শিক্ষার অর্থ ধারণা ও লক্ষ্যসমূহ mcq 1st Semester

শিক্ষার অর্থ ধারণা ও লক্ষ্যসমূহ mcq 1st Semester শিক্ষাবিজ্ঞান একাদশ শ্রেণি Unit 1

শিক্ষার অর্থ ধারণা ও লক্ষ্যসমূহ mcq

শিক্ষার অর্থ ধারণা ও লক্ষ্যসমূহ mcq 1st Semester শিক্ষাবিজ্ঞান একাদশ শ্রেণি Unit 1

1. ‘বিদ্যা’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল-

বুদ্ধি

অভিজ্ঞতা

পরিণমন

জ্ঞানার্জন

2. ‘শিক্ষা’ শব্দটি সংস্কৃত কোন্ ধাতু থেকে এসেছে?

শাস্

শিক্ষ

শিখ

শিক্ষণ

3. ‘এডুকেয়ার’ (Educare) কথাটির অর্থ কী?

নির্দেশ দান করা

লালনপালন করা

শিক্ষাদানের কাজ

পরিচর্যা করা

4. ‘এডুসিয়ার’ (Educere) কথাটির অর্থ কী?

লালনপালন করা

পরিচর্যা করা

নির্দেশনা দান করা

শিক্ষাদানের কাজ

5. সংকীর্ণ অর্থে শিক্ষা হল-

জ্ঞানার্জন

অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন

জীবনব্যাপী প্রক্রিয়া

সংগতিবিধান

6. ‘Education’ কথাটির অর্থ হল-

বিকাশ

সঞ্চালন

বৃদ্ধি

ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ

7. লাতিন শব্দ ‘Educere’-এর অর্থ হল-

লালনপালন করা

শৃঙ্খলাবদ্ধ করা

বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা

শিক্ষণ কর্ম

8. ‘Educo’ শব্দের অর্থ কী?

Draw out

Nourishing

Leading forth

Instruction

9. ‘Education’ শব্দটি এসেছে যে শব্দভান্ডার থেকে, সেটি হল-

ফারসি

ইংরেজি

বাংলা

লাতিন

10. শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হল-

পক্ষপাতকে শক্তিশালী করা

অজ্ঞতা প্রচার করা ও কুসংস্কারকে প্রগাঢ় করা

11. কার মতে, “শিক্ষা হল অভিজ্ঞতার পুনঃসংগঠন”?

হারবার্ট স্পেনসার

ডিউই

বুশো

পেস্তালৎসি

. উপনিষদে বলা হয়েছে, শিক্ষা হল-

ধর্মলাভের প্রক্রিয়া

12. “শিক্ষা হল মানুষের মহত্ত্বের প্রকাশ।”-উক্তিটি কার?

রবীন্দ্রনাথ ঠাকুরের

ফ্রয়েবেলের

শ্রী অরবিন্দের

স্বামী বিবেকানন্দের

13. “শিক্ষা হল চরিত্রগঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়।” এটি কার মত?

স্বামী দয়ানন্দের

মহাত্মা গান্ধির

রবীন্দ্রনাথ ঠাকুরের

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

14. “শিক্ষা হল সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া।” বক্তব্যটি কার?

জন ডিউইয়ের

হারবার্ট স্পেনসারের

পেস্তালৎসির

জন ফ্রেডরিক হারবার্টের

15. ড. লক্ষ্মণস্বামী মুদালিয়রের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়-

1952 খ্রিস্টাব্দে

1968 খ্রিস্টাব্দে

1986 খ্রিস্টাব্দে

16. আধুনিক শিক্ষার জনক হলেন-

রুশো

পেস্তালৎসি

জন ডিউই

জন অ্যাডামস

17. জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয়-

1948 খ্রিস্টাব্দে

1953 খ্রিস্টাব্দে

1966 খ্রিস্টাব্দে

1986 খ্রিস্টাব্দে

18. ‘স্বর্ণকণিকা শূন্য ভাণ্ডার তত্ত্বের’ অপর নাম কী?

গ্রহণ-বর্জন মতবাদ

আহরণ মতবাদ

স্বর্ণভাণ্ডার মতবাদ

19. প্রাচীন গ্রিসের নগরগুলিকে কী বলা হত?

কোয়ালিটি

রয়েলিটি

পলিস

পলিটি

20. অদ্বৈতবাদের জনক কে?

শ্রীচৈতন্য

যাজ্ঞবল্ক্য

শংকরাচার্য

রামানুজ

21. Emile গ্রন্থের লেখক হলেন-

রুশো

জন লক

জন ডিউই

ফ্রয়েবেল

22. এডুকেশন, ইটস্ ডাটা অ্যান্ড ফার্স্ট প্রিন্সিপলস্ গ্রন্থটি কে লিখেছেন?

থমাস পার্সি নান

ফ্রয়েবেল

মাদাম মন্ডেসরি

পেস্তালৎসি

23. কোন সংস্থাকে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়?

হিন্দু মন্দিরকে

বৌদ্ধ মঠকে

পরিবারকে

বিদ্যালয়কে

24. রিপাবলিক গ্রন্থের লেখক কে?

প্লেটো

বুশো

ফ্রয়েবেল

পেস্তালাৎসি

25. “জ্ঞান হল সকল প্রকার সম্পদের জননী”-এই উক্তিটি কার?

প্লেটোর

মিচেলের

জন ডিউইয়ের

রুশোর

26. কোন্ শিক্ষাবিদ মানসিক শৃঙ্খলাতত্ত্বের প্রচার করেন?

জে এস মিল

কে কে মুখার্জি

হারবার্ট স্পেনসার

জন ডিউই

27. শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তা কে?

পেস্তালৎসি

রুশো

কমেনিয়াস

হারবার্ট স্পেনসার

28. SCERT-এর পুরো নাম কী?

State Council of Educational Research and Training

State Corporation of Educational Research and Training

State Commission of Educational Research and Training

State Committee of Educational Research and Training

29. NCERT-এর পুরো নাম কী?

National Committee of Educational Research and Training

National Commission of Educational Research and Training

National Corporation of Educational Research and Training

National Council of Educational Research and Training

30. “ভারতের ভাগ্য তার শ্রেণিকক্ষে নির্ধারিত হচ্ছে”-এই কথাটি কোন কমিশনে বলা হয়েছে?

রাধাকৃষ্ণণ কমিশনে

কোঠারি কমিশনে

মুদালিয়র কমিশনে

হান্টার কমিশনে

31. নিউ এডুকেশন অ্যান্ড ইট্‌ট্স অ্যাসপেক্টস্ বইটির রচয়িতা কে?

জে এস মিল

কে কে মুখার্জি

কমেনিয়াস

হারবার্ট স্পেনসার

32. ‘শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া’- উক্তিটি কার?

অ্যাডামসের

রুশোর

ডিউইয়ের

33. “শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হল শিক্ষা।”-উক্তিটি করেছেন-

রবীন্দ্রনাথের

বিবেকানন্দ

ডিউই

গান্ধিজি

34. শিক্ষায় গ্রহীতা বলা হয়-

শিক্ষককে

শিক্ষার্থীকে

পাঠক্রমকে

বিদ্যালয়কে

35. “শিক্ষা হল সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি” উক্তিটি কার?

প্লেটোর

ফ্রয়েবেলের

অ্যারিস্টট্লের

বুশোর

36. “শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া”-এ কথা বলেছেন-

রুশো

ডিউই

বিবেকানন্দ

রেমন্ট

37. শিক্ষার লক্ষ্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হল-

দার্শনিকদের

মনস্তত্ত্ববিদদের

সামাজিক সংস্কারকদের

রাজনৈতিক নেতাদের

38. ভাববাদীদের মতে জীবাত্মা হল-

পরমাত্মার অংশ

মানুষের জীবন

দর্শনগ্রাহ্য নয় এমন বস্তু

মানবদেহের অংশ

39. “ভবিষ্যতের পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রস্তুতি নেওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত।”-এই উক্তিটি কার?

হারবার্ট স্পেনসারের

জন অ্যাডামসের

জন লকের

জন হেনরির

40. জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য হল-

ধারাবাহিকভাবে জ্ঞানার্জন

জ্ঞানকে সাম্প্রতিকতম করা

জ্ঞান ও দক্ষতার পুনর্নবীকরণ

ওপরের সবগুলি

41. কোন্ দার্শনিক মানুষকে সামাজিক প্রাণী হিসেবে উল্লেখ করেন?

রুশো

প্লেটো

অ্যারিস্টট্ল

পেস্তালৎসি

42. ভাববাদীদের মতে জীবাত্মা কার অংশ?

প্রেতাত্মার অংশ

পরমাত্মার অংশ

মহাকাশের অংশ

পৃথিবীর অংশ

43. “লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ”-এই উক্তিটি কার?

জন ডিউইয়ের

জন অ্যাডামসের

জন রুশোর

জন পেস্তালৎসির

44. “সা বিদ্যা যা বিমুক্তয়ে” কথাটির অর্থ কী?

যা মানুষকে মুক্তিলাভে সহায়তা করে তাই বিদ্যা

যা মানুষকে মুক্তি ও শক্তি জোগায়

শিক্ষার নৈতিক লক্ষ্য বলতে বোঝায়-

45. বৈদিক শিক্ষায় ক-টি আশ্রমের কথা উল্লিখিত আছে?

তিনটি

চারটি

পাঁচটি

ছয়টি

46. ‘শিক্ষা হল এমন কিছু যা সাধারণ মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে”-এই কথাটি কে বলেছেন?

রুশো

কমেনিয়াস

47. ‘শিক্ষার লক্ষ্য হল ব্যক্তিকে আত্মোপলখিতে সাহায্য করা’-এই মতবাদে বিশ্বাসী কারা?

জড়বাদীরা

প্রয়োগবাদীর

ভাববাদীরা

48. ‘পাঠক্রম’ কথাটির অর্থ কী?

শিক্ষার কাজ

শিক্ষার লক্ষ্যে পৌঁছোনোর পথ বা উপায়

পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই

শিক্ষাদানের জন্য নির্দিষ্ট বিষয়

49. কোন্ লাতিন শব্দ থেকে কারিকুলাম (Curriculum) শব্দটির উৎপত্তি হয়েছে?

Currere

Curiere

Currioues

Currier

50. আধুনিক পাঠক্রমের একটি বৈশিষ্ট্য হল-

অপরিবর্তনশীলতা

শিক্ষার কেন্দ্রিকতা

পরিবর্তনশীলতা

ওপরের সবগুলি

আরও পড়ুন – সংবিধান সংজ্ঞা ও প্রকার 1st sem

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

2 thoughts on “শিক্ষার অর্থ ধারণা ও লক্ষ্যসমূহ mcq 1st Semester”

Leave a Comment