পথনির্দেশকারী শিক্ষাসংস্থাসমূহ MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান

পথনির্দেশকারী শিক্ষাসংস্থাসমূহ MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান

পথনির্দেশকারী শিক্ষাসংস্থাসমূহ MCQ
পথনির্দেশকারী শিক্ষাসংস্থাসমূহ MCQ

1. NCERT -র পুরো কথাটি হল

(a) National Council of Educational Rehabilitation and Training

(b) National Council of Educational Research and Training

(c) National Council of Elementary Research and Training

(d) National Centre of Educational Research and Training.

2. NCERT প্রতিষ্ঠিত হয়

(a) 1960 সালে

(b) 1961 সালে

(c) 1962 সালে

(d) 1963 সালে।

3. NCERT আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে-

(a) 1961 সালের 27 জুলাই

(b) 1961 সালের 1 আগস্ট

(c) 1961 সালের 1 এপ্রিল

(d) 1961 সালের 1 সেপ্টেম্বর।

4. NCERT একটি –

(a) স্বয়ংশাসিত সংস্থা

(b) বেসরকারি সংস্থা

(c) সরকার নিয়ন্ত্রিত সংস্থা

(d) আন্তর্জাতিক সংস্থা।

5. সমগ্র ভারতে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে সাহায্য করা এবং বিদ্যালয় শিক্ষা ও শিক্ষক-শিক্ষণ বিষয়ে গবেষণা করা, গবেষণালব্ধ ফল প্রয়োগ করার কাজটির উদ্দেশ্যে যে সংস্থা গড়ে ওঠে, তা হল-

(a) NCTE

(b) NCRH

(c) NCERT

(d) NCFTE.

6. NCERT গড়ে ওঠার অন্যতম উদ্দেশ্য হল

(a) শিক্ষা বিষয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে বিভিন্ন তথ্যপ্রদান করা

(b) শিক্ষক-শিক্ষণ কার্য পরিচালনা করা

(c) রাজ্যে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের জন্য অনুদান দেওয়া

(d) শিক্ষাক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের Refresher ও Orientation -এর ব্যবস্থা করা।

7. NCERT -র সংগঠন পর্যায়ের সভাপতি হবেন

(a) UGC-এর চেয়ারম্যান

(b) দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

(c) কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধিকর্তা

(d) কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী (পদাধিকারবলে)।

8. NCERT -র পরিচালক সভার সম্পাদকই হলেন

(a) NCERT-র সভাপতি

(b) NCERT-র সম্পাদক

(c) NCERT-র আইন বিভাগের প্রধান

(d) NCERT-র সহসভাপতি।

9. NCERT -র পরিচালক সমিতির সহসভাপতি হবেন-

(a) কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিক

(b) মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উপদেষ্টা

(c) কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান

(d) UGC-এর চেয়ারম্যান।

10. NCERT-র সদর দপ্তর অবস্থিত –

(a) মুম্বাই (দাদার)

(b) আহমেদাবাদ (সুরাট)

(c) নিউ দিল্লি (শ্রী অরবিন্দ মার্গ

(d) চেন্নাই (কন্নপুরম)।

11. ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত NCERTর বর্তমান ডিরেক্টর হলেন-

(a) ধর্মেন্দ্র প্রধান

(b) রভিন্দর সিং

(c) মনোজ কুমার শ্রিভাসতভ

(d) ড. দিনেশ প্রসাদ সাকলানি।

12. NCERT-র বর্তমান সভাপতি হলেন

(a) রভিন্দর সিং

(b) ধর্মেন্দ্র প্রধান

(c) নিধি ছিব্বর

(d) ড. টি জি সিথারম।

13. NCERT-র সদস্যদের মধ্যে ভারত সরকার মনোনীত কত জন সদস্য থাকতে পারেন?

(a) 10 জন

(b) 12 জন

(c) 14 জন

(d) 20 জন।

14. যেসব সংস্থার সাহায্যে NCERT কার্যাবলি পরিচালনা করে, সেগুলির মধ্যে একটি হল –

(a) Central Institute of Educational Technology

(b) Indian Institute of Technology Kharagpur

(c) Indian Institute of Management Calcutta

(d) Indian Institute of Space Science & Technology.

15. NCERT -র পরিচালক সমিতি দ্বারা পরিচালিত হয়-

(a) National Planning Commission

(b) National Institute of Education

(c) National Institute of Advanced Studies

(d) National Institute of Open Schooling.

16. NCERT ক-টি সরকারি সংস্থার একত্রীকরণের মাধ্যমে গঠিত হয়েছিল?

(a) 5 টি

(b) 6 টি

(c) 7 টি

(d) ৪ টি।

17. NCERT যেসকল সরকারি সংস্থার একত্রীকরণের মাধ্যমে গঠিত হয়েছিল, সেগুলির মধ্যে একটি সংস্থা হল –

(a) The Central Bureau of Textbook Research

(b) Central Institute of Indian Languages

(d) The Central Council of Health.

(c) The Central bureau of Statistics

18. যে-সমস্ত সরকারি সংস্থার একত্রীকরণের মাধ্যমে NCERT গঠিত হয়েছিল, সেগুলির মধ্যে অন্যতম হল-

(a) The National Institute of Engineering

(b) The National Institute of Open Schooling

(c) The National Institute of Basic Education

(d) National Institute of Advanced Studies.

19. The Central Institute of Education, The National Fundamental Education Centre এবং The National Institute of Audio-Visual Education নামক সংগঠনগুলি একত্রিত হয়ে যে সংস্থাটি গড়ে তুলতে সাহায্য করেছে, সেটি হল

(a) NCTE

(b) AICTE

(c) DIET

(d) NCERT.

20. যে 7টি সরকারি সংগঠন একত্রিত হয়ে NCERT গড়ে তুলতে সাহায্য করেছে, তার মধ্যে অন্যতম হল

(a) National Institute of Science Education and Research

(b) National Institute of Technical Education & Research

(c) National Institute of Management and Research Studies

(d) The Central Bureau of Educational and Vocational Guidence.

21. NCERT -র ক-টি উপসমিতির মাধ্যমে NCERT -র সমস্ত কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়?

(a) 4 টি

(b) 5 টি

(c) 6 টি

(d) ৪ টি।

22. NCERT -র পরিচালক সমিতি যে ছ-টি উপসমিতির মাধ্যমে কার্যাবলি সম্পাদন করে, তার মধ্যে উল্লেখযোগ্য হল-

(a) ব্যবস্থাপক উপসমিতি ও গবেষণামূলক উপসমিতি

(b) অ্যাকাডেমিক উপসমিতি

(c) UGC-এর উপসমিতি

(d) সাংস্কৃতিক উপসমিতি।

23. ভারতের ক-টি শহরে NCERT -র অধীনে কয়েকটি Regional o Institute of Education গঠিত হয়েছে?

(a) 2 টি

(b) 3 টি

(c) 4 টি

(d) 5 টি।

24. NCERT-র অধীনে ভারতের মধ্যে Regional Institute of Education নেই যে শহরে-

(a) ভূপাল

(b) ভুবনেশ্বর

(c) আজমির

(d) কলকাতা৷

25. ভারতের যেসকল শহরে NCERT-র অধীনে 5 টি Regional Institute of Education গড়ে উঠেছে, সেইসব শহরগুলির মধ্যে 2 টি হল-

(a) ভূপাল ও চেন্নাই

(b) ভূপাল ও কলকাতা

(c) ভূপাল ও মুম্বাই

(d) ভূপাল ও ভুবনেশ্বর।

26. NCERT -র অধীনে ভারতের যেসকল শহরে Regional Institute of Education গড়ে উঠেছে, সেগুলির মধ্যে দুটি অন্যতম শহর হল-

(a) মহীশূর ও মুম্বাই

(b) মহীশূর ও কলকাতা

(c) মহীশূর ও শিলং

(d) মহীশূর ও বেঙ্গালুরু।

27. NCERT-র অধীনে ভারতের 5 টি শহরে Regional Institute of Education গড়ে উঠেছে। এই পাঁচটি শহরের মধ্যে একটি হল

(a) বেনারস

(b) আজমির 

(c) দিল্লি

(d) কলকাতা।

28. NCERT 5 টি Regional Institute ছাড়াও ক-টি প্রদেশে প্রাদেশিক অফিস স্থাপন করেছে, যেই অফিসগুলি আবার রাজ্যগুলিকে বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত বিষয়ে সাহায্য করে থাকে।

(a) 17 টি

(b) 16 টি

(c) 15 টি

(d) 14 টি।

29. জাতীয় শিক্ষার অগ্রগতি, বিদ্যালয় শিক্ষায় রাজ্যসমূহ তথা সমগ্র দেশের অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে NCERT জাতীয় সমীক্ষা প্রকাশ করে। এই সমীক্ষার রিপোর্ট যেমন সরকারকে সাহায্য কবে তেমনই বিভিন্ন প্রতিষ্ঠান, গবেষক, শিক্ষকদেরও সহায়তা করে। NCERT এই রিপোর্টটি কত বছর অন্তর প্রকাশ করে?

(a) 3 বছর

(b) 4 বছর

(c) 5 বছর

(d) 6 বছর।

30. NCERT -র একটি গুরুত্বপূর্ণ কাজ হল-

(a) পাঠ্যপুস্তক প্রকাশ করা

(b) শিক্ষকদের প্রশিক্ষণের জন্য অর্থসাহায্য করা

(c) শিক্ষক-শিক্ষণের পরীক্ষার আয়োজন করা

(d) শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা।

31. শিক্ষণ-শিখনের ক্ষেত্রে কোন্ বিষয়টির উপর ভিত্তি করে NCERT গবেষণাভিত্তিক কাজ করে?

(a) ভূগোল

(b) ইংরেজি

(c) ইতিহাস

(d) মনোবিজ্ঞান।

32. কোন্ সংস্থা বিশেষজ্ঞ কমিটির সাহায্যে সারা দেশের মাধ্যমিক শিক্ষার পাঠক্রম রচনা করে, যা বিভিন্ন রাজ্যের প্রাদেশিক সরকার ও বোর্ড মেনে চলে?

(a) NCTE

(b) NCERT

(c) AICTE

(d) DIET.

33. মাধ্যমিক শিক্ষার পাঠক্রম প্রস্তুত করা ছাড়াও NCERTর অন্যতম একটি কাজ হল –

(a) শিক্ষকদের চাকুরিকালীন প্রশিক্ষণ দেওয়া

(b) এমফিল এর কাজ পরিচালনা করা

(c) কেন্দ্রীয় বিদ্যালয়গুলি পরিচালনা করা

(d) শিক্ষাগত প্রশাসকদের প্রশিক্ষণ দেওয়া।

34. বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি যেমন শিক্ষক-শিক্ষণ, অনগ্রসরদের শিক্ষা, নারীশিক্ষা, মূল্যায়ন, শিশু মনোবিজ্ঞান, শিক্ষা প্রশাসন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে কোন্ সংস্থা উৎসাহ দান করে ও গবেষণালব্ধ ফল প্রকাশ করে?

(a) DIET

(b) CABE

(c) SABE

(d) NCERT.

35. NCERT দ্বারা প্রকাশিত উল্লেখযোগ্য জার্নাল হল-

(a) Journal of Indian Education

(b) Advance in Plant Science

(c) Conservation and Society

(d) Physiology and Molecular Biology of Plants.

36. নির্দেশ ও বুলেটিন ছাড়াও NCERT দ্বারা প্রকাশিত দুটি জার্নাল হল-

(a) Animal Frontiers, Perspectives in Clinical Research

(b) All India Reporter, Communicator

(c) School Science, Indian Education Review

(d) Crop Research, Capital Market.

37. জাতীয় মেধা অন্বেষণ (National Talent Search), জওহরলাল নেহরু জাতীয় বিজ্ঞান প্রদর্শনী ইত্যাদির আয়োজন করে যে সংস্থা, তা হল

(a) CBSE

(b) NCERT

(c) UGC

(d) NAAC.

38. NCERT -র বোর্ড অফ এডুকেশনাল স্টাডিজে ক-টি স্ট্যান্ডিং কমিটি আছে?

(a) 2 টি

(b) 3 টি

(c) 5 টি

(d) ৪ টি।

39. যদি কোনো প্রতিষ্ঠান গবেষণামূলক কাজের প্রস্তাব দিয়ে NCERT-র পরিষদের কাছে আবেদন জানায়, তবে তার বিচারবিবেচনা করে বোর্ড অফ এডুকেশনাল স্টাডিজের কোন্ সাবকমিটি?

(a) প্রথম স্ট্যান্ডিং সাবকমিটি

(b) দ্বিতীয় স্ট্যান্ডিং সাবকমিটি

(c) তৃতীয় স্ট্যান্ডিং সাবকমিটি (

d) চতুর্থ স্ট্যান্ডিং সাবকমিটি।

40. NCERTর নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাচর্চা ও গবেষণামূলক পরিকল্পনা রচনা করে এবং বোর্ড অফ এডুকেশনাল স্টাডিজের কোন্ সাবকমিটি তাদের মধ্যে সমন্বয় সাধন করে?

(a) প্রথম স্ট্যান্ডিং সাবকমিটি

(b) দ্বিতীয় স্ট্যান্ডিং সাবকমিটি

(c) তৃতীয় স্ট্যান্ডিং সাব-কমিটি

(d) (a) ও (b) উভয়ই ঠিক।

41. NCERTর বোর্ড অফ এডুকেশনাল স্টাডিজের কোন্ সাবকমিটি বিভিন্ন Extension Service, Field Service 3 Regional Institute of Education গুলির পরিচালনার ব্যাপারে বিভিন্ন দায়িত্ব জিন পালন করে?

(a) প্রথম স্ট্যান্ডিং সাবকমিটি

(চ) দ্বিতীয় স্ট্যান্ডিং সাবকমিটি

(c) a ও ৮ উভয়ই ঠিক

(d) তৃতীয় স্ট্যান্ডিং সাবকমিটি।

42. বিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার ক্ষেত্রে উন্নত ধরনের শিক্ষণপ্রণালী ও শ্রেণিশিক্ষায় মানোন্নয়নের দিকে নজর দেওয়া ছাড়াও এইসকল বিষয়গুলি সম্পর্কে NCERT-র আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল

(a) গবেষণায় উৎসাহ দান

(b) আর্থিক সাহায্য করা

(c) শিক্ষক-শিক্ষণ সহায়ক উপাদান সরবরাহ

(d) সবকটি ঠিক।

43. কোন্ কোন্ সালে NCERT বিদ্যালয় শিক্ষার জন্য পাঠক্রম রচনা করেছিল?

(a) 1976, 1988 ও 2000

(b) 1975, 1989 ও 2001

(C) 1975, 1988, 2000 ও 2014

(d) 1976, 1989 ও 2000

44. কোন্ কোন্ সালে NCERT শিক্ষক-শিক্ষণের জন্য পাঠক্রম রচনা করেছিল?

(a) 1978, 1988 ও 1998

(b) 1978, 1987 ও 1998

(c) 1978, 1987 ও 1999

(d) 1978, 1988 ও 1999

45. National Curriculum Framework for School Education (NCFSE) কত সালে NCERT-র দ্বারা রচনা করা হয়েছে?

(a) 2000

(b) 2001

(c) 2002

(d) 2003

46. NCERT-র একটি কাজ হল

(a) বিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্যদান

(b) বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ পরিচালনা করা

(c) কলেজের পরিকাঠামোগত উন্নতি ঘটানো

(d) b ও c উভয়ই ঠিক।

47. বর্তমানে NCTE-র দায়িত্বে থাকা NCERT-র যে 4 বছরের Secondary Integrated Teacher Education Programme রয়েছে, তাতে অংশগ্রহণ করতে পারবে

(a) মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা

(b) উচ্চমাধ্যমিক স্তরের বিজ্ঞান ও অঙ্কের শিক্ষার্থীরা

(c) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় স্তরের শিক্ষার্থীরা

(d) শুধুমাত্র উচ্চমাধ্যমিক স্তরের কলা বিভাগের শিক্ষার্থীরা।

48. NCERT স্নাতক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের জন্য কত বছরের Secondary Teacher Education Programme পরিচালনা করেছে?

(a) 2 বছরের

(b) 4 বছরের

(c) 3 বছরের

(d) 1 বছরের।

49. NCERT দূরাগত শিক্ষার মাধ্যমে কত মাসের Secondary Teacher Education Programme চালু করার কথা বলে?

(a) 14 মাস

(b) 16 মাস

(c) 18 মাস

(d) 19 মাস।

50. NCERT উচ্চস্তরের শিক্ষার ক্ষেত্রে যে বিশেষ ব্যবস্থা করে, তা হল তা হল

(a) বৃত্তিকালীন শিক্ষার ব্যবস্থা

(b) প্রশাসনিক দায়িত্ব পরিচালনার ব্যবস্থা

(c) আর্থিক সাহায্যের ব্যবস্থা

(d) কোনোটিই নয়।

51. জাতীয় স্তরে NCERT ও রাজ্য স্তরে State Institute of Education শিক্ষা গবেষণা ও সাম্প্রতিক কালে বিদ্যালয়ের শিক্ষার মধ্যে যে বিস্তর ফাঁক আছে তা পূরণের দায়িত্ব NCERT-কে নিতে হবে। এই সুপারিশটি করে-

(a) 1968 সালের জাতীয় শিক্ষানীতি

(b) 1986 সালের জাতীয় শিক্ষানীতি

(c) 1964 সালের কোঠারি কমিশন

(d) 2020 সালের জাতীয় শিক্ষানীতি।

52. NCERT হবে সর্বভারতীয় চরিত্রের। এর পরিচালক সমিতির সদস্যরা অধিকাংশই হবেন বেসরকারি। এদের মধ্যে অন্তত একজন মাধ্যমিক বিদ্যালয়ের খ্যাতনামা শিক্ষক থাকবেন এবং একজন থাকবেন প্রাথমিক শিক্ষা বিশেষজ্ঞ। এই সুপারিশটি করে –

(a) জাতীয় শিক্ষানীতি-1986

(b) রাধাকৃষ্ণন কমিশন

(c) মুদালিয়র কমিশন

(d) কোঠারি কমিশন।

53. NCERT থেকে যে Project গুলি পাওয়া যায় সেগুলির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের NCERT-র –

(a) জেলা অফিসের ভূমিকা আছে

(b) রাজ্য অফিসের ভূমিকা আছে

(c) a ও ৮ উভয়ই ঠিক

(d) শুধুমাত্র কেন্দ্রীয় অফিসের ভূমিকা আছে।

54. কোঠারি কমিশনের সুপারিশে বলা হয়, NCERT যেমন নিজেরা গবেষণা করবে তেমনি State Institute of Education -এর সঙ্গে যৌথ উদ্যোগে গবেষণার কাজে নিযুক্ত বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে। এই কারণে কমিশন যা প্রতিষ্ঠা করার প্রস্তাব দেয়, তা হল-

(a) Education Research Board

(b) Education Research Institute

(c) Education Research Centre

(d) Education Research Council.

55. CBSE পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠক্রম ও পাঠ্যসূচি তৈরির এবং পঠনপাঠন, পরীক্ষণ, পর্যবেক্ষণ ইত্যাদি পরিচালনার দায়িত্বে থাকে –

(a) UGC

(b) SCERT

(c) NCERT

(d) জেলা বোর্ড।

56. NCERT-র নিজস্ব প্রতিষ্ঠান National Institute of Education- এর একটি বিভাগ হল

(a) National Institute of Audio-visual Aids

(b) National Institute of Education Center

(c) National Institute of Vocational Guidance

(d) National Institute of Psychological Foundation.

57. NPE-2020 অনুযায়ী, বিদ্যালয়ের পাঠক্রম ও পাঠ্যসূচি রচনার দায়িত্ব ছিল-

(a) CBSE-এর উপর

(b) ICSE-এর উপর

(c) NUPE-এর উপর

(d) NCERT-এর উপর।

58. প্রতিটি SCERT-র সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলে –

(a) NAAC

(c) NCTE

(d) NCERT.

59. UGC পশ্চিমবঙ্গে NCERT-র অফিস রয়েছে

(a) দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং

(b) উত্তর চব্বিশ পরগনার পানিহাটি

(c) নদিয়ার কল্যাণী

(d) মুরশিদাবাদের বহরমপুর।

60. SCERT-র পুরো কথাটি হল –

(a) State Council of Emergency Research and Training

(b) State Council of Educational Research and Training

(c) State Council of Educational Research and Training

(d) State Council of Elimentary Research and Training.

61. SCERT স্থাপিত হয়-

(a) 1988 -র 27 মে

(b) 1989 -র 26 মে

(c) 1990-এর 21 মে

(d) 1991 -এর 24 মে।

62. যার সুপারিশে SCERT গঠিত হয়, তা হল –

(a) কোঠারি কমিশন

(b) মুদালিয়র কমিশন

(c) জাতীয় শিক্ষানীতি, 1968

(d) জাতীয় শিক্ষানীতি, 1986।

63. SCERT একটি –

(a) বেসরকারি সংস্থা

(b) সরকার নিয়ন্ত্রিত সংস্থা

(c) স্বয়ংশাসিত সংস্থা

(d) আন্তর্জাতিক সংস্থা।

64. SCERT যে Act-এর অধীনে একটি স্বয়ংশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেটি হল

(a) The Acharya University Act, 2022

(b) The G M University Act, 2022

(c) The Kishkinda University Act, 2022

(d) The Societies Registration Act, 1860.

65. কেন্দ্রে যেমন বিদ্যালয় স্তরের দেখাশোনার জন্য NCERT আছে, তেমনই রাজ্য স্তরে আছে

(a) NCTE

(b) UGC

(c) SCERT

(d) NAAC.

66. SCERT বর্তমানে স্নাতক শিক্ষার্থীদের জন্য ক-টি প্রাক্ -পরিসেবা শিক্ষক-শিক্ষা প্রোগ্রাম (Pre Service Teacher education programme) অনুমোদন করেছে?

(a) 1 টি

(b) 4 টি

(c) 2 টি

(d) 3 টি।

67. SCERT-র সদর দপ্তর অবস্থিত-

(a) নিউ দিল্লি

(b) হরিয়ানা

(c) মুম্বাই

(d) কলকাতা।

68. কোনো কোনো রাজ্যে SCERT অপর কী নামে পরিচিত হয়?

(a) State Council

(b) State Institution

(c) State Centre

(d) State Board.

69. রাজ্য শিক্ষা বিভাগের একটি অ্যাকাডেমিক শাখা ছাড়াও SCERT কার অংশ হিসেবে বিবেচিত হয়?

(a) ডাইরেক্টর অফ রিসার্চ

(b) ডাইরেক্টর অফ এডুকেশনাল ইন্সটিটিউশন

(c) ডাইরেক্টর অফ এডুকেশন

(d) a ও ৮ উভয়ই ঠিক।

70. আঞ্চলিক আধিকারিক, জেলা শিক্ষা আধিকারিক, পঞ্চায়েত শিক্ষা আধিকারিক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শিক্ষা সংক্রান্ত পরামর্শ দেয় –

(a) AICFE

(b) SCERT

(c) NCF

(d) UGC.

71. বিদ্যালয় শিক্ষা ও সাধারণভাবে জীবনব্যাপী বিধিমুক্ত শিক্ষা এবং বিশেষভাবে শিক্ষক-শিক্ষণের ক্ষেত্রে পরিবর্তনসাধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যে সংস্থার কাজ, তা হল

(a) NCF

(b) UGC

(c) a ও b উভয়ই ঠিক

(d) SCERT.

72. রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত তত্ত্বাবধায়ক পরিদর্শকমন্ডলীর কার্যকালীন শিক্ষণ ও পুনশিক্ষণের ব্যবস্থা করে SCERT। আর কোন্ স্তরের জন্য SCERT এই ব্যবস্থা করে?

(a) প্রাথমিক স্তর

(b) কলেজীয় শিক্ষার স্তর

(c) স্নাতকোত্তর শিক্ষার স্তর

(d) a ও c উভয়ই ঠিক।

73. SCERT-র একটি অন্যতম কাজ হল

(a) রাজ্যের সকল স্তরে শিক্ষক-শিক্ষণপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ প্রকল্প চালু করা

(b) বিদ্যালয়গুলিকে অনুদান দেওয়া

(c) বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়োগ করা

(d) রাজ্যের সকল স্তরের শিক্ষক-শিক্ষণপ্রতিষ্ঠানে সম্প্রসারণ পরিসেবা চালু করা।

74. রাজ্যের প্রাথমিক থেকে উচ্চতর মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষা- প্রতিষ্ঠানের ব্যবহারের উপযোগী পাঠক্রম, পাঠদানের উপকরণ, পাঠ্যপুস্তক প্রভৃতি প্রণয়ন করে

(a) UGC

(b) SCERT

(c) NAAC

(d) CABE.

75. SCERT-র একটি অন্যতম কাজ হল

(a) প্রাথমিক শিক্ষকদের শিক্ষণের শিক্ষার দিকটা নিয়ন্ত্রণ করা

(b) প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করা

(c) বিদ্যালয়ের শৃঙ্খলারক্ষা করা

(d) শিক্ষকদের উচ্চতর ডিগ্রি প্রদান করা।

76. SCERT-র একটি অন্যতম কাজ হল-

(a) রাজ্যের বিভিন্ন আর্থিক বিষয়গুলিকে শিক্ষা সমিতিগুলির মধ্যে আদানপ্রদান করা

(b) রাজ্যের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে শিক্ষক সমিতিগুলির মধ্যে সমন্বয়সাধন করা

(c) সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে অনুদান দেওয়া

(d) a ও ৮ উভয়ই ঠিক।

77. SCERT, State Board of School Education, State Level Universities, College of Education, State Department of Education যৌথভাবে

(a) শুধুমাত্র Pre-service Training Programme-গুলির ব্যবস্থা করে

(b) শুধুমাত্র In-service Training Programme-গুলির ব্যবস্থা করে

(c) a ও ৮ উভয়ই ঠিক

(d) কোনোটিই নয়।

78. SC, ST এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য SCERT কী ধরনের ব্যবস্থা করে থাকে?

(a) শুধুমাত্র বৃত্তির ব্যবস্থা করে

(b) শুধুমাত্র স্কলারশিপের ব্যবস্থা করে

(c) a ও ৮ উভয়ই ঠিক

(d) সার্টিফিকেট প্রদান করে।

79. SCERT মূলত কোন্ সংস্থার আদলে গঠিত হয়েছে?

a) AICTE

b) UGC

(c) NCERT

(d) NAAC.

৪০. ভারত সরকার কত সালে বিভিন্ন রাজ্যে State Institute of Education গঠনের পরিকল্পনা গ্রহণ করে?

(a) 1960

(b) 1961

(c) 1962

(d) 1963

81. State Institute of Education-গুলিকে SCERT-তে পরিণত করার প্রক্রিয়া শুরু হয় কখন?

(a) ষাটের দশকের শেষের দিকে

(b) সত্তরের দশকের প্রথমদিকে

(c) সত্তরের দশকের মাঝামাঝি

(d) আশির দশকের প্রথমদিকে।

82. অন্ধ্রপ্রদেশে কত সালে SCERT প্রতিষ্ঠিত হয়? 

(a) 1965

(b) 1966

(c) 1967

83. NCERT-র ক্ষমতা ও কার্যাবলি সংবলিত SCERT হল

(a) কেন্দ্রীয় সংস্থা

(b) রাজ্যস্তরীয় সংস্থা

(c) a ও ৮ উভয়ই ঠিক

(d) 1970

84. SCERT -র পরিচালন সমিতির প্রধান হলেন-

(a) শিক্ষা মন্ত্রী

(b) শিক্ষা সচিব

(c) UGC-র প্রধান

(d) NCERT -র প্রধান।

85 রাজ্য স্তরে বিদ্যালয়গুলির জন্য পরিকল্পনা রচনা, বাস্তবায়ন এবং এর মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ সংস্থাটি হল-

(a) NCERT

(b) UGC

(c) NAAC

(d) SCERT.

86. SCERT-তে যে বিভাগগুলি থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল

(a) শিক্ষা গবেষণা বিভাগ এবং বিজ্ঞান ও গণিত শিক্ষা বিভাগ

(b) আইন বিভাগ

(c) পরিবেশ বিভাগ

(d) সবগুলি ঠিক।

87. SCERT-র একটি অন্যতম কাজ হল –

(a) মন্ত্রীসভার সঙ্গে সংযোগরক্ষা করা

(b) মন্ত্রীসভা ও শিক্ষা বিভাগের মধ্যে সংযোগরক্ষা করা

(c) DIET-এর সঙ্গে সংযোগরক্ষা করা এবং নির্দেশনা দেওয়া

(d) a ও c উভয়ই ঠিক।

৪৪. রাজ্য স্তরে প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের জন্য হস্তলেখা বিষয়ক প্রতিযোগিতার আয়োজন ও বিদ্যালয় পরীক্ষা ব্যবস্থায় বিভিন্ন শ্রেণির জন্য প্রশ্নপত্র তৈরির ব্যবস্থা করে-

(a) NCERT

(b) AICTE

(c) NUEPA

(d) SCERT.

89. পশ্চিমবঙ্গে কত সালে SCERT প্রতিষ্ঠিত হয়?

(a) 1978

(b) 1980

(c) 1995

(d) 1996

90. SCERT-র অন্যতম কাজ হল-

(a) জেলা ও রাজ্য স্তরে বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান সেমিনারের আয়োজন করা

(b) কলেজীয় শিক্ষাস্তরের মূল্যায়ন করা

(c) স্নাতকোত্তর কার্যক্রম পরিচালনা করা

(d) এমফিল ও পিএইচডি-র ক্ষেত্রে সুবিধা প্রদান করা।

91. রাজ্য স্তরে বিদ্যালয়গুলিতে কম্পিউটার সাক্ষরতাকে জনপ্রিয় করা ও জনসংখ্যা বিষয়ক শিক্ষায় বিদ্যালয় পাঠ্যপুস্তকের পুনর্মূল্যায়ন করা হল

(a) CTE-র কাজ

(b) NCERT-র কাজ

(c) UGC-র কাজ

(d) SCERT-র কাজ।

92. SCERT বিদ্যালয়ে পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকদের > নিয়ে কীসের আয়োজনের কথা বলেছে?

(a) বিজ্ঞানশিবির

(b) প্রশিক্ষণ শিবির 

(c) শিক্ষাশিবির

(d) a ও ৮ উভয়ই ঠিক।

93. কলা ও সংস্কৃতিকে শিক্ষার সঙ্গে একাত্ম করার জন্য প্রকল্পের আয়োজন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জাতীয় সংহতিমূলক ক্যাম্প বা শিবিরের আয়োজন করা কোন্ সংস্থার কাজ?

(a) AICTE

(b) UGC

(c) SCERT

(d) CTE.

94. পশ্চিমবঙ্গে SCERT-র সদর দপ্তর কোথায় অবস্থিত?

(a) কলকাতা

(b) দুর্গাপুর

(c) হলদিয়া

(d) কল্যাণী।

95. প্রাথমিক শিক্ষকদের শিক্ষণের দিকটি নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে SCERT প্রতিষ্ঠিত হলেও এগুলির দায়িত্বে রয়েছে মূলত-

(a) UGC

(b) প্রাথমিক শিক্ষা পর্ষদ

(c) NAAC 8 noites

(d) মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

96. পশ্চিমবঙ্গে SCERT স্থাপিত হয়েছিল-

(a) 21.5.1980-তে

(b) 21.5.1981-তে

(c) 20.5.1980-তে

(d) 22.5.1980-তে।

97. পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে জীবনশৈলী শিক্ষার জন্য শিক্ষক-শিক্ষণের ব্যবস্থা করেছে- 

(a) NCERT

(b) UGC

(c) NAAC

(d) SCERT.

9৪. পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে শিক্ষার পাঠক্রমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে

(a) AICTE

(b) SCERT

(c) СТЕ

(d) NUEPA.

99. DIET-এর পুরো কথাটি কী?

(a) District Institute of Elimientary Teacher Education

(b) District institute of Education and Training

(c) District Institute of Educational Research and Training

(d) District Institute of Education and Teacher Training.

100. 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে প্রারম্ভিক শিক্ষার সর্বজনীকরণ এবং বয়স্কশিক্ষাকে গুরুত্ব দিয়ে জেলা স্তরে একটি সংগঠন তৈরির কথা বলা হয়েছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে তৈরি হয় –

(a) NCTE

(b) UGC

(c) NAAC

(d) DIET.

আরও পড়ুন – শিক্ষার বিভিন্ন রূপ MCQ ১ম সেমিস্টার

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment