ক্রুসেডের পর সামন্ততান্ত্রিক সংস্কৃতিতে কী ধরনের পরিবর্তন ঘটে

ক্রুসেডের পর সামন্ততান্ত্রিক সংস্কৃতিতে কী ধরনের পরিবর্তন ঘটে

অথবা, ক্রুসেড কীভাবে সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করেছিল

ক্রুসেড ইউরোপের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নানান পরিবর্তন ঘটিয়েছিল। ধর্মযুদ্ধের ফলে ইউরোপে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক – ঐতিহ্য ও সংস্কৃতি গভীরভাবে প্রভাবিত হয়।

ক্রুসেডের ফলে সামন্ততান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন

(1) চিরাচরিত সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ভাঙন : ক্রুসেডের একটি মহার্ঘ অবদান ছিল মধ্যযুগীয় সামন্তব্যবস্থার ভিত্তিমূলে আঘাত ও ভাঙন ত্বরান্বিত করা। ক্রুসেডে অর্থসাহায্যের জন্য বহু ভূস্বামী তাদের ভূসম্পত্তি বন্ধক রাখেন। আবার অনেকে অর্থের বিনিময়ে দাসদের মুক্তি দেন। এর ফলে প্রাচীন ভূস্বামী শ্রেণি প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। বিলুপ্তি ঘটে ম্যানর ব্যবস্থার। পরিবর্তে উত্থান হয় জমির অধিকারী নতুন এক শ্রেণির।

(2) ভূমিদাস প্রথার অবসান: পোপ দ্বিতীয় আরবানের ঘোষণা এবং সামন্তব্যবস্থার দুর্বলতা- এই দুই কারণের ফলে দাসত্ব মুক্ত হয়ে ভূমিদাসরাও স্বাধীন মজুরে পরিণত হয়। এইভাবে সামন্ততন্ত্রের দুটি প্রধান ভিত্তি ম্যানর ব্যবস্থা এবং ভূমিদাস প্রথা ভেঙে পড়লে সামন্ততান্ত্রিক ইউরোপের আর্থসামাজিক চিত্র বদলে যেতে থাকে।

(3) শ্রমিক শ্রেণির উত্থান: ক্রুসেডে যোগদানকারী ভূমিদাসরা যুদ্ধশেষে স্বাধীন নাগরিক হয়ে শহরে শিল্পী বা কারিগর কিংবা উদীয়মান বুর্জোয়া শ্রেণির শ্রমিক বা সহযোগীতে পরিণত হয়। এভাবে সমাজে একটি নতুন সামাজিক শ্রেণি হিসেবে এই ভূমিদাসরা পরিচিত হতে থাকে।

(4) বণিক ও মহাজন শ্রেণির প্রভাব বৃদ্ধি: ইউরোপের বণিক ও মহাজন শ্রেণির থেকে ঋণগ্রহণকারী সামন্তপ্রভুরা ক্রুসেডে গিয়ে মৃত্যুবরণ করলে বা নিঃস্ব হয়ে ফিরে এলে তাদের জমিগুলি বণিক ও মহাজন শ্রেণির হাতে চলে যায়। ফলে এই শ্রেণিই পরবর্তীতে ইউরোপের চালিকাশক্তিতে পরিণত হয়।

(5) রাজার কর্তৃত্বের পুনঃপ্রতিষ্ঠা: ক্রুসেডে যোগদানকারী সামন্তপ্রভুদের  অনেকেই ভূসম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়েছিলেন। অনেকেই ধর্মযুদ্ধে যোগ দিয়ে দূর বিদেশে মৃত্যুবরণ করেন। এইরূপে ক্রুসেড পরোক্ষভাবে সামন্ততান্ত্রিক আধিপত্যের অবসান ঘটায়। এতকাল রাজা তাঁর পদমর্যাদা ও সামরিক শক্তি নিশ্চিত করার জন্য সামন্তপ্রভুদের উপর নির্ভরশীল ছিলেন। কিন্তু সামন্তদের প্রাতিষ্ঠানিক ভিত্তি, প্রতিপত্তি ও সংখ্যা কমে গেলে রাজার কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার সুযোগ ও সম্ভাবনা উজ্জ্বল হয়। এইভাবে ক্রুসেডের পরবর্তীকালে সামন্ততান্ত্রিক সংস্কৃতিতে একাধিক পরিবর্তন দেখা যায়, যা এই ব্যবস্থার পতনকে সূচিত করেছিল।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment