রেনেসাঁ যুগের শিল্পীদের শিল্পচর্চার প্রধান বিষয়বস্তু কী ছিল

রেনেসাঁ যুগের শিল্পীদের শিল্পচর্চার প্রধান বিষয়বস্তু কী ছিল

রেনেসাঁ যুগের শিল্পীদের প্রধান বিষয়বস্তুসমূহ

রেনেসাঁর প্রভাবে চিত্রশিল্প-স্থাপত্য-ভাস্কর্যের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়। এই যুগের শিল্পীদের প্রধান প্রধান বিষয়বস্তুগুলি হল নিম্নরূপ-

(1) জীবনমুখী শেলী: নবজাগরণ পর্বে মানবতাবাদী শিল্পীদের প্রধান বিষয়বস্তু ছিল মানুষ এবং মানুষের দৈনন্দিন জীবনের ঘটনাবলি। শোভাযাত্রা, হাটবাজার, নানাবিধ পণ্য, ফলমূল, সাধারণ মানুষের সমাবেশ ইত্যাদি দৃশ্য রেনেসাঁ শিল্পকলায় রূপায়িত হয়েছে।

(2) ধর্মীয় বিষয়: নবজাগরণ পর্বের শিল্পীগণ খ্রিস্ট ধর্ম ও খ্রিস্টের মহিমাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেননি। বিশেষভাবে রেনেসাঁ চিত্রকলার উপর খ্রিস্টধর্মীয় প্রভাব পরিলক্ষিত হয়। মূলত এর প্রভাবেই এই পর্বের শিল্পীগণ বাইবেলের বিভিন্ন গল্প, ক্রুশবিদ্ধ জিশু, খ্রিস্টান সাধুসন্তদের প্রতিকৃতি ইত্যাদিকেও তাঁদের বিষয়বস্তু হিসেবে নির্বাচন করতেন। ব্রাঙ্কাচ্চি চ্যাপেলে ম্যাসাচিও-এর অঙ্কিত সেন্ট পিটার-এর ফ্রেসকো, মাইকেল এঞ্জেলোর পিয়েতা ভাস্কর্যের বিষয়বস্তুই হল ধর্ম। তবে এক্ষেত্রে উল্লেখ্য, বিষয়বস্তু ধর্মীয় হলেও তাতে মানবতাবাদের সুস্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয়, শুরু হয় ধর্মনিরপেক্ষ শিল্পের চর্চাও।

(3) গ্রিক ও রোমান ঐতিহ্য: রেনেসাঁ যুগের শিল্পীরা প্রাচীন গ্রিক ও রোমান ঐতিহ্য এবং সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাই রাফায়েলের মতো চিত্রশিল্পীও গ্রিক ও রোমান ঐতিহ্যকে বিষয়বস্তু করে দ্য স্কুল অফ এথেন্স ফ্রেসকোটি আঁকেন।

(4) প্রাকৃতিক বিষয়: প্রকৃতি ও প্রাকৃতিক জগতও ছিল এইযুগের শিল্পীদের অন্যতম বিষয়বস্তু। উদাহরণস্বরূপ বলা যায়, জিওর্জিওনির দ্য টেমপেস্ট চিত্রটির কথা। নবজাগরণের সময়ে প্রকৃতির স্বতন্ত্র আড়াআড়ি বা অনুভূমিক চিত্র (Landscape Painting) -এর বিকাশ ঘটেছিল। এই বিষয়ে উল্লেখ্য হল- পিটার ব্রুগেল দ্য এল্ডারের ‘দ্য হারভেস্টারস’ চিত্রটি।

(5) ব্যক্তিমানুষ: রেনেসাঁ যুগে প্রতিকৃতি অঙ্কনের বিষয়বস্তু ছিল ধনী- গরিব, সুন্দর-অসুন্দর, পুরুষ-মহিলা নির্বিশেষে সবাই। সেসময়ে মেডিচি পরিবারের মতো অভিজাত ও বণিক শ্রেণির পৃষ্ঠপোষকতায় শিল্পীরা বিভিন্ন প্রতিকৃতি অঙ্কন করতেন। লিওনার্দো দ্য ভিঞ্চির কালজয়ী চিত্র মোনালিসা-র বিষয়বস্তুও একজন নারী, যার রহস্যময়তা দর্শকদের আজও অভিভূত করে।

(6) পৌরাণিক কাহিনি: পৌরাণিক কাহিনি ও বিভিন্ন কিংবদন্তিও রেনেসাঁ শিল্পকলার বিষয়বস্তু ছিল। এ বিষয়ে উল্লেখ্য জিওর্জিওনির ‘স্লিপিং ভেনাস’, বত্তিসেল্লির ‘বার্থ অফ ভেনাস’, ‘ভেনাস অ্যান্ড মার্স’ প্রভৃতি শিল্পকর্ম।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment