আজকের পর্বে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশনসমূহ MCQ প্রশ্ন উত্তর পর্বে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন তুলে ধরা হল।
স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশনসমূহ MCQ প্রশ্ন উত্তর
১। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল-
(a) ভারতীয় শিক্ষা কমিশন
(c) মাধ্যমিক শিক্ষা কমিশন
(b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(d) হান্টার কমিশন।
উত্তরঃ (b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ✓
২। রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কী?
(a) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(b) প্রাথমিক শিক্ষা কমিশন
(c) মাধ্যমিক শিক্ষা কমিশন
(d) উচ্চমাধ্যমিক শিক্ষা কমিশন।
উত্তরঃ (a) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ✓
৩। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়?
(a) 1952 সালে
(b) 1948 সালে
(c) 1964 সালে
(d) 1986 সালে।
উত্তরঃ (b) 1948 সালে ✓
৪। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট পেশ করে-
(a) 1952 সালে
(c) 1949 সালে
(b) 1948 সালে
(d) 1964 সালে।
উত্তরঃ (c) 1949 সালে ✓
৫। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্যসংখ্যা ছিল
(a) 2 জন
(b) 5 জন
(c) 10 জন
(d) 12 জন।
উত্তরঃ (c) 10 জন ✓
৬। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন-
(a) 7 জন
(b) 9 জন
(c) ৪ জন
উত্তরঃ (a) 7 জন ✓
৮। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বিদেশি সদস্য কজন?
(a) 3 জন
(b) 5 জন
(c) 7 জন
(d) 9 জন।
উত্তরঃ (a) 3 জন ✓
৮। কোন্ বিদেশি শিক্ষাবিদ ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন’-এর সদস্য ছিলেন?
(a) ড. জে এফ ডাফ
(b) জন ক্রিস্টি
(c) কে আর উইলিয়ামস
(d) ডি এস কোঠারি।
উত্তরঃ (a) ড. জে এফ ডাফ ✓
৯। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না-
(a) ড. জেম্স এফ ডাফ
(b) ড. আর্থার ই মরগ্যান
(c) ড. টিগার্ট
(d) ড. টি স্মিথ।
উত্তরঃ (d) ড. টি স্মিথ। ✓
১০। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না-
(a) মেঘনাদ সাহা
(b) রাজা রামমোহন রায়
(c) জাকির হোসেন
(d) তারাচাঁদ।
উত্তরঃ (b) রাজা রামমোহন রায় ✓
১১। বাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রথম সিনেট গঠিত হবে-
(a) 100 জন সদস্য নিয়ে
(b) 40 জন সদস্য নিয়ে
(c) 60 জন সদস্য নিয়ে
(d) 35 জন সদস্য নিয়ে।
উত্তরঃ (a) 100 জন সদস্য নিয়ে ✓
১২। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষকদের কার্যকালের মেয়াদ হবে-
(a) 55 বছর
(b) 58 বছর
(c) 60 বছর
(d) 65 বছর।
উত্তরঃ (c) 60 বছর ✓
১৩। ভারতে বর্তমানে বিশ্ববিদ্যালয় রয়েছে (2017 সালের রিপোর্ট অনুযায়ী)-
(a) 600 টি
(b) 875 টি
(c) 700 টি
(d) 789 টি।
উত্তরঃ (b) 875 টি ✓
১৪। স্বাধীনতার প্রাক্কালে গড়ে ওঠা প্রথম বিশ্ববিদ্যালয়টি ছিল-
(a) কলিকাতা বিশ্ববিদ্যালয়
(b) বারাণসী বিশ্ববিদ্যালয়
(c) এলাহাবাদ বিশ্ববিদ্যালয়
(d) যাদবপুর বিশ্ববিদ্যালয়।
উত্তরঃ (a) কলিকাতা বিশ্ববিদ্যালয় ✓
১৫। কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়-
(a) 1800 সালে
(b) 1823 সালে
(c) 1857 সালে
(d) 1900 সালে।
উত্তরঃ (c) 1857 সালে ✓
১৬। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে ত্রি-ভাষা সূত্রটি হল-
(a) মাতৃভাষা + হিন্দি + আরবি
(b) মাতৃভাষা + বাংলা + হিন্দি
(c) মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি+ ইংরেজি
(d) সংস্কৃত + হিন্দি + মাতৃভাষা।
উত্তরঃ (c) মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি+ ইংরেজি ✓
১৭। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে প্রত্যেক গ্রামীণ কলেজে সর্বাধিক শিক্ষার্থী গ্রহণ করা যাবে-
(a) 1200 জন
(b) 950 জন
(c) 750 জন
(d) 300 জন।
উত্তরঃ (d) 300 জন ✓
১৮। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যোগ্যতা হবে-
(a) 4 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ
(b) 10 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ
(c) 12 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ
(d) 15 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ।
উত্তরঃ (c) 12 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ ✓
১৯। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড বা PF গঠনের কথা বলা হয়-
(a) কোঠারি কমিশনে
(b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে
(c) হান্টার কমিশনে
(d) স্যাডলার কমিশনে।
উত্তরঃ (b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে ✓
২০। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সাহায্য প্রদান করে-
(a) NCERT
(b) UNICEF
(c) UGC
(d) CABE.
উত্তরঃ (c) UGC ✓
২১। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হবে-
(a) আদর্শ নাগরিক তৈরি করা
(b) আদর্শ শিক্ষক তৈরি করা
(c) আদর্শ বিচারক তৈরি করা
(d) বিচক্ষণ নেতা তৈরি করা।
উত্তরঃ (a) আদর্শ নাগরিক তৈরি করা ✓
২২। কোন্ শিক্ষা কমিশন UGC গঠনের প্রস্তাব দেয়?
(a) রাধাকৃষ্ণন কমিশন
(c) কোঠারি কমিশন
(b) মুদালিয়র কমিশন
(d) রামমূর্তি কমিটি।
উত্তরঃ (a) রাধাকৃষ্ণন কমিশন ✓
২৩। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) প্রতিষ্ঠিত হয়
(a) 1945 সালে
(b) 1948 সালে
(c) 1953 সালে
(d) 1956 সালে।
উত্তরঃ (c) 1953 সালে ✓
২৪। UGC কথাটি কোন্ শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত?
(a) মাধ্যমিক শিক্ষা
(b) প্রাথমিক শিক্ষা
(c) উচ্চমাধ্যমিক শিক্ষা
(d) উচ্চশিক্ষা।
উত্তরঃ (d) উচ্চশিক্ষা। ✓
২৫। UGC-এর পুরোনাম কী?
(a) United Grant Commission
(b) University Grants Commission
(c) Union Grants Commission
(d) University Grants Committee.
উত্তরঃ (b) University Grants Commission ✓
২৬। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী থাকার কথা বলেছে?
(a) 2500 জন
(b) 2000 জন
(c) 250 জন
(d) 700 জন।
উত্তরঃ (a) 2500 জন ✓
২৭। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে, কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা হবে-
(a) 2500 জন
(b) 3500 জন
(c) 1500 জন
(d) 4500 জন।
উত্তরঃ (a) 2500 জন ✓
২৮। কোন্ কমিশন ‘ছাত্রমঙ্গল’-এর সুপারিশ করে?
(a) হান্টার কমিশন
(c) মুদালিয়র কমিশন
(b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(d) কোঠারি কমিশন।
উত্তরঃ (b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ✓
২৯। 1948 সালে মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়, তা হল-
(a) CABE
(b) UGC
(c) SABE
(d) NCERT.
উত্তরঃ (a) CABE ✓
৩০। বিদ্যালয়ে মনীষীদের জীবনীপাঠের কথা প্রথম কোন্ কমিশন সুপারিশ করেছিল
(a) মাধ্যমিক শিক্ষা কমিশন
(b) কোঠারি কমিশন
(c) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(d) হান্টার কমিশন।
উত্তরঃ (c) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ✓
৩১। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে, তা হল-
(a) মুদালিয়র কমিশন
(b) কোঠারি কমিশন
(c) জাতীয় শিক্ষানীতি, 1986
(d) রাধাকৃষ্ণন কমিশন।
উত্তরঃ (d) রাধাকৃষ্ণন কমিশন। ✓
৩২। পশ্চিমবঙ্গের গ্রামীণ শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে নির্বাচন করা হয়
(b) রহড়া রামকৃষ্ণ মিশনকে
(d) যাদবপুর বিশ্ববিদ্যালয়কে।
(a) বেলুড় রামকৃষ্ণ মিশনকে
(c) শ্রীনিকেতনকে
উত্তরঃ (c) শ্রীনিকেতনকে ✓
৩৩। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষাকালের সুপারিশ ছিল-
(a) 2 বছরের
(b) 4 বছরের
(c) 1 বছরের
(d) 3 বছরের।
উত্তরঃ (a) 2 বছরের ✓
৩৪। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের (Rural Science) কত বছরের কোর্স ছিল?
(a) 5 বছরের
(b) 3 বছরের
(c) 2 বছরের
(d) 4 বছরের।
উত্তরঃ (b) 3 বছরের ✓
৩৫। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে?
(a) 2 টি
(b) 4 টি
(c) 5 টি
(d) 6 টি।
উত্তরঃ (b) 4 টি ✓
৩৬। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের?
(a) 4 বছরের
(b) 5 বছরের
(c) 3 বছরের
(d) 2 বছরের।
উত্তরঃ (c) 3 বছরের ✓
৩৭। শ্রীনিকেতন যে ধরনের একটি প্রতিষ্ঠান, তা হল-
(a) উচ্চমাধ্যমিক বিদ্যালয়
(b) মহাবিদ্যালয়
(c) গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠান
(d) বিশ্ববিদ্যালয়।
উত্তরঃ (c) গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠান ✓
৩৮। শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন-
(a) ড. রাধাকৃষ্ণন
(b) ড. কোঠারি
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) লক্ষ্মণস্বামী মুদালিয়র।
উত্তরঃ (c) রবীন্দ্রনাথ ঠাকুর ✓
৩৯। NCRHE-এর পুরো কথা হল-
(a) National Commission of Rural Higher Education.
(b) National Council of Rural High Education.
(c) National Committee of Rural Higher Education
(d) National Council of Rural Higher Education.
উত্তরঃ (d) National Council of Rural Higher Education. ✓
৪০। ‘National Council of Rural Higher Education’ প্রতিষ্ঠিত হয়-
(a) 1955 সালে
(b) 1945 সালে
(c) 1956 সালে
(d) 1960 সালে।
উত্তরঃ (c) 1956 সালে ✓
৪১। ‘National Council for Rural Higher Education’ প্রতিষ্ঠিত হয়-
(a) ভারতের সামগ্রিক শিক্ষাব্যবস্থার পরিচালনার জন্য
(b) ভারত সরকারকে গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে পরামর্শদানের জন্য
(c) গ্রাম পঞ্চায়েতের কার্যাবলির উপর দৃষ্টিদানের জন্য
(d) গ্রামীণ নারীশিক্ষার উন্নয়নের জন্য।
উত্তরঃ (b) ভারত সরকারকে গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে পরামর্শদানের জন্য ✓
৪২। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের Rural University-র পরিকল্পনার পেছনে যে প্রতিষ্ঠানের আদর্শ কাজ করেছিল, তা হল-
(a) ডেনমার্কের জনতা কলেজ
(b) রবীন্দ্রনাথের শান্তিনিকেতন
(c) ফ্রয়েবেলের শিক্ষাচিন্তা
(d) অরবিন্দের শিক্ষাচিন্তা।
উত্তরঃ (a) ডেনমার্কের জনতা কলেজ ✓
৪৩। কোন্ প্রতিষ্ঠান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে গ্রামীণ প্রতিষ্ঠান বা Rural Institute প্রতিষ্ঠার কথা বলেছিল?
(a) NCERT
(b) UGC
(c) NCRHE
(d) NSS.
উত্তরঃ (c) NCRHE ✓
৪৪। ভারতের একটি অন্যতম Rural Institute গড়ে উঠেছে রাজস্থানের-
(a) জয়পুরে
(b) জয়সলমীরে
(c) উদয়পুরে
(d) মাউন্ট আবুতে।
উত্তরঃ (c) উদয়পুরে ✓
৪৫। পশ্চিমবঙ্গের রাজ্য বিশ্ববিদ্যালয় হল—
(a) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
(b) কলিকাতা বিশ্ববিদ্যালয়
(c) কল্যাণী বিশ্ববিদ্যালয়
(d) সবগুলি ঠিক।
উত্তরঃ (d) সবগুলি ঠিক। ✓
৪৬। পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল-
(a) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
(c) উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
(b) কলিকাতা বিশ্ববিদ্যালয়
(d) সবগুলি ঠিক।
উত্তরঃ (a) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ✓
৪৭। নিম্নলিখিত কোন্ শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ও মাধ্যমিক শিক্ষা কমিশন উভয়েরই সদস্য ছিলেন?
(a) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন
(b) ড. লক্ষ্মণস্বামী মুদালিয়র
(c) ড. ডি এস কোঠারি
(d) ড. রাজেন্দ্র প্রসাদ।
উত্তরঃ (b) ড. লক্ষ্মণস্বামী মুদালিয়র ✓
৪৮। রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনে পৃষ্ঠাসংখ্যা কত ছিল?
(a) 636 টি
(b) 747 টি
(c) 858 টি
(d) 969 টি।
উত্তরঃ (b) 747 টি ✓
৪৯। ড. টি গার্ট নিম্নলিখিত কোন্ শিক্ষা কমিশনের সদস্য ছিলেন?
(a) হান্টার কমিশন
(b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(c) মুদালিয়র কমিশন
(d) কোঠারি কমিশন।
উত্তরঃ (b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ✓
৫০। ভারত সরকার কবে এক বিশেষ আদেশবলে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করে?
(a) 1948 খ্রিস্টাব্দের ২ নভেম্বর
(b) 1948 খ্রিস্টাব্দের 5 নভেম্বর
(c) 1948 খ্রিস্টাব্দের 9 নভেম্বর
(d) 1948 খ্রিস্টাব্দের 22 নভেম্বর।
উত্তরঃ (b) 1948 খ্রিস্টাব্দের 5 নভেম্বর ✓
৫১। গণতান্ত্রিক সমাজাদর্শের মূলভিত্তি কী?
(a) সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতা, সম-অধিকার ও সৌভ্রাতৃত্ব
(b) অর্থনৈতিক সুবিধা, স্বাধীনতা, সম-অধিকার ও সৌভ্রাতৃত্ব
(c) শিক্ষা, স্বাধীনতা, মৈত্রী ও সৌভ্রাতৃত্ব
(d) স্বাধীনতা, মৈত্রী, বিনোদন, সৌভ্রাতৃত্ব।
উত্তরঃ (a) সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতা, সম-অধিকার ও সৌভ্রাতৃত্ব ✓
৫২। রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসেবে কত দিন ধার্য করেছে?
(a) 216 দিন
(b) 220 দিন
(c) 243 দিন
(d) 234 দিন।
উত্তরঃ (c) 243 দিন ✓
৫৩। রাধাকৃষ্ণন কমিশন যে স্তরের উন্নতির জন্য গঠিত হয়েছিল, সেটি হল-
(a) উচ্চশিক্ষা
(b) মাধ্যমিক শিক্ষা
(c) শিক্ষক-শিক্ষণ
(d) প্রাথমিক শিক্ষা।
উত্তরঃ (a) উচ্চশিক্ষা ✓
৫৪। রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের লেকচারারদের জন্য কোন্ বেতন কাঠামো স্থির করেছিল?
(a) 900-50-1350 টাকা
(b) 800-40-1000 টাকা
(c) 600-30-900 টাকা
(d) 300-25-600 টাকা।
উত্তরঃ (a) উচ্চশিক্ষা ✓
৫৫। রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাকটরদের জন্য কোন্ বেতন কাঠামো স্থির করেছিল?
(a) 150 টাকা
(b) 200 টাকা
(c) 250 টাকা
(d) 300 টাকা।
উত্তরঃ (c) 250 টাকা ✓
৫৬। রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলোদের জন্য কোন্ বেতন কাঠামোর সুপারিশ করেছিল?
(a) 600-30-900 টাকা
(b) 500-20-600 টাকা
(c) 400-10-500 টাকা
(d) 250-25-500 টাকা।
উত্তরঃ (d) 250-25-500 টাকা। ✓
৫৭। রাধাকৃষ্ণন কমিশন, স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা আছে, এমন মহাবিদ্যালয়ের অধ্যক্ষদের জন্য কোন্ বেতন কাঠামোর সুপারিশ করেছিল?
(a) 900-50-1350 টাকা
(b) 800-40-1000 টাকা
(c) 600-30–900 টাকা
(d) 500-20-600 টাকা।
উত্তরঃ (b) 800-40-1000 টাকা ✓
আরও পড়ুন : পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর