ইউরোপীয় সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে ক্রুসেড কী ধরনের পরিবর্তন এনেছিল
প্রধানত ধর্মযুদ্ধ হলেও ক্রুসেডের প্রভাব ছিল ব্যাপক এবং সুদূরপ্রসারী। প্রাচ্য ও পাশ্চাত্যের পণ্ডিতরা ছাড়াও ধর্মযোদ্ধাদের মধ্যে যারা শিক্ষিত ছিলেন, তারাও সাহিত্য-সংস্কৃতিতে অবদান রাখেন।
ইউরোপীয় সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন
(1) নতুন নতুন সাহিত্য সৃষ্টি: ক্রুসেডের প্রভাব পশ্চিমি সাহিত্যের উপর অতিমাত্রায় পরিলক্ষিত হয়। বীরের কার্যকলাপ, প্রচলিত ধ্যানধারণা ইত্যাদি প্রাচ্য সাহিত্যসৃষ্টির উপাদান পাশ্চাত্যের সাহিত্যচর্চাকে সমৃদ্ধ করেছিল। ফলস্বরূপ সৃষ্টি হয় বিভিন্ন সাহিত্য, ইতিহাস, কাব্য।
(2) ভৌগোলিক জ্ঞানবিষয়ক বই: ধর্মযোদ্ধারা স্থল ও জলপথে জেরুজালেমে যাওয়ার ফলে ভূপ্রকৃতি সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা জন্মায়, যা ভৌগোলিক জ্ঞানবিষয়ক বই লিখতে সাহায্য করে। এমনকি জেরুজালেম যাওয়ার জন্য এই সময় বিভিন্ন ভ্রমণ নির্দেশিকা (Guide Book) প্রকাশিত হয়েছিল। এই বইগুলিতে নতুন নতুন পথের নির্দেশ (Route Direction) দেওয়া থাকত। ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানচিত্রও প্রকাশিত হয়। রচিত হয় মার্কোপোলো (Marco Polo)-র ভ্রমণ কাহিনির মতো চিত্তাকর্ষক পর্যটনের বিবরণী। ষোড়শ শতকে শেকস্পিয়র সেইসব ভ্রমণকারীদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যারা প্রাচ্যের দেশগুলি থেকে নতুন সাহিত্য রচনার উপাদান সংগ্রহ করে আনতেন।
(3) অনুবাদ সাহিত্যের আধিক্য: ক্রুসেডের পর থেকেই প্রাচ্যের মধুর বিরহ-মিলনভিত্তিক গাথাগুলি ইউরোপের বিভিন্ন ভাষায় অনূদিত হতে থাকে। ইবন সিনা, ইবন রশিদ ও অন্যান্য আরব পণ্ডিতগণের আরবি ভাষায় রচনাসমূহ ইউরোপে ল্যাটিন ভাষায় অনূদিত হয়। ইতিপূর্বে গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটলের দর্শন আরবি ভাষায় অনুবাদ করা হয়েছিল। সেগুলিও ইউরোপে বিভিন্ন ভাষায় অনূদিত হতে থাকে। এ ছাড়া বিভিন্ন প্রাচ্যদেশীয় সাহিত্যকর্ম যথা-আরব্য রজনী, পঞ্চতন্ত্র ইত্যাদিও ইউরোপীয় সাহিত্যকে প্রভাবিত করেছিল।
(4) ক্রুসেড সাহিত্য: ক্রুসেডারদের জীবনী নিয়ে রচিত হয়েছিল বীরগাথা। অনেক ধর্মযোদ্ধা ক্রুসেড থেকে ফিরে এসে নিজ নিজ অভিজ্ঞতার কথা লেখেন, এই বিবরণীগুলি প্রকাশিত হয় এবং এইভাবেই সৃষ্টি হয় ক্রুসেড সাহিত্যের। এই সাহিত্যগুলি ইউরোপের আঞ্চলিক ভাষায় রচিত হওয়ায় আঞ্চলিক ভাষাগুলিও সমৃদ্ধ হয়ে ওঠে। মানুষের নিভৃত ভাবনার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, হৃদয়ের আর্তি ও আকুতির মর্মস্পর্শী প্রকাশ ক্রুসেড-পূর্ববর্তী সময়ের সাহিত্যে দেখা যায়নি।’
মূল্যায়ন
সুতরাং বলা যায়, ক্রুসেড যুগের সাহিত্য ইউরোপের মানব জীবনে গভীর ও স্থায়ী প্রভাববিস্তার করেছিল। পরবর্তীকালে নবজাগরণ যুগের সাহিত্যেও তার ছায়াপাত ঘটে।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর