প্লাস্টিক দূষণ-একটি ভয়াবহ সমস্যা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
- ভূমিকা
- প্লাস্টিকের অপরিমিত ব্যবহার
- সমস্যা
- বর্জ্য পদার্থরূপে প্লাস্টিক
- প্রতিকার
- উপসংহার
ভূমিকা
একবিংশ শতাব্দীর এক ভয়াবহ সমস্যা-প্লাস্টিক দূষণ। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির যুগে, নগরকেন্দ্রিক সভ্যতায় ক্রমশ হারিয়ে যাচ্ছে অরণ্যপ্রকৃতি; তারই অনিবার্য ফলশ্রুতি ভয়াবহ পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণের অন্যতম একটি বিশেষ কারণ হল প্লাস্টিক দূষণ। প্লাস্টিকের অপরিমিত ব্যবহার পরিবেশকে নিদারুণভাবে বিপন্ন করে চলেছে।
প্লাস্টিকের অপরিমিত ব্যবহার
অতি আধুনিক যুগে চট ও কাগজের তৈরি বস্তা, প্যাকেট, ঠোঙা ইত্যাদির ব্যবহার একেবারেই নেই-তার পরিবর্তে দোকানে, বাজারে, হাটে, শপিং মলে সর্বত্রই প্লাস্টিকের ব্যবহার রমরম করে চলছে। এ এক ভয়াবহ অভিশাপ! ব্যবহারের দিক থেকে অনেকগুলো সুবিধা আছে প্লাস্টিকজাতীয় দ্রব্যের যেমন-খুব সহজেই বহন করা যায়, বায়ু ও জলনিরোধক ও সহজেই ছিঁড়ে বা ফেটে যায় না। তাই সারা বিশ্বেই প্লাস্টিকের অতিরিক্ত প্রয়োজনীয়তা এবং ব্যবহার লক্ষ করা যায়। বাজার করার জন্য, জল বা খাবার বয়ে নিয়ে যাবার জন্য, বইপত্র এমনকি ওষুধের প্যাকেট নিয়ে যাওয়ার জন্য সর্বত্রই প্লাস্টিক ব্যবহার পরিলক্ষিত হয়।
সমস্যা
আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের বহুল ব্যবহার গভীরতর সমস্যার সৃষ্টি করেছে। প্লাস্টিকের পচন নেই, পুড়িয়ে ফেললেও তা প্রচণ্ড ক্ষতিকারক গ্যাস উৎপন্ন করে। মাটির নীচে বছরের পর বছর থাকলেও তা ধ্বংস হয় না, নদী-নালা-পুকুর সর্বত্রই ভয়াবহ দূষণ সৃষ্টি করে। প্লাস্টিক ব্যবহারের জন্য পরিবেশের বাস্তুতন্ত্র ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষত প্লাস্টিক থেকে সৃষ্ট ‘বিসফেনল-এ’ রাসায়নিকটি মানব শরীরে হার্টের অসুখ, ডায়াবেটিস, থায়রয়েড, হাঁপানি, কিডনির অসুখ এমনকি ক্যানসার পর্যন্ত সৃষ্টি করে। শুধু তাই নয় পুকুর, নদী, নালা, দিঘি, জলাশয়ের মাছ এবং অন্যান্য জলজ প্রাণীরাও বিভিন্ন অসুখে আক্রান্ত হয়।
বর্জ্য পদার্থরূপে প্লাস্টিক
প্লাস্টিক বর্জ্য পদার্থ হিসেবে প্রতিমুহূর্তে পরিবেশকে কলুষিত করছে। প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহারের জন্য প্লাস্টিক বর্জ্য পদার্থের পরিমাণও ক্রমাগত বেড়ে চলেছে। প্রকৃতিতে বর্জ্য পদার্থ হিসেবে প্লাস্টিককে আমরা দুভাবে পাই-থার্মোপ্লাস্টিক ও থার্মোসেট প্লাস্টিক। বিজ্ঞানীদের মতে, ৩০ মাইক্রনের নীচে প্রস্তুত প্লাস্টিক ব্যবহার সবচেয়ে বিপজ্জনক। কারণ এই ধরনের প্লাস্টিককে কোনোভাবেই পরিবেশ থেকে নিঃশেষিত করা যায় না। আবার বর্জ্য প্লাস্টিকের পুনরায় অন্যভাবে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করার পদ্ধতি খুব জটিল এবং বেশ খরচসাপেক্ষ।
প্রতিকার
প্লাস্টিক দূষণ প্রতিকারের কয়েকটি পদ্ধতি রয়েছে।
(1) প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন।
(ii) প্লাস্টিক বর্জ্যগুলির পুনঃব্যবহারের বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করতে হবে।
(iii) ৩০ মাইক্রনের নীচে প্রস্তুত প্লাস্টিক উৎপাদন এবং তার ব্যবহার একেবারে নিষিদ্ধ করতে হবে। এক্ষেত্রে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্লাস্টিকের বদলে কাগজের প্যাকেট, ঠোঙা, চটজাতীয় প্যাকেট, ব্যাগ ইত্যাদি ব্যবহার করতে হবে। যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। ছাত্রছাত্রীরাও প্লাস্টিক ব্যবহার না করার বিষয়ে জনগণকে সচেতন করতে পারে।
উপসংহার
যন্ত্রসভ্যতার যুগে পথ চলতে চলতে আমরা হারিয়ে ফেলছি আমাদের সুন্দর অতীতকে, ভুলে যাচ্ছি ঐতিহ্যকে, পরিবর্তে গ্রহণ করছি সহজলভ্য ও চটকদার বিষয়গুলিকে। আমরা হারিয়ে ফেলেছি চট ও কাগজকে, দু-হাত বাড়িয়ে গ্রহণ করছি ভয়াবহ, ক্ষতিকর প্লাস্টিক দানবকে। পরিবেশকে বাঁচাতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সোনালি দিনগুলিতে যেখানে প্লাস্টিক দানবের হুংকার ছিল না, যেখানে ছিল পরিবেশের শান্ত, সমাহিত রূপ। রোগজর্জর সভ্যতা আমাদের কাম্য নয়। আমরা চাই সুন্দর এক পৃথিবী। দূষণহীন সেই পৃথিবীর জন্য আমাদের সমবেত সচেতনতা একান্ত আবশ্যক।
আরও পড়ুন –
১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৯। মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২০। আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২১। বাংলার উৎসব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২২। যুদ্ধ নয়, শান্তি চাই – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা