শিক্ষার বিভিন্ন রূপ MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান
1. প্রথাগত শিক্ষার অপর নাম হল
(a) পেশাগত শিক্ষা
(b) জীবনব্যাপী শিক্ষা
(c) নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা
(d) অনিয়ন্ত্রিত শিক্ষা।
2. প্রথাগত শিক্ষায় শিক্ষার-
(a) তিনটি উপাদান থাকে
(b) চারটি উপাদান থাকে
(c) একটি উপাদান থাকে
(d) দুটি উপাদান থাকে।
3. নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত কোন্ বক্তব্য প্রযোজ্য নয়?
(a) এই শিক্ষা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত
(b) এই শিক্ষা নির্দিষ্ট নির্ঘণ্টের মধ্যে সীমাবদ্ধ নয়
(c) এই শিক্ষায় সুপরিকল্পিত এবং নির্দিষ্ট পাঠক্রম বর্তমান
(d) এই শিক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মিত।
4. ব্যক্তির সার্বিক উন্নয়নের শিক্ষা দেওয়া হয় –
(a) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(b) অপ্রথাগত শিক্ষায়
(c) প্রথাগত শিক্ষায়
(d) দূরশিক্ষায়।
5. শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যে শিক্ষাব্যবস্থায়, তা হল –
(a) নিয়ন্ত্রিত শিক্ষায়
(b) দূরশিক্ষায়
(c) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(d) অপ্রথাগত শিক্ষায়।
6. শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে শিক্ষায়, তা হল
(a) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(b) নিয়ন্ত্রিত শিক্ষায়
(c) দূরশিক্ষায়
(d) সবকটি ঠিক।
7. প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক করা হয় যে শিক্ষাব্যবস্থায়-
(a) প্রথাগত শিক্ষায়
(b) বিধিবদ্ধ শিক্ষায়
(c) নিয়ন্ত্রিত শিক্ষায়
(d) সবগুলি ঠিক।
৪. নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যে শিক্ষাব্যবস্থা পরিচালিত হয়, তাকে বলা হয়
(a) নিয়ন্ত্রিত শিক্ষা
(b) অনিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথামুক্ত শিক্ষা
(d) সবকটি ঠিক।
9. যে শিক্ষার বিভিন্ন স্তর রয়েছে
(a) অনিয়ন্ত্রিত শিক্ষা
(b) প্রথামুক্ত শিক্ষা
(c) নিয়ন্ত্রিত শিক্ষা
(d) কোনোটিই নয়।
10. মহাপুরুষদের জীবনী অনুসরণ করা হয় যে শিক্ষাব্যবস্থায়
(a) নিয়ন্ত্রিত শিক্ষায়
(b) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(c) দূরশিক্ষায়
(d) প্রথামুক্ত শিক্ষায়।
11. সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন
(a) প্রথাগত শিক্ষা
(b) অনিয়ন্ত্রিত শিক্ষা
(c) জীবনব্যাপী শিক্ষা
(d) সবকটি ঠিক।
12. কোন্ শিক্ষায় নির্দিষ্ট পাঠক্রম অনুসরণ করা হয়?
(a) নিয়ন্ত্রিত
(b) অনিয়ন্ত্রিত
(c) a ও ৮ উভয়ই ঠিক
(d) কোনোটিই নয়।
13. কোন্ শিক্ষায় কঠোরভাবে শৃঙ্খলা অনুসরণ করা হয়?
(a) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(b) নিয়ন্ত্রিত শিক্ষায়
(c) প্রথাবর্জিত শিক্ষায়
(d) দূরাগত শিক্ষায়।
14. বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ হল-
(a) বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা
(b) করেসপন্ডেন্স কোর্সের শিক্ষা
(c) দূরাগত শিক্ষা
(d) জীবনব্যাপী শিক্ষা ও পারিবারিক শিক্ষা।
15. শিক্ষার প্রধান রূপের সংখ্যা হল –
(a) 2 টি
(b) 3 টি
(c) 4 টি
(d) 5 টি।
16. যে শিক্ষায় শিক্ষার চারটি উপাদানই সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হয়, তাকে বলে-
(a) অনিয়ন্ত্রিত শিক্ষা
(b) নিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা
(d) সবগুলি ঠিক।
17. “সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে যে শিক্ষা পরিচালিত হয়, তাকে প্রথাগত শিক্ষা বলা হয়”- বলেছেন
(a) পি ডি শুক্লা
(b) জে পি নায়েক
(c) ক্রো এবং ক্রো
(d) রবীন্দ্রনাথ।
18. নিয়ন্ত্রিত শিক্ষায় যে উপাদান থাকে, সেটি হল
(a) শিক্ষক ও শিক্ষার্থী
(চ) পাঠক্রম
(c) শিক্ষালয়
(d) সবকটি ঠিক।
19. কোন্ শিক্ষায় শিক্ষার্থীর স্বাধীনতা অবহেলিত হয়?
(a) নিয়ন্ত্রিত শিক্ষা
(b) অনিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা
(d) সবগুলি ঠিক।
20. Formal Education-এর বাংলা প্রতিশব্দ হল-
(a) প্রথাগত শিক্ষা
(b) প্রথাবদ্ধ শিক্ষা
(c) নিয়ন্ত্রিত শিক্ষা
(d) সবগুলি ঠিক।
21. নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য –
(a) লক্ষ্যহীন শিক্ষা
(b) পাঠক্রম ও মূল্যায়ননির্ভর শিক্ষা
(c) জীবনব্যাপী শিক্ষা
(d) ডিগ্রিধারী শিক্ষা।
22. শিক্ষার্থীরা বয়স অনুযায়ী ভরতি হয়
(a) প্রথামুক্ত শিক্ষায়
(b) প্রথাগত শিক্ষায়
(c) অপ্রথাগত শিক্ষায়
(d) স্বতঃশিক্ষায়।
23. প্রথাগত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-
(a) পুর্বনির্দিষ্ট উদ্দেশ্য
(b) পরিকল্পিত পাঠক্রম
(c) শিক্ষক-শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক
(d) সবকটি ঠিক।
24. নীচের কোন্টি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য?
(a) পূর্বনির্দিষ্ট স্থান
(b) নিয়মিত উপস্থিতি
(c) শিক্ষার্থীর সুযোগ অনুযায়ী ভরতি
(d) সবগুলি ঠিক।
25. নিম্নলিখিত কোন্টি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয়?
(a) নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন শিক্ষক
(b) সময়ভিত্তিক পঠনপাঠন
(c) অনির্দিষ্ট ছাত্রসংখ্যা
(d) ঊর্ধ্বক্রমিক শ্রেণিশিক্ষণ ব্যবস্থা।
26. প্রথাগত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হল –
(a) পরীক্ষা ব্যবস্থা
(b) শ্রেণিকক্ষের রং
(c) শ্রেণিকক্ষের আকৃতি
(d) বিদ্যালয়ের নাম।
27. কোন্ শিক্ষাব্যবস্থায় ছাত্রছাত্রীকে শ্রেণিতে নিয়মিত উপস্থিত থাকতে হয়
(a) অনিয়ন্ত্রিত
(b) নিয়ন্ত্রিত
(c) প্রথাবহির্ভূত
(d) দূরাগত।
28. কোন প্রকার শিক্ষায় পূর্বনির্ধারিত সময় এবং পাঠক্রম অনুযায়ী শ্রেণি শিক্ষণের ব্যবস্থা থাকে?
(a) নিয়ন্ত্রিত
(b) অনিয়ন্ত্রিত
(c) প্রথাবহির্ভূত
(d) দূরাগত।
29. কোন প্রকার শিক্ষাব্যবস্থায় প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে নিয়মিত আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা আছে?
(a) অনিয়ন্ত্রিত
(b) নিয়ন্ত্রিত বা প্রথাগত
(c) প্রথাবর্জিত
(d) দূরাগত।
30. কোন প্রকার শিক্ষা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষক সরবরাহ কবে?
(a) অনিয়ন্ত্রিত শিক্ষা
(b) প্রথাবর্জিত শিক্ষা
(c) নিয়ন্ত্রিত শিক্ষা
(d) বয়স্ক শিক্ষা।
31. প্রথাগত শিক্ষায় 2-5 বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা যায় –
(a) প্রথামুক্ত শিক্ষা
(b) প্রাক্-প্রাথমিক শিক্ষা
(c) প্রাথমিক শিক্ষা
(d) স্নাতক শিক্ষা।
32. প্রথাগত শিক্ষায় 6-10 বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয় –
(a) প্রাক্-প্রাথমিক শিক্ষা
(b) প্রাথমিক শিক্ষা
(c) মাধ্যমিক শিক্ষা
(d) উচ্চমাধ্যমিক শিক্ষা।
33. প্রথাগত শিক্ষায় 10-16 বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয়-
(a) মাধ্যমিক শিক্ষা
(b) উচ্চমাধ্যমিক শিক্ষা
(c) স্নাতক শিক্ষা
(d) স্নাতকোত্তর শিক্ষা।
34. প্রথাগত শিক্ষায় 16-18 বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয়
(a) প্রাথমিক শিক্ষা
(b) মাধ্যমিক শিক্ষা
(c) উচ্চমাধ্যমিক শিক্ষা
(d) স্নাতক শিক্ষা।
35. প্রথাগত শিক্ষায় 18-21 বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয়
(a) স্নাতক শিক্ষা
(b) স্নাতকোত্তর শিক্ষা
(d) মাধ্যমিক শিক্ষা।
(c) উচ্চমাধ্যমিক শিক্ষা
36. প্রথাগত শিক্ষায় 21-23 বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয় –
(a) মাধ্যমিক শিক্ষা
(b) উচ্চমাধ্যমিক শিক্ষা
(c) স্নাতক শিক্ষা
(d) স্নাতকোত্তর শিক্ষা।
37. প্রাক্-প্রাথমিক শিক্ষার শিক্ষালয়কে বলা হয় –
(a) শিশু বিদ্যালয়
(b) প্রাথমিক বিদ্যালয়
(c) মাধ্যমিক বিদ্যালয়
(d) কোনোটিই নয়।
38. প্রথাগত শিক্ষায় মাধ্যমিক স্তরের বিদ্যালয়কে বলা হয় –
(a) প্রাথমিক বিদ্যালয়
(b) মাধ্যমিক বিদ্যালয়
(c) মহাবিদ্যালয়
(d) বিশ্ববিদ্যালয়।
39. প্রথাগত শিক্ষায় উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষালয়কে বলা হয়-
(a) বিশ্ববিদ্যালয়
(c) প্রাথমিক বিদ্যালয়
(b) মহাবিদ্যালয়
(d) উচ্চমাধ্যমিক বিদ্যালয়।
40. প্রথাগত শিক্ষায় স্নাতক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানকে বলা হয় –
(a) কিন্ডারগার্টেন
(b) নার্সারি বিদ্যালয়
(c) মহাবিদ্যালয়
(d) উচ্চমাধ্যমিক বিদ্যালয়।
41. প্রথাগত শিক্ষায় স্নাতকোত্তর স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানকে বলা হয়-
(a) বিশ্ববিদ্যালয়
(b) মহাবিদ্যালয়
(c) মুক্ত বিদ্যালয়
(d) উচ্চবিদ্যালয়।
42. প্রথাগত শিক্ষায় উচ্চমাধ্যমিক শিক্ষার সময়সীমা হল
(a) 1 বছর
(b) 2 বছর
(c) 3 বছর
(d) 5 বছর।
43. প্রথাগত শিক্ষায় স্নাতকোত্তর স্তরের সময়সীমা হল –
(a) 2 বছর
(b) 3 বছর
(c) 4 বছর
44. প্রথাগত শিক্ষায় মাধ্যমিক স্তরের সময়সীমা হল –
(a) 3 বছর
(b) 4 বছর
(c) 6 বছর
(d) 10 বছর।
45. নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে একটি প্রথাগত শিক্ষার সংস্থা হল-
(a) টেলিভিশন
(b) পরিবার
(c) উচ্চমাধ্যমিক বিদ্যালয়
(d) নৈশ বিদ্যালয়।
46. কোন্ শিক্ষাব্যবস্থায় শিক্ষক এবং শিক্ষার্থীর অবস্থান অনুভূমিক থাকে?
(a) প্রথাগত বা নিয়ন্ত্রিত
(b) অনিয়ন্ত্রিত
(c) প্রথাবহির্ভূত
(d) দূরাগত।
47. শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, সহানুভূতি, দলবদ্ধতা ইত্যাদি বিভিন্ন গুণাবলির বিকাশ ঘটাতে যে শিক্ষার প্রয়োজন, তা হল
(a) প্রথাগত শিক্ষা
(b) অনিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা
(d) প্রথামুক্ত শিক্ষা।
48. শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ ঘটাতে যে শিক্ষার প্রয়োজন হয়, তা হল
(a) প্রথাগত শিক্ষা
(b) অপ্রথাগত শিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা
(d) সবগুলি ঠিক।
49. প্রথাগত শিক্ষার প্রয়োজনীয়তা হল
(a) শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে তুলতে
(b) শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিকতাবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে
(c) শিক্ষার্থীদের মধ্যে সৃজনক্ষমতার বিকাশ ঘটাতে
(d) সবগুলি ঠিক।
50. কোন্ শিক্ষাব্যবস্থায় উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা পাঠদান করা হয়?
(a) প্রথাগত
(b) অপ্রথাগত
(c) a ও ৮ উভয়ই ঠিক
(d) কোনোটিই নয়।
51. যে শিক্ষাব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে, তা হল
(a) প্রথাবহির্ভূত
(b) প্রথাগত
(c) প্রথামুক্ত
(d) দূরাগত শিক্ষা।
52. শিক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট নিয়মনীতি ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে যে শিক্ষাব্যবস্থার প্রয়োজন হয়, তা হল-
(a) অনিয়ন্ত্রিত শিক্ষা
(b) নিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা
(d) সবগুলি ঠিক।
53. প্রথাগত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে যে ধরনের বিকাশ ঘটে থাকে, তা হল-
(a) বৌদ্ধিক বিকাশ
(b) দৈহিক বিকাশ
(c) প্রাক্ষোভিক বিকাশ
(d) সবগুলি ঠিক।
54. নিয়ন্ত্রিত শিক্ষার একটি অন্যতম ভূমিকা হল-
(a) শিক্ষার্থীদের অভিজ্ঞতার সংরক্ষণ
(b) শিক্ষার্থীদের বৃত্তির সঙ্গে সঙ্গে পড়াশোনার সুযোগ দেওয়া
(c) a ও ৮ উভয়ই ঠিক
(d) কোনোটিই নয়।
55. সমাজের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে
(a) অনিয়ন্ত্রিত শিক্ষা
(b) নিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা
(d) সবগুলি ঠিক।
56. শিক্ষার্থীদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নির্দেশনা দেওয়া হয় যে শিক্ষাব্যবস্থায়, তা হল-
(a) প্রথাগত শিক্ষা
(b) অপ্রথাগত শিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা
(d) সবগুলি ঠিক।
57. শিক্ষার্থীদের ত্রুটিপূর্ণ অভিজ্ঞতাগুলিকে সংশোধন করা যে শিক্ষার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ, তা হল-
(a) দূরাগত শিক্ষা
(b) অনিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা
(d) প্রথাগত শিক্ষা।
58. প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা হল-
(a) শিক্ষায় সুযোগের অভাব
(b) শিক্ষকনির্ভরতা
(c) পরীক্ষাকেন্দ্রিকতা
(d) সবগুলি ঠিক।
59. নিম্নলিখিত কোন্টি প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা নয়?
(a) বৈচিত্র্যহীনতা
(b) নির্দিষ্ট সময়নির্ভরতা
(c) ফিডব্যাকের সুযোগের অভাব
(d) শিক্ষককেন্দ্রিক।
60. নিয়ন্ত্রিত ও প্রথাবহির্ভূত শিক্ষার মধ্যে কোন্টি কৃত্রিম?
(a) নিয়ন্ত্রিত শিক্ষা
(b) প্রথাবহির্ভূত শিক্ষা
(c) a ও ৮ উভয়ই ঠিক
(d) কোনোটিই নয়।
61. কোন্ প্রকার শিক্ষায় সকল শিক্ষার্থীকে একই ছাঁচে ঢালা পাঠক্রমে বাধ্যতামূলক শিক্ষা নিতে হয়?
(a) নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষায়
(b) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(c) প্রথাবর্জিত শিক্ষায়
(d) পেশাগত শিক্ষায়।
62. কোন্ প্রকার শিক্ষায় ব্যক্তিগত বৈষম্যের প্রতি ঠিকমতো নজর দেওয়া হয় না?
(a) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(b) নিয়ন্ত্রিত শিক্ষায়
(c) প্রথাবর্জিত শিক্ষায়
(d) কারিগরি শিক্ষায়।
63. কোন্ প্রকার শিক্ষার মাধ্যমে রাষ্ট্র তার প্রয়োজনমতো নাগরিক তৈরি করতে পারে?
(a) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(b) প্রথাবহির্ভূত শিক্ষায়
(c) নিয়ন্ত্রিত শিক্ষায়
(d) দূরাগত শিক্ষায়।
64. নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হল –
(a) এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদাপূরণ সম্ভব হয় না
(b) এই শিক্ষায় নির্দিষ্ট পাঠক্রম অনুসরণ করা হয়
(c) এই শিক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়
(d) সবগুলি ঠিক।
65. নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হল –
(a) এটি পরীক্ষানির্ভর
(৮) এটি পাঠক্রমনির্ভর
(c) এটি শিক্ষকনির্ভর
(d) কোনোটিই নয়।
66. কোন প্রকার শিক্ষার শেষে শিক্ষার্থীদের কোনো ডিগ্রি প্রদান করা হয় না?
(a) নিয়ন্ত্রিত
(b) অনিয়ন্ত্রিত
(c) প্রথাবহির্ভূত
(d) দূরাগত।
67. কোন্ শিক্ষাব্যবস্থার নির্দিষ্ট পাঠক্রম থাকে না?
(a) দূরাগত শিক্ষা
(b) নিয়ন্ত্রিত শিক্ষা
(c) অনিয়ন্ত্রিত শিক্ষা
(d) প্রথাবহির্ভূত শিক্ষা।
68. অনিয়ন্ত্রিত শিক্ষার পরিধি-
(a) সংকীর্ণ
(b) অতি সংকীর্ণ
(c) সংকীর্ণতম
(d) ব্যাপক।
69. অনিয়ন্ত্রিত শিক্ষাব্যবস্থা হল
(a) নিয়ন্ত্রিত
(b) স্বাভাবিক
(c) কৃত্রিম
(d) বিধিবদ্ধ শিক্ষা।
70. জীবনব্যাপী শিক্ষা বলা হয় –
(a) অনিয়ন্ত্রিত শিক্ষাকে
(b) নিয়ন্ত্রিত শিক্ষাকে
(c) দূরাগত শিক্ষাকে
(d) প্রথাবহির্ভূত শিক্ষাকে।
71. অনিয়ন্ত্রিত শিক্ষা গ্রহণ করতে পারে –
(a) কেবলমাত্র শিশুরা
(b) কেবলমাত্র পুরুষরা
(c) কেবলমাত্র নারীরা
(d) সকলেই।
72. নির্দিষ্ট শিক্ষক থাকে না-
(a) প্রথামুক্ত শিক্ষায়
(b) নিয়ন্ত্রিত শিক্ষায়
(c) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(d) সবগুলি ঠিক.
73. অনিয়ন্ত্রিত শিক্ষার মূল্যায়নকৌশল হল
(a) জ্ঞানের উৎস
(b) পরীক্ষা
(c) আত্মমূল্যায়ন
(d) প্রাক্ষোভিক।
74. শিশুর শিক্ষা শুরু হয়
(a) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(b) নিয়ন্ত্রিত শিক্ষায়
(c) দূরশিক্ষায়
(d) প্রথাগত শিক্ষায়।
75. মূল্যায়ন, পাঠক্রম, শিক্ষক কোনোটিই থাকে না-
(a) নিয়ন্ত্রিত শিক্ষায়
(b) অনিয়ন্ত্রিত শিক্ষায়
(c) দূরশিক্ষায়
(d) প্রথাগত শিক্ষায়।
76. অনিয়ন্ত্রিত শিক্ষায় মূল্যায়ন করা হয়
(a) 3 মাস অন্তর
(b) 6 মাস অন্তর
(c) 1 বছর অন্তর
(d) মূল্যায়নের কোনো সুযোগ নেই।
77. ‘Informal Education’-এর বাংলা প্রতিশব্দ হল
(a) স্বচ্ছন্দ শিক্ষা
(b) অনুষ্ঠানবিহীন শিক্ষা
(c) প্রথাবহির্ভূত বা অনিয়ন্ত্রিত শিক্ষা
(d) সবগুলি ঠিক।
78. মনুষ্যসমাজের আদিমতম শিক্ষাকে যে নামে অভিহিত করা হয়, তা হল-
(a) নিয়ন্ত্রিত শিক্ষা
(b) অনিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা
(d) দূরাগত শিক্ষা।
79. “সমাজে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শিশু যে অভিজ্ঞতা অর্জন করে, তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলা হয়।”- বলেছেন
(a) কুম্বস্
(b) জে পি নায়েক
(c) ক্রো এবং ক্রো
(d) গান্ধিজি।
80. “অনিয়ন্ত্রিত শিক্ষা হল সেই শিক্ষা, যা সর্বদা অপ্রথাগতভাবে কিংবা নিয়ন্ত্রণহীনভাবে সংঘটিত হয়।”- এ কথা বলেছেন
(a) নান
(b) রবীন্দ্রনাথ
(c) কুম্বস্
(d) গান্ধিজি।
81. কোন্ প্রকার শিক্ষার সূচনা এবং সমাপ্তির সময়সীমা নির্দিষ্ট নয়?
(a) নিয়ন্ত্রিত শিক্ষা
(b) অনিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথাবদ্ধ শিক্ষা
(d) কোনোটিই নয়।
82. কোন্ প্রকার শিক্ষা মৃত্যুর পূর্ব পর্যন্ত চলতেই থাকে?
(a) নিয়ন্ত্রিত শিক্ষা
(b) প্রথাবহির্ভূত শিক্ষা
(c) অনিয়ন্ত্রিত শিক্ষা
(d) কোনোটিই নয়।
83. অনিয়ন্ত্রিত শিক্ষার একটি সংস্থার নাম হল
(a) পরিবার
(b) ধর্মীয় প্রতিষ্ঠান
(c) পাঠাগার
(d) সবগুলি ঠিক।
84. নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোল্টি অনিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা নয়?
(a) সংবাদপত্র
(b) উৎপাদনকেন্দ্র
(c) সমষ্টি উন্নয়নকেন্দ্র
(d) পরিবার।
85. আমাদের জীবনে অধিকাংশ শিক্ষার উৎস হল-
(a) নিয়ন্ত্রিত শিক্ষা
(b) অনিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা
(d) কোনোটিই নয়।
86. অনিয়ন্ত্রিত শিক্ষার উৎস হল-
(a) প্রাকৃতিক পরিবেশ
(b) সামাজিক পরিবেশ
(c) মনস্তাত্ত্বিক পরিবেশ
(d) সবগুলি ঠিক।
87. শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম শুরু করে
(a) বিদ্যালয়ে
(b) ক্লাবে
(c) ধর্মালয়ে
(d) পরিবারে।
৪৪. অনিয়ন্ত্রিত শিক্ষার শিক্ষণকৌশলের নাম হল
(a) পর্ববেক্ষণ
(b) অনুকরণ
(c) আত্ম অনুশীলন
(d) সবগুলি ঠিক।
89. কোন্ শিক্ষাব্যবস্থায় কোনো কিছুই পূর্বপরিকল্পিত থাকে না?
(a) নিয়ন্ত্রিত
(b) অনিয়ন্ত্রিত
(c) দূরাগত
(d) বিধিবদ্ধ।
90. শিক্ষার চারটি উপাদানের মধ্যে যেটিকে অনিয়ন্ত্রিত শিক্ষায় স্বীকার করা হয়, তা হল
(a) শিক্ষক
(b) শিক্ষার্থী
(c) পাঠক্রম
(d) শিক্ষালয়।
91. নিম্নলিখিত কোন্ট অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয়?
(a) টোল
(b) পরিবার
(c) দূরদর্শন
(d) চলচ্চিত্র।
92. অনিয়ন্ত্রিত শিক্ষামাধ্যমের একটি উৎপাদনমূলক কেন্দ্রের নাম হল-
(a) কৃষিব্যবস্থা
(b) ডাকঘর
(c) গণমাধ্যম
(d) সংবাদপত্র।
93. অনিয়ন্ত্রিত শিক্ষাকে বলা হয়
(a) নিয়মবহির্ভূত শিক্ষা
(b) নিয়ন্ত্রিত শিক্ষা
(c) নিয়ন্ত্রণহীন শিক্ষা
(d) কোনোটিই নয়।
94. অনিয়ন্ত্রিত শিক্ষার অপর নাম হল –
(a) প্রথাগত শিক্ষা
(b) স্বতঃশিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা
(d) পরোক্ষ শিক্ষা।
95. অনিয়ন্ত্রিত শিক্ষার অপর একটি নাম হল –
(a) বিধিবদ্ধ শিক্ষা
(b) প্রথামুক্ত শিক্ষা
(c) পরোক্ষ শিক্ষা
(d) কোনোটিই নয়।
96. সমাজবিজ্ঞানী কুম্বস্ (Coombs) কোন্ শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে ‘On all the time’ কথাটি ব্যবহার করেছেন?
(a) বিধিবদ্ধ শিক্ষা
(b) অনিয়ন্ত্রিত শিক্ষা
(c) নিয়ন্ত্রিত শিক্ষা
(d) প্রথাবহির্ভূত শিক্ষা।
97. শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না –
(a) দূরাগত শিক্ষায়
(b) মুক্ত শিক্ষায়
(c) নিয়ন্ত্রিত শিক্ষায়
(d) অনিয়ন্ত্রিত শিক্ষায়।
98. অনিয়ন্ত্রিত শিক্ষার একটি বৈশিষ্ট্য হল-
(a) জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এই শিক্ষা গ্রহণ করতে পারে
(চ) এই শিক্ষা নির্দিষ্ট পাঠক্রমনির্ভর
(c) এই শিক্ষা নির্দিষ্ট সময়নির্ভর
(d) কোনোটিই নয়।
আরও পড়ুন – ধর্ম ও কুসংস্কার রচনা