শিক্ষায় সংস্থাসমূহ MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান

শিক্ষায় সংস্থাসমূহ MCQ ১ম সেমিস্টার | একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান

শিক্ষায় সংস্থাসমূহ MCQ
শিক্ষায় সংস্থাসমূহ MCQ

1. প্রাচীন গ্রিকরা আগুন পোহানোর সময় আলোচনার জন্য যে জায়গায় বৈঠক বসাত সেই জায়গাকে বলা হত –

(a) এরিনা

(b) অ্যাম্ফিথিয়েটার

(c) স্কুল

(d) প্যাথিয়ন।

2. “School is a simplified purified, better balanced society” বলেছেন-

(a) রবীন্দ্রনাথ

(b) বুশো

(c) ডিউই

(d) ফ্রয়েবেল।

3. “বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ”-এ কথা বলেছেন- 

(a) জন ডিউই

(b) রবীন্দ্রনাথ

(c) বিবেকানন্দ

(d) রুশো।

4. নিম্নলিখিত কোল্টি সমাজের ক্ষুদ্র সংস্করণ?

(a) পরিবার

(b) বিদ্যালয়

(c) গ্রন্থাগার

(d) ক্লাব।

5. “বিদ্যালয় সম্পূর্ণভাবে সমাজের প্রতিচ্ছবি হবে না, বরং এই প্রতিষ্ঠান হবে আদর্শ সমাজ এবং তা সমাজের কলুষতা, দ্বন্দ্ব, জটিলতা ইত্যাদি থেকে মুক্ত থাকবে- এ কথা কে বলেছেন?

(a) পার্সি নান

(b) ফ্রয়েবেল

(c) জে সি চক্রবর্তী

(d) ডিউই।

6. বিদ্যালয়ের শিক্ষায় প্রকৃত অর্থে স্বাধীনতা থাকে না

(a) শিক্ষকের

(b) শিক্ষার্থীদের

(c) শিক্ষাকর্মীদের

(d) সবকটি ঠিক।

7. বিদ্যালয়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয়

(a) অনিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান

(b) শিক্ষক-শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক

(c) পুথিনির্ভর শিক্ষা

(d) একঘেয়ে যান্ত্রিক শিক্ষা।

৪. শিশুর প্রথম বিদ্যালয় হল তার মায়ের কোল।” উক্তিটি করেছেন-

(a) কমেনিয়াস

(b) ফ্রয়েবেল

(c) পেস্তালৎসি

(d) রুশো।

9. স্কুল হল একটি-

(a) আর্থিক প্রতিষ্ঠান

(c) সামাজিক প্রতিষ্ঠান

(b) নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান

(d) অনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান।

10. আধুনিক বিদ্যালয়ের শিক্ষা হল सिमो

(a) বৃত্তিমুখী শিক্ষা

(b) অনিয়ন্ত্রিত শিক্ষা

(c) প্রথামুক্ত শিক্ষা

(d) নিয়ন্ত্রিত শিক্ষা।

11. প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হল –

(a) পেশাগত দক্ষতা অর্জন

(b) আত্মোপলব্ধি

(c) শিশুর দৈহিক বিকাশ ও সু-অভ্যাস গঠন

(d) চরিত্রগঠন।

12. বিদ্যালয় হল সমাজের

(a) বৃহৎ সংস্করণ

(b) মাঝারি সংস্করণ

(c) ক্ষুদ্র সংস্করণ

(d) অতিবৃহৎ সংস্করণ।

13. বিদ্যালয়ের একটি অন্যতম ত্রুটি হল

(a) যান্ত্রিক শিক্ষাপদ্ধতি

(b) প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব

(c) পরীক্ষানির্ভরতা

(d) সবকটি ঠিক।

14. আমাদের দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলি –

(a) সম্পূর্ণভাবে বেসরকারি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত

(b) সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়

(c) সম্পূর্ণভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত

(d) সবকটি ঠিক।

15. নিম্নলিখিত কোল্টি বিদ্যালয়ের ত্রুটি নয়?

(a) শিক্ষকনির্ভরতা

(b) অতিরিক্ত পাঠক্রমের চাপ

(c) নিয়মনীতির কঠোরতা

(d) ব্যক্তিস্বাতন্ত্র্যকে উপেক্ষা করা।

16. গ্রিক ভাষায় ‘স্কুল’ শব্দের অর্থ হল-

(a) অবসরকালীন পর্যায়ে একটি তত্ত্বগত জ্ঞানের বিষয়ে আলোচনা

(b) চার দেয়ালে ঘেরা শিক্ষাদানের স্থান

(c) বিদ্যামন্দির

(d) ধর্মীয় প্রতিষ্ঠান।

17. বিদ্যালয় প্রথাগত শিক্ষার অন্তর্ভুক্ত, এর কারণ

(a) এখানে অধিকসংখ্যক শিক্ষার্থী থাকে

(b) বিদ্যালয়ে এক বা একাধিক শিক্ষক থাকে

(c) নির্দিষ্ট একটি বা তার বেশি কক্ষবিশিষ্ট

(d) সবকটি ঠিক।

18. বিদ্যালয় সম্পর্কিত কোন্ বিকল্পটি সঠিক নয়?

(a) বিদ্যালয়ের গণতান্ত্রিক ব্যবস্থা সমাজের গণতান্ত্রিক ব্যবস্থার তুলনায় দুর্বল

(b) বিদ্যালয় সমাজের প্রতিচ্ছবি

(c) সমাজের নিয়মকানুন অপেক্ষা বিদ্যালয়ের নিয়মকানুন কঠোর

(d) বিদ্যালয়ের সাংগঠনিক ব্যবস্থা সমাজের তুলনায় শক্তিশালী।

19. বিদ্যালয়কে সমাজের প্রতিচ্ছবি বলার কারণ –

(a) বিদ্যালয় এবং সমাজ উভয়ের উদ্দেশ্যই নির্দিষ্ট

(b) সমাজ ও বিদ্যালয় উভয় ক্ষেত্রেই একই ধরনের বিভিন্ন প্রক্রিয়া দেখা যায় নাকালয় কর্মীগগীতে

(c) সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যেমন আদানপ্রদান হয় তেমনই বিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাকর্মীদের মধ্যেও মিথস্ক্রিয়া ঘটে থাকে

(d) সবগুলি ঠিক।

20. বিদ্যালয় ও কমিউনিটির সর্বদা একত্রে কাজ করা প্রয়োজন। এর প্রধান কারণ হল –

(a) শিক্ষার্থীরা পরস্পরকে সহযোগিতা করতে শেখে

(b) কমিউনিটি বিদ্যালয়ে শিক্ষার উপকরণ সরবরাহ করে

(c) বিদ্যালয় কমিউনিটির একটি প্রধান অংশ

(d) শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য অনুধাবনে সাহায্য করে।

21. School and Society’ গ্রন্থটির রচয়িতা হলেন –

(a) জন ডিউই

(b) পেস্তালৎসি

(c) রুশো

(d) অ্যারিস্টটল।

22. বিদ্যালয়গুলিকে সরকারি সংস্থা দ্বারা অনুমোদনদানের প্রধান কারণ হল

(a) শিক্ষক নিয়োগ

(b) শিক্ষার মান বজায় রাখা

(c) বিদ্যালয় পরিকাঠামোর নিয়ন্ত্রণ

(d) আর্থিক সাহায্যদান।

23. উন্নত সমাজগঠনের দায়িত্ব পালন করে –

(a) সামাজিক প্রতিষ্ঠান

(b) পরিবার

(c) ধর্মীয় প্রতিষ্ঠান

(d) বিদ্যালয়।

24. “বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান”- উক্তিটি করেছেন-

(a) প্লেটো

(b) ফ্রয়েড

(c) হার্বার্ট

(d) রেমন্ট।

25. “School” শব্দটির উৎপত্তি কোন্ শব্দ থেকে হয়েছে?

(a) Skho

(b) Schoo

(c) Skhole

(d) Skholen.

26. SLC-এর পুরো নাম হল –

(a) School Level Certificate

(b) School Level Careers

(c) School Leaves Certificate

(d) School Social Level Certificate.

27. “বিদ্যালয় কোনো দালানবাড়ি নয়, একটি বাজার নয়, কোনো প্ল্যাটফর্ম নয়, বিদ্যালয় হল একটি প্রাণচঞ্চল পবিত্র স্থান।”- উক্তিটি করেছেন

(a) ই বি ক্যাসল

(c) রাসেল

(b) পেস্তালৎসি

(d) এম এস বালাকৃয় কোশি।

28 “বিদ্যালয় হল সরল, পবিত্র, সুষম সমাজ।” – উক্তিটি কার

(a) রবীন্দ্রনাথ ঠাকুর

(b) ফ্রয়েবেল

(c) জন ডিউই

(d) রুশো।

29. বিদ্যালয়ের একটি বিশেষ কাজ হল –

(a) পাঠক্রম সম্পূরণ

(b) অতীত ঐতিহ্যের সঞ্চালন

(c) a ও ৮ উভয়ই ঠিক

(d) কোনোটিই নয়।

30. বিদ্যালয়ের সর্বনিম্ন স্তর হল –

(a) মাধ্যমিক বিদ্যালয়

(b) মহাবিদ্যালয়

(c) প্রাথমিক বিদ্যালয়

(d) প্রাক্-প্রাথমিক বিদ্যালয়।

31. বিদ্যালয়ের সর্বোচ্চ স্তর হল

(a) বিশ্ববিদ্যালয়

(b) মহাবিদ্যালয়

(c) উচ্চবিদ্যালয়

(d) কোনোটিই নয়।

32. “বিদ্যালয় হল একটি আংশিকভাবে কৃত্রিম সমাজ।” বলেছেন-

(a) জন ডিউই

(b) পার্সি নান

(c) ম্যাকাইভার

(d) বুশো।

33. ম্যাকাইভার-এর মতে, বিদ্যালয় হল-

(a) সামাজিক সমিতি

(b) কৃত্রিম সমাজ

(c) মাধ্যমিক গোষ্ঠী

(d) সাংগঠনিক প্রতিষ্ঠান।

34. “বিদ্যালয় হল মাধ্যমিক গোষ্ঠী জাতীয় সমাজ, এক পূর্ণাঙ্গ সমাজ নয়।” বলেছেন-

(a) পার্সি নান

(b) ম্যাকাইভার

(c) অটওয়ে

(d) জন ডিউই।

35. শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হল –

(a) পুথিনির্ভর শিক্ষা

(b) সংশোধনমূলক কাজ

(c) বৌদ্ধিক বিকাশ

(d) কোনোটিই নয়।

36. বিদ্যালয়ের একটি সামাজিক দায়িত্ব হল –

(a) ব্যক্তির বিকাশসাধন

(b) কৃষ্টির সংরক্ষণ

(c) a ও ৮ উভয়ই ঠিক

(d) কোনোটিই নয়।

37. নীচের কোল্টি বিদ্যালয়ের একটি শিক্ষার্থীকেন্দ্রিক দায়িত্ব?

(a) নিয়মিত উপস্থিতি

(b) পরিবার ও সমাজের মধ্যে সম্পর্ক

(c) স্বাধীন শিক্ষা

(d) বৌদ্ধিক বিকাশ।

38. “বিদ্যালয় হল একটি সামাজিক সমিতি’- উক্তিটি করেছেন-

(a) অটওয়ে

(b) ম্যাকাইভার

(c) পার্সি নান

(d) জন ডিউই।

39. “বিদ্যালয় হল এক বা একাধিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পরিচালনায় নির্দিষ্ট শিক্ষোপকরণযুক্ত বাসগৃহ, নির্দিষ্ট পাঠক্রম অনুশীলনরত ছাত্রছাত্রীর সমাবেশ- বলেছেন-

(a) জন ডিউই

(b) ম্যাকাইভার

(c) ক্যাটার গুড

(d) পার্সি নান।

40. শিক্ষাক্ষেত্রে পরিবারের ত্রুটি হল –

(a) শিক্ষাবিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অভাব

(b) শিক্ষার্থীর চাহিদা সম্পর্কে জ্ঞানের অভাব

(c) সময়ের অভাব

(d) অর্থের অভাব।

41. পরিবারের একটি অপরিহার্য শর্ত হল-

(a) সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বর্তমান

(b) এটি সমাজ দ্বারা স্বীকৃত

(c) সদস্যদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বর্তমান

(d) সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বর্তমান।

42. “পরিবার হল একটি জৈব একক। এর সদস্যরা একই আবাসে একসঙ্গে বসবাস করে। এই বসবাসের মাধ্যমেই স্বামী-স্ত্রীর যৌন সম্পর্ক একটি নিয়ন্ত্রিত ও নির্দিষ্ট রূপ লাভ করে।” এ কথা কে বলেছেন?

(a) অগবার্ন

(b) জিসবার্ট

(c) নিমকফ

(d) ম্যাকাইভার ও পেজ।

43. “পরিবার হল পরস্পরের মধ্যে রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিবর্গের একটি গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা হল পরস্পরের আত্মীয়” এ কথা কে বলেছেন?

(a) ডেভিস

(b) ম্যাকাইভার ও পেজ

(c) নিমকফ

(d) জিসবার্ট।

44. পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান?

(a) নিয়ন্ত্রিত (Formal) শিক্ষা

(b) অনিয়ন্ত্রিত (Informal) শিক্ষা

(c) প্রথাবহির্ভূত (Non-formal) শিক্ষা

(d) দূরাগত শিক্ষা।

45 “পরিবারই সমাজের একমাত্র প্রতিষ্ঠান যার থেকে অন্যান্য সমাজ প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে” কে এই কথা বলেছিলেন?

(a) জর্জ হার্বার্ট

(b) ডিউই

(c) ব্যালার্ড

(d) রেমন্ট।

46 “সমাজের বিজ্ঞান হিসেবে যে শাস্ত্রটি গড়ে উঠেছে সেই শাস্ত্রে সামাজিক একক হিসেবে গৃহীত হওয়া উচিত পরিবার, ব্যক্তি নয়”-এ কথা কে বলেছেন?

(a) জিসবার্ট

(৮) কুলম্ব

(c) কোঁৎ

(d) কুলি।

47 পরিবারকে প্রাথমিক গোষ্ঠীর অগ্রগণ্য ও সবচেয়ে আদর্শ গোষ্ঠী বলেছেন-

(a) জে পি নায়েক

(b) কুলি

(c) ফ্রয়েবেল

(d) ম্যাকেঞ্জি।

48 “স্নেহ-ভালোবাসার কেন্দ্র হিসেবে শিশুর কাছে শিক্ষার সর্বোত্তম কেন্দ্র এবং প্রথম শিক্ষালয় হল পরিবার” এ কথা কে বলেছেন?

(a) ম্যাকাইভার

(b) পেজ

(c) কুলম্ব

(d) পেস্তালৎসি।

49. “পরিবারের কাছ থেকে পাওয়া অনিয়ন্ত্রিত শিক্ষাই হচ্ছে সবচেয়ে কার্যকরী এবং স্বাভাবিক”-এ কথা কে বলেছেন? 

(a) ফ্রয়েবেল

(b) কোঁৎ

(c) ম্যাকেঞ্জি

(d) টারম্যান।

50. শিশুর মৌলিক অনুভূতিমূলক আকাঙ্ক্ষাগুলি প্রথম পরিতৃপ্তি লাভ করে –

(a) পরিবারে

(b) বিদ্যালয়ে

(c) ক্লাবে

(d) গ্রন্থাগারে।

51. শিশুদের প্রথম সু-অভ্যাস গঠিত হয়-

(a) বিদ্যালয়ে

(b) পরিবারে

(c) সমাজে

(d) ধর্মীয় প্রতিষ্ঠানে।

52. শিশুর জীবনে সবচেয়ে সুন্দর ও আনন্দময় স্থান হল –

(a) ক্লাব

(b) বিদ্যালয়

(c) গ্রন্থাগার

(d) পরিবার।

53. শিশু প্রথম কথা বলতে শেখে

(a) ক্লাবে

(b) পরিবারে

(c) গ্রান্থাগারে

(d) বিদ্যালয়ে।

54 “শিক্ষার জন্য বালক-বালিকাদের ঘর হইতে দূরে পাঠানো উচিত নহে, একথা মানিতে পারি, যদি ঘর তেমনি ঘর হয়।”-কে বলেছেন?

(a) রবীন্দ্রনাথ

(b) বিবেকানন্দ

(c) গান্ধিজি

(d) বিদ্যাসাগর।

55 “একজন আদর্শ মা একশো জন বিদ্যালয় শিক্ষকের সমান”- বলেছেন-

(a) মাদাম মন্তেসরি

(b) পেস্তালৎসি

(c) রুশো

(d) জর্জ হার্বার্ট।

56. শিশুর মধ্যে প্রথম প্রাক্ষোভিক বিকাশ ঘটে

(a) পরিবারে

(b) বিদ্যালয়ে

(c) ধর্মীয় প্রতিষ্ঠানে

(d) খেলার মাঠে।

57. পরিবারের শিক্ষামূলক কার্যাবলি হল

(a) দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা

(b) পারিবারিক ঐতিহ্য মেনে চলার শিক্ষা

(c) ন্যায়-অন্যায়বোধের শিক্ষা

(d) সবগুলি ঠিক।

58. শৈশব থেকেই শিশুকে সু-অভ্যাস গঠনের শিক্ষা দেয়

(a) ক্লাব

(b) পরিবার

(c) উৎপাদনশীল কেন্দ্র

(d) ধর্মীয় প্রতিষ্ঠান।

59. যৌথ পরিবার হল –

(a) নিজেদের পরিবার ও মামার বাড়ির সদস্যদের নিয়ে গঠিত পরিবার

(b) বন্ধুদের নিয়ে গঠিত পরিবার

(c) শিশু, বাবা, মা, কাকা, কাকিমা, দাদু, ঠাকুমা প্রমুখ সদস্যদের নিয়ে গঠিত পরিবার

(d) সন্তান ও তার বাবা-মাকে নিয়ে গঠিত পরিবার।

60. পারিবারিক শিক্ষা এবং সমাজ প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষা-

(a) উভয়ই সমন্বিতভাবে কাজ করে থাকে

(b) উভয়ই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট

(c) উভয়ই যথাক্রমে পারিবারিক স্বার্থ ও সামাজিক স্বার্থ রক্ষা করে

(d) উভয়ই সামাজিক আদর্শকে তুলে ধরে।

61. পরিবারভিত্তিক শিক্ষার অন্তর্ভুক্ত নয়-

(a) কৈশোরের সমস্যাগুলি সম্পর্কে সচেতন করা

(b) সামাজিক রীতিনীতি সম্পর্কে সচেতন করা

(c) সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা

(d) বিদ্যালয়ের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা।

62. ক্ষুদ্র পরিবার হল –

(a) শিশু ও তার খেলার সাথিদের নিয়ে গঠিত পরিবার

(b) শিশু ও তার মামাবাড়ির সদস্যদের নিয়ে গঠিত পরিবার

(c) শিশু ও তার শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে গঠিত পরিবার

(d) শিশু ও তার বাবা-মাকে নিয়ে গঠিত পরিবার।

63. “পরিবার হল এমন একটি গোষ্ঠী যার মধ্যে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক বর্তমান এবং সন্তান উৎপাদন ও প্রতিপালনের কাজ স্থায়ীভাবে নিযুক্ত থাকে।” – উক্তিটি করেছেন-

(a) ম্যাকাইভার ও পেজ

(b) জর্জ হার্বার্ট

(c) ফ্রয়েবেল

(d) ব্যালার্ড।

64. পরিবারকে রাষ্ট্রের ভিত্তিস্থল হিসেবে আখ্যা দিয়েছেন

(a) ফ্রয়েবেল

(b) কনফুসিয়াস

(c) ম্যাকাইভার

(d) জিসবার্ট।

65 “মায়েরাই হচ্ছে আদর্শ শিক্ষিকা”- উক্তিটি করেছেন

(a) জর্জ হার্বার্ট

(b) মন্তেসরি

(c) জন ডিউই

(d) ফ্রয়েবেল।

66. সমাজের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান হল –

(a) বিদ্যালয়

(b) ধর্মীয় প্রতিষ্ঠান

(c) পরিবার

(d) গণমাধ্যম।

67. পরিবারের একটি বৈশিষ্ট্য হল

(a) দায়িত্বশীলতা

(b) নিয়মিত উপস্থিতি

(c) স্বাধীনতার অভাব

(d) কোনোটিই নয়।

68. পরিবারের একটি শিক্ষামূলক কাজ হল –

(a) শিশুর বিশ্বাস ও ধারণার প্রকৃতিগঠন

(b) দৈহিক কার্যের শিক্ষা

(c) অভ্যাসগঠনের শিক্ষা

(d) কোনোটিই নয়।

69. শিশু শিশু প্রথম জীবনব্যাপী অনিয়ন্ত্রিত শিক্ষা লাভ করে-

(a) বিদ্যালয়ে

(b) পরিবারে

(c) ক্লাবে

(d) গণমাধ্যম দ্বারা।

70. শিশুর প্রথম সামাজিক পরিচিতির বিকাশ ঘটে

(a) ধর্মীয় প্রতিষ্ঠানে

(b) বিদ্যালয়ে

(c) ক্লাবে

(d) পরিবারে।

71. “পিতা-মাতা বা অন্যান্যরা শিশুর বিকাশের উপযোগী আচরণ করে থাকে, তাই-ই হল আদর্শ পরিবার” উক্তিটি করেছেন

(a) জন ডিউই

(b) পেস্তালৎসি

(c) কনফুসিয়াস

(d) জর্জ হার্বার্ট।

72. শিশুর রুচি ও মনোভাবের প্রকৃতি গঠনে সাহায্য করে

(a) গ্রন্থাগার

(b) পরিবার

(c) বিদ্যালয়

(d) খেলার মাঠ।

73. একজন শিশুর বিশ্বাস ও ধারণার স্বরূপ প্রথম গঠিত হয়

(a) গণমাধ্যমে

(b) দূরশিক্ষায়

(c) পরিবারে

(d) বিদ্যালয়ে।

74. শিশুর বুদ্ধি ও বাচনিক বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে

(a) বিদ্যালয়

(b) পরিবার

(c) গ্রন্থাগার

(d) ধর্মীয় প্রতিষ্ঠান।

75. প্রথম থেকে শিশুকে নিরাপত্তা দান করে-

(a) ক্লাব

(b) গণমাধ্যম

(c) বিদ্যালয়

(d) পরিবার।

76. শিশুর প্রথম প্রাক্ শিক্ষালয় হল

(a) কিন্ডারগার্টেন

(b) প্রাইমারি স্কুল

(c) পরিবার

(d) মন্তেসরি স্কুল।

77. শিশুর মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ ঘটে

(a) বিদ্যালয়ের সাহায্যে

(b) পরিবারের সাহায্যে

(c) ধর্মীয় প্রতিষ্ঠানের সাহায্যে

(d) দূরদর্শনের সাহায্যে।

78. যে সামাজিক প্রতিষ্ঠান থেকে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে, তা হল-

(a) পরিবার

(c) সামাজিক সংস্থা

(b) বিদ্যালয়

(d) ধর্মীয় সংস্থা।

79. ‘Human Society’ গ্রন্থটির লেখক হলেন 

(a) ডেভিস

(b) হার্বার্ট

(c) জিসবার্ট

(d) ডিউই।

৪০. সামাজিক ঐতিহ্যকে বংশপরম্পরায় সঞ্চারিত করার প্রথম ও প্রধান দায়িত্ব পালন করে

(a) সামাজিক সংস্থা

(b) পরিবার

(c) যুব সংগঠন

(d) ক্লাব।

81. ‘Fundamental of Sociology’ গ্রন্থটি লিখেছেন

(a) হার্বার্ট স্পেনসার

(b) ডেভিস

(c) জিসবার্ট

(d) ম্যাকইভার।

82. Society: An Introductory Analysis’ গ্রন্থটির রচয়িতা হলেন-

(a) জিসবার্ট

(b) ডেভিস

(c) কনফুসিয়াস

(d) ম্যাকাইভার ও পেজ।

83. প্রথম সামাজিক রীতিনীতিগুলি আয়ত্তীকরণে শিশুকে সহায়তা করে-

(a) বিদ্যালয়

(b) পরিবার

(c) যুব সংগঠন

(d) ধর্মীয় সংস্থা।

84. পরিবারের প্রধান সীমাবদ্ধতা হল

(a) অপরিসর অভিজ্ঞতা

(b) লুপ্তপ্রায় যৌথ পরিবার

(c) ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা

(d) a ও b উভয়ই ঠিক।

85. পরিবার হল শিশুর –

(a) শিক্ষাক্ষেত্র

(b) আশ্রয়স্থল

(c) a ও b উভয়ই ঠিক

(d) কোনোটিই নয়।

86. পরিবেশের মধ্যে প্রথম অভিযোজন করার শিক্ষালাভ করতে শিশুকে সহায়তা করে তার

(a) পরিবার

(b) সহপাঠীগণ

(c) শিক্ষক-শিক্ষিকা

(d) পরিবেশ।

87. পরিবার হল-

(a) সংস্কৃতির পীঠস্থান

(b) ধর্মীয় প্রতিষ্ঠান

(c) শিশুর আশ্রয়স্থল

(d) কোনোটিই নয়।

৪৪. শৈশবে শিশুর শিক্ষালয় হল

(a) প্রাথমিক বিদ্যালয়

(b) প্রাক্-প্রাথমিক বিদ্যালয়

(c) পরিবার

(d) মাধ্যমিক বিদ্যালয়।

89. “শৈশবের শিক্ষায় মায়ের প্রভাব সবচেয়ে বেশি”- বলেছেন-

(a) রেমন্ট

(b) পেস্তালৎসি

(c) ব্যালার্ড

(d) বার্জেস।

90. পরিবারকে ‘আদি সামাজিক প্রতিষ্ঠান’ বলে উল্লেখ করেছেন-

(a) পেজ

(b) বার্জেস

(c) রেমন্ট

(d) ব্যালার্ড।

91. পরিবার যৌথ সম্পর্কের ভিত্তিতে গঠিত একটি

(a) সংগঠন

(b) গোষ্ঠী

(c) সমাজ

(d) বিদ্যালয়।

92. শিশু জন্মগ্রহণ করার পর প্রথম আশ্রয় নেয়

(a) পরিবেশে

(b) বিদ্যালয়ে

(c) পরিবারে

(d) ক্লাবে।

93. শিশুর নীতিশিক্ষা প্রথম শুরু হয়-

(a) সমাজ থেকে

(b) বিদ্যালয় থেকে

(c) ধর্মীয় প্রতিষ্ঠান থেকে

(d) পরিবার থেকে।

94. পরিবার কী ধরনের প্রতিষ্ঠান?

(a) পারিবারিক

(b) সামাজিক

(c) a ও ৮ উভয়ই ঠিক

(d) কোনোটিই নয়।

95. “পরিবার হচ্ছে পিতা-মাতার সঙ্গে সন্তানদের পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ একটি ব্যবস্থাপনা” – বলেছেন

(a) জোসেফ ম্যাজিনি

(b) রবীন্দ্রনাথ

(c) ক্লেয়ার

(d) রুশো।

96. “শিশু তার নাগরিকতা সম্বন্ধে প্রাথমিক জ্ঞান লাভ করে মাতার চুম্বন এবং পিতার স্নেহের স্পর্শে”-উক্তিটি করেছেন

(a) জোসেফ ম্যাজিনি

(b) রবীন্দ্রনাথ

(c) রুশো

(d) ব্যালার্ড।

97. শিক্ষার একটি পরোক্ষ সংস্থা হল-

(a) বিদ্যালয়

(b) পরিবার

(c) ধর্মীয় সংস্থা

(d) ক্লাব।

98. “পরিবার হল পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ নির্দিষ্ট ভূমিকা, অবস্থান ও ব্যক্তিত্ব-সহ কয়েকজন ব্যক্তির সমষ্টি।” উক্তিটি করেছেন-

(a) ব্যালার্ড

(b) ম্যাকাইভার ও পেজ

(c) বার্জেস ও লক্

(d) ক্লেয়ার।

99. “Family is the original social institution from which all other institution developed”-বলেছেন

(a) স্টোন

(b) পেস্তালৎসি

(c) জে পি নায়েক

(d) ব্যালার্ড।

100. Seven Mass Media বা সাত গণমাধ্যম শ্রেণিকরণটি জনপ্রিয় হয়-

(a) 1600 সালে

(b) 1700 সালে

(c) 1800 সালে

(d) 2006 সালে।

আরও পড়ুন – শিক্ষার বিভিন্ন রূপ MCQ ১ম সেমিস্টার

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment