টীকা লেখো – প্রথম ক্রুসেড
প্রথম ক্রুসেড
১০৯৫ খ্রিস্টাব্দ থেকে ১০৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে প্রথম ক্রুসেড সংঘটিত হয়। পোপের আহ্বানে সাড়া দিয়ে সন্ন্যাসী পিটার দ্য হারমিট ক্রুশ দণ্ড হাতে নিয়ে জার্মানি, ইটালি ও ফ্রান্সের নানা স্থানে গিয়ে ধর্মযোদ্ধাদের সংগঠিত করেন। পরের বছর গ্রীষ্মাবসানে সন্ন্যাসী পিটার এবং ওয়াল্টার দ্য পেনিলেসের নেতৃত্বে দলে দলে মানুষ ধর্মযুদ্ধে অংশ নেয়। ধর্মযোদ্ধারা দুটি দলে বিভক্ত হয়ে হাঙ্গেরি ও বুলগেরিয়া পেরিয়ে বাইজানটাইন সাম্রাজ্যে প্রবেশ করে। তবে এই দলে অধিকাংশই ছিল সমাজের নিম্নশ্রেণিভুক্ত, ধর্মান্ধ, অসংগঠিত ও উচ্ছৃঙ্খল মানুষেরা। চলার পথে উন্মত্ত ধর্মযোদ্ধারা অকথ্য অত্যাচার ও লুণ্ঠন চালায়।
(1) যুদ্ধ: পিটার দ্য হারমিটের নেতৃত্বে ধর্মযোদ্ধারা জেরুজালেমের কাছে পৌঁছোলে তুর্কি বাহিনী তাদের উপর আক্রমণ করে। তুর্কিদের এই প্রতি- আক্রমণে বহু ধর্মযোদ্ধা প্রাণ হারায় পুণ্যভূমিতে পা রাখার আগেই। তবে প্রায় সঙ্গে সঙ্গে সুদক্ষ শক্তিশালী ধর্মযোদ্ধাবাহিনীর আগমনের ফলে ক্রুসেডারদের এই মর্মান্তিক পরিণতি এবং লজ্জা চাপা পড়ে যায়। ১০৯৭ খ্রিস্টাব্দে ক্রুসেডাররা নিসিয়া (Nicaea), এডেসা (Edessa) এবং ১০৯৮ খ্রিস্টাব্দে অ্যান্টিওক (Antioch) শহর দখল করে।
(2) জেবুজালেম দখল ও আধিপত্য স্থাপন: পোপের প্রতিনিধি অ্যাডহিমার (Adhemar)-এর সাংগঠনিক প্রতিভা এবং ফ্রান্সের নিম্ন লোরেন (Lower Loraine)-এর শাসক গডফ্রে (Godfrey)-এর নেতৃত্বে খ্রিস্টান বাহিনী বহু বিধর্মীকে হত্যা করে ১০৯৯ খ্রিস্টাব্দের ১৫ জুন জেরুজালেম দখল করতে সক্ষম হয়। গডফ্রে জেরুজালেমের শাসক হিসেবে অধিষ্ঠিত হন। এ ছাড়া এডেসা, অ্যান্টিওক, ত্রিপোলি ইত্যাদি স্থানে কয়েকটি স্বাধীন খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন –
১। সামন্ততন্ত্র বলতে কী বোঝায়?
২। ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল?
৩। ‘ফিফ’ ও ‘শিভালরি বলতে কী বোঝো?
৪। সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতনের কারণ সম্পর্কে লেখো।
৫। ইউরোপে সামন্ততন্ত্রের ইতিবাচক প্রভাবগুলি কী ছিল?
৬। ইউরোপে সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবগুলি কী ছিল?
৭। পোপতন্ত্রের বিকাশের কারণগুলি লেখো।
৮। ইউরোপে মধ্যযুগকে ‘অন্ধকার যুগ (Dark Age) বলা কতটা যুক্তিসঙ্গত?
১০। সেন্ট বেনেডিক্ট-এর সংস্কারসমূহ সম্পর্কে লেখো।
১২। টীকা লেখো- ক্লুনির সংস্কার আন্দোলন।
১৩। ওয়ার্মস-এর চুক্তির তাৎপর্য লেখো।
১৪। ক্রুসেড’ কী?
১৫। ক্রুসেডের ধর্মীয় কারণ আলোচনা করো।
১৬। ক্রুসেড সংগঠনে খ্রিস্টান চার্চের ভূমিকা কী ছিল?
১৭। ক্রুসেডের অর্থনৈতিক কারণ আলোচনা করো।
১৮। ক্রুসেডের সামাজিক কারণ আলোচনা করো।
১৯। সামন্ততান্ত্রিক শোষণ ক্রুসেডের অন্যতম কারণ ছিল- ব্যাখ্যা করো।