মানবতাবাদী আন্দোলনের প্রসারে রেনেসাঁর ভূমিকা লেখো
মানবতাবাদী আন্দোলন
মানবতাবাদ (Humanism) হল একটি দার্শনিক এবং নৈতিক চিন্তাধারা যা মানুষের মর্যাদা, সম্ভাবনা এবং ব্যক্তিসত্তার উপর গুরুত্ব আরোপ করে। এই চিন্তাধারা মানবজীবনের মূল্য এবং মানুষের সামর্থ্যকে প্রাধান্য দেয়, যুক্তিবাদ এবং প্রমাণের উপর ভিত্তি করে মানুষের সমস্যাগুলির সমাধান খোঁজে। এই মানবকেন্দ্রিক চিন্তাধারা যে বৌদ্ধিক ও সাংস্কৃতিক আন্দোলনের জন্ম দেয়, তা মানবতাবাদী আন্দোলন নামে পরিচিত।
(1) আদি মানবতাবাদী ধারণা: মানবতাবাদের ধারণা ইউরোপে প্রথম বিকাশলাভ করে মধ্যযুগের শেষের দিকে। এই সময় ইউরোপে পাদুয়া (Padua), বোলোনা (Bologna), রোম (Rome), পেভিয়া (Pavia), র্যাভেন্না (Ravenna), প্যারিস (Paris), প্রভৃতি স্থানে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। ধ্রুপদি সাহিত্যের পুনরুদ্ধার, শিক্ষার্থীদের মধ্যে মানবতাবাদের বিকাশ, বৌদ্ধিক স্বাধীনতার প্রচলন ইত্যাদির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়গুলি মানবতাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মানবতাবাদী আন্দোলনের প্রসারে রেনেসাঁর ভূমিকা
বিশ্ববিদ্যালয়গুলির মাধ্যমে যে আদি মানবতাবাদী ধারণার জন্ম হয়েছিল,
রেনেসাঁ সময়কালে তা আন্দোলনে পরিণত হয়। অর্থাৎ মানবতাবাদী আন্দোলনের প্রসারে রেনেসাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
(1) মানুষের মর্যাদার পুনর্বিবেচনা: নবজাগরণে মানুষ এবং তার কর্মকান্ডের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। ফলে এই সময় থেকেই মানুষকে সৃষ্টির কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হয়, যা ছিল মানবতাবাদী আন্দোলনের মূল আদর্শ।
(2) বিজ্ঞান ও যুক্তির বিকাশ: নবজাগরণ পর্বে বিজ্ঞান, যুক্তি এবং পরীক্ষণের গুরুত্ব বৃদ্ধি পায়, যা মানবতাবাদী চিন্তাধারার বিকাশে সহায়ক হয়।
(3) শিক্ষা ও সংস্কৃতির পুনর্জাগরণ: বৌদ্ধিক জাগরণের ফলে ধ্রুপদি পান্ডুলিপিগুলির পুনরাবিষ্কার হলে মানুষ অনেক নতুন বিষয়ে জ্ঞানলাভ করে। মানবতাবাদী আন্দোলনের প্রসারে রেনেসাঁ-প্রসূত শিক্ষা ও সংস্কৃতির এই পরিবর্তন উল্লেখযোগ্য অবদান রাখে।
(4) শিল্প ও সাহিত্যে মানবতাবাদ: নবজাগরণের শিল্পীরা মানুষকে তাঁদের সৃষ্টিকর্মের কেন্দ্রবিন্দুতে রেখেছিলেন। লিওনার্দো দ্য ভিঞ্চি, মাইকেল এঞ্জেলো, দান্তে, পেত্রার্ক- সকলেই মানবকেন্দ্রিকতার উপর জোর দেন, যা মানবতাবাদী আন্দোলনের প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছিল।
(5) ধর্মসংস্কার আন্দোলন: রেনেসাঁর মাধ্যমেই ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের সূচনা হয়েছিল। এই আন্দোলনে কোনও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস স্বাধীনভাবে পালনের উপর জোর দেওয়া হয়েছিল, যা মানবতাবাদের একটি গুরুত্বপূর্ণ দিক।
মূল্যায়ন
মূল্যায়নে বলা যায় যে, নবজাগরণ ইউরোপীয় সমাজে একটি মৌলিক পরিবর্তন এনেছিল। আদি মানবতাবাদী চেতনা যেমন সেই নবজাগরণকে ত্বরান্বিত করেছিল, তেমনই নবজাগরণের ফলে মানবতাবাদী আন্দোলন বিকশিত ও প্রসারিত হয়েছিল ইউরোপের সর্বত্র।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর