হিউগেনট কাদের বলা হত

হিউগেনট কাদের বলা হত

হিউগেনট কাদের বলা হত
হিউগেনট কাদের বলা হত

হিউগেনট

হিউগেনট (Huguenots)-রা মূলত ছিলেন ফরাসি প্রোটেস্ট্যান্টদের সংখ্যাগরিষ্ঠ এক অংশ। এঁরা মূলত ধর্মসংস্কারক জন ক্যালভিনের শিক্ষা ও আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। এই র‍্যাডিক্যাল ক্যালভিনপন্থী গোষ্ঠী ফ্রান্সের প্রোটেস্ট্যান্ট আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

(1) ধর্মীয় বৈষম্য ও নির্যাতন: ফ্রান্সের ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ সমাজে হিউগেনটরা প্রায়ই বৈষম্য ও নির্যাতনের শিকার হতেন। ফরাসি রাজা প্রথম ফ্রান্সিস ছিলেন, ‘এক রাজা, এক ধর্ম এবং এক শাসনের’ নীতিতে বিশ্বাসী। সুতরাং, রাজশক্তি এবং ক্যাথলিক চার্চের সঙ্গে হিউগেনটদের সম্পর্ক ছিল সাধারণত উত্তেজনাপূর্ণ।

(2) ধর্মীয় সংঘর্ষ: অত্যাচারিত ও অবহেলিত হিউগেনটরা ধর্মীয় স্বাধীনতার লক্ষ্যে সংগ্রামে অবতীর্ণ হন। এই সময়ে ফ্রান্সে যে দীর্ঘ ৪০ বৎসরব্যাপী রক্তক্ষয়ী ধর্মীয় গৃহযুদ্ধের (১৫৬২-১৫৯৮ খ্রিস্টাব্দ) সৃষ্টি হয়, তা হিউগেনট যুদ্ধ হিসেবেও পরিচিতি লাভ করে। এই ভয়াবহ যুদ্ধ মূলত ক্যাথলিক ও হিউগেনটদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার ফলশ্রুতি হলেও বিভিন্ন অভিজাততান্ত্রিক গোষ্ঠীগুলিও সংকীর্ণ শ্রেণিস্বার্থ দ্বারা পরিচালিত হয়ে এসময় রাজতন্ত্র-বিরোধিতায় ঐক্যবদ্ধ হয়ে ওঠে। ১৫৭২ খ্রিস্টাব্দে বার্থোলোমিউ দিবসের হত্যাকাণ্ডে নিহত হন হাজার হাজার হিউগেনট আন্দোলনকারী।

(3) নানতেস-এর ঘোষণাপত্র: অবশেষে ১৫৯৮ খ্রিস্টাব্দে ফরাসিরাজ চতুর্থ হেনরি নানতেস-এর ঘোষণাপত্র (Edicts of Nantes) দ্বারা হিউগেনটসদের সীমিত সুযোগসুবিধা দান করেন। কিন্তু এর এক শতাব্দীর মধ্যে ১৬৮৫ খ্রিস্টাব্দে রাজা চতুর্দশ লুই (Louis XIV) এই ঘোষণাপত্র প্রত্যাহার করে নিলে ফ্রান্সে পুনরায় হিউগেনটদের অবস্থা সঙ্গিন হয়ে পড়ে। প্রচুর হিউগেনট ফ্রান্স ত্যাগ করে সুইটজারল্যান্ড, নেদারল্যান্ড, ইংল্যান্ড ইত্যাদি দেশে অভিবাসন করেন।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment