: স্পেনের ফার্দিনান্দ ও ইসাবেলার সুযোগ্য উপদেষ্টা কার্ডিনাল ফ্রান্সিসকো জিমেনেস (Cardinal Francisco Jiménez, ১৪৩৬-১৫১৭ খ্রি.) ১৫০৮ খ্রিস্টাব্দে নিজ প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেন আলকালা বিশ্ববিদ্যালয় (Alcala University)। এখানে যাজকদের গ্রিক ও প্রাচ্যভাষায় সদ্ধর্মের শিক্ষা প্রদান করা হত। তাছাড়া খ্রিস্ট ধর্মের মানবপ্রেমের বাণী ও তার গভীরতা বিষয়েও সকলকে জানানো হত।
(2) মিগুয়েল দ্য সারভেনটিস: আলোচ্য পর্বে স্পেনের একজন বিখ্যাত যোদ্ধা, কবি, নাট্যকার ও ঔপন্যাসিক ছিলেন মিগুয়েল দ্য সারভেনটিস (Miguel de Cervantes, ১৫৪৭-১৬১৬ খ্রি.)। তাঁর রচিত ডন কুইকজোট (Don Quixote) হল সেরা স্পেনীয় সাহিত্যকীর্তি। এই গ্রন্থে তিনি সামন্ততন্ত্রের অবসান এবং যুগ পরিবর্তন বিষয়ে আভাস দেন। ব্যঙ্গাত্মক সুরে সামন্ততন্ত্রে প্রস্ফুটিত ফুলসদৃশ নাইটতন্ত্রের অবক্ষয় ও সুনিশ্চিত অবসানের ছবি তুলে ধরেন সারভেনটিস। পরিশেষে বলা যায়, উপরোক্ত দুই বিশিষ্ট ব্যক্তির রচনাবলির মাধ্যমে স্পেনীয় সাহিত্যে এক নতুন দিক উন্মোচিত হয়।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর