পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য বলতে কী বোঝো

পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য বলতে কী বোঝো

যে গৌরবময় অতীত আমাদের অনুপ্রেরণা দেয় তাকে বলা হয় ঐতিহ্য (Tradition)। ঐতিহ্য গতিহীন ধারণা নয়, ঐতিহ্য সতত পরিবর্তনশীল। মানুষের দেহ যেমন বিবর্তনের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, তেমনই মানুষের সমাজ, সভ্যতা ও সংস্কৃতিতেও এসেছে পরিবর্তন। সময়ের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক এই পরিবর্তনকেই বলা যেতে পারে পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য (Changing Cultural Tradition)। 

পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য

৪৭৬ খ্রিস্টাব্দে বর্বর আক্রমণের ফলে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর রোমান সাম্রাজ্য তথা ইউরোপের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে একটা বিপর্যয় নেমে আসে। রাজনীতি ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত বহু নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়। কেন্দ্রীয় শাসনের পরিবর্তে জন্ম নেয় বহু ছোটো ছোটো সামন্ততান্ত্রিক রাজ্য। রোমান পোপ খ্রিস্টান ধর্মগুরু হলেও রাজনৈতিক নেতৃত্ব দিতে ব্যর্থ হন। সামন্ততন্ত্র ও ল্যাটিন চার্চের প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠার মাধ্যমে পশ্চিম রোমান সাম্রাজ্য নবরূপে সংগঠিত হয়। অন্যদিকে প্রায় একই সময়ে পূর্ব রোমান সাম্রাজ্য বাইজানটাইনকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্যের অতীত ঐতিহ্য বয়ে নিয়ে চলার চেষ্টা করে। এইভাবে আরও প্রায় ১০০০ বছর নিজ অস্তিত্ব বজায় রাখার পর অবশেষে ১৪৫৩ খ্রিস্টাব্দে অটোমান তুর্কি আক্রমণের ফলে বাইজানটাইন সাম্রাজ্যের প্রাণকেন্দ্র কনস্ট্যান্টিনোপলের পতন ঘটে।

কনস্ট্যান্টিনোপলের পতনকে ঐতিহাসিকরা ইউরোপে আধুনিক যুগের সূত্রপাত বলে মনে করেন। এই সময় থেকে ইউরোপে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন- মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ে। কৃষির পরিবর্তে শিল্প-বাণিজ্যনির্ভর অর্থনীতির উদ্ভব ঘটে। জ্ঞান-বিজ্ঞানের চর্চা শুরু হয়। মানুষ অন্ধবিশ্বাস ছেড়ে যুক্তির আলোকে বিচার করতে শেখে। মানবতাবাদ ও ব্যক্তিস্বাতন্ত্র্যতাবাদের জন্ম হয়।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment