প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝায়? এইরূপ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো
প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্র
বর্তমানে অধিকাংশ রাষ্ট্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলিত রয়েছে। পরোক্ষ গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসন যেখানে জনসাধারণ প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করে না। জনগণ নির্দিষ্ট সময়ের জন্য কিছু ব্যক্তিকে নির্বাচিত করে। এই জনপ্রতিনিধিরাই দেশ শাসন করে। তাই পরোক্ষ গণতন্ত্রকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়। পরোক্ষ গণতন্ত্রেও জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী কিন্তু তাদের তরফে এই ক্ষমতা প্রয়োগ করে থাকে প্রতিনিধিবৃন্দ।
প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য
[1] জনসাধারণ শাসনকার্যে অংশগ্রহণ থেকে বিরত থাকে: পরোক্ষ গণতন্ত্রে সরকার পরিচালিত হয় জনপ্রতিনিধিদের মাধ্যমে, এর ফলে জনসাধারণ প্রত্যক্ষভাবে শাসন পরিচালনা করতে পারে না। তারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করে।
[2] জনসাধারণের কাছে দায়িত্বশীল : পরোক্ষ গণতন্ত্রে জনপ্রতিনিধিরা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয় এবং তারা তাদের কাজে জন্য জনসাধারণের নিকট দায়িত্বশীল থাকে।
[3] প্রত্যেকটি শাসনব্যবস্থার ক্ষেত্রে প্রয়োগযোগ্য: পরোক্ষ গণতন্ত্র এককেন্দ্রিক বা যুক্তরাষ্ট্রীয়, রাষ্ট্রপতিশাসিত বা সংসদীয় সবরকম শাসনব্যবস্থাতেই প্রতিষ্ঠিত করা যেতে পারে।
[4] সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত: পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত।
[5] সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য: গণতন্ত্রে আইনানুগ ও রাজনৈতিক
সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য করা হয়। যেমন- জনসাধারণ রাজনৈতিক সার্বভৌম ক্ষমতা ভোগ করে এবং পার্লামেন্ট আইনানুগ সার্বভৌমত্বের অধিকারী হয়।
[6] রাজনৈতিক দলের উপস্থিতি: পরোক্ষ গণতন্ত্রে দলীয় ব্যবস্থার উদ্ভব ঘটে। এইরূপ গণতন্ত্র বর্তমানে দলীয় গণতন্ত্র বা সরকারে রূপান্তরিত হয়েছে, যেখানে একাধিক রাজনৈতিক দলের অস্তিত্বকে অপরিহার্য হিসেবে ধরা হয়।
[7] নির্বাচন ব্যবস্থা প্রতিযোগিতামূলক: এইরূপ গণতন্ত্রে নির্বাচন ব্যবস্থা অবাধ ও প্রতিযোগিতামূলক হয়। এর ফলে নির্বাচন প্রার্থী, রাজনৈতিক দল, প্রার্থীদের সমর্থকগণ সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা করতে পারে। তাছাড়া ভোটদাতারা যাতে নিজেদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তার জন্য এই আইনগত ব্যবস্থা দেখতে পাওয়া যায়।
মূল্যায়ন: উপরোক্ত বৈশিষ্ট্যগুলি থেকে এই ধারণা স্পষ্ট যে, এইরূপ গণতন্ত্রে নির্বাচিত জনপ্রতিনিধিগণ আইনসভায় মিলিত হয়ে আইন প্রণয়ন করে। তাই বর্তমানে বৃহদায়তন রাষ্ট্রের পক্ষে এই ধরনের গণতান্ত্রিক শাসনব্যবস্থা অধিকতর গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।
১। ব্যাপক ও সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কী বোঝায়? গণতন্ত্রের সর্বাধুনিক সংজ্ঞাগুলি আলোচনা করো
২। গণতন্ত্রের উদ্ভবের কারণগুলি ব্যাখ্যা করো
৩। গণতন্ত্রের বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
৪। গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো
৫। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো
৬। গণতন্ত্র কাকে বলে? এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো
৭। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো? এইরূপ গণতন্ত্রের গুণ বা সুবিধাগুলি আলোচনা করো