রেনেসাঁ মানুষ বলতে কী বোঝো
রেনেসাঁ মানুষ
রেনেসাঁ মানুষ (Renaissance Man) বলতে সেইসব ব্যক্তিদের বোঝানো হয়, যারা নবজাগরণের সময়ে বা তার প্রভাবে বহুমুখী প্রতিভা, জ্ঞান ও দক্ষতার অধিকারী হন। অর্থাৎ, একজন ব্যক্তির মধ্যে যখন কূটনীতিজ্ঞান, ধর্মতত্ত্ববিদ্যা, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন প্রভৃতি বিবিধ জ্ঞানের সমাবেশ ঘটে, তখন তাকে রেনেসাঁ মানুষ বলে। অনেকসময় এই ধরনের মানুষকে পলিম্যাথ (Polymath) বা ইউনিভার্সাল ম্যানও (Universal Man) বলা হয়ে থাকে।
(1) রেনেসাঁ মানুষের বৈশিষ্ট্য:
- বহুমুখী প্রতিভার অধিকারী: একইসঙ্গে বিভিন্ন বিষয়ে, রেনেসাঁ মানুষরা সমানভাবে পারদর্শী ছিলেন। যেমন- লিওনার্দো দ্য ভিঞ্চি একইসঙ্গে চিত্রশিল্পী, বিজ্ঞানী, আবার সংগীতজ্ঞও ছিলেন।
- প্রবল জ্ঞানপিপাসু মানাভাব: জ্ঞান অর্জনের প্রতি তাঁরা প্রবলভাবে আগ্রহী ছিলেন। নতুন নতুন বিষয় শেখা ও অন্বেষণ করা ছিল তাঁদের উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্য।
- কল্পনাশক্তি ও সৃষ্টিশীলতা: রেনেসাঁ মানুষরা ছিলেন অত্যন্ত সৃষ্টিশীল। তাঁরা নিজেদের কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন ধারণার সৃষ্টি করতেন।
- মানবতাবাদ: রেনেসাঁ পন্ডিতগণের দৃষ্টিভঙ্গি ছিল মানবতাবাদী। তাঁরা মানুষের ক্ষমতা, মর্যাদা ও স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন।
- ধর্মনিরপেক্ষ ভাবনাচিন্তা: রেনেসাঁ মানুষ ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনা এবং যুক্তি ও বাস্তবতার উপর গুরুত্ব আরোপ করতেন।
- বিজ্ঞানচর্চা: তাঁরা বৈজ্ঞানিক উদ্ভাবনে বিশেষ আগ্রহী ছিলেন। প্রকৃতি, জীবদেহ থেকে শুরু করে মহাবিশ্বের রহস্য উন্মোচনে সচেষ্ট হয়েছিলেন।
- সৌন্দর্যবোধ: রেনেসাঁ মানুষের অন্যতম বৈশিষ্ট্য ছিল নান্দনিকতা ও সৌন্দর্যবোধ, যা তাঁদের কাজকর্মে প্রতিফলিত হত।
(2) লিওনার্দো দ্য ভিঞ্চি: রেনেসাঁ মানুষের আদর্শ উদাহরণ হলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। ইটালির মানবতাবাদী শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন একাধারে বিজ্ঞানী, স্থপতি, সমরযন্ত্রশিল্পী, সংগীতজ্ঞ, দার্শনিক, কবি, ভাস্কর এবং গণিতজ্ঞ। অঙ্গব্যবচ্ছেদ বিদ্যা, গণিত, জীববিদ্যা, পদার্থবিদ্যা সকল বিষয়ে তাঁর গভীর অনুসন্ধিৎসা ছিল। রাজপ্রাসাদ ও চার্চের প্রাচীরে তিনি চিত্রাঙ্কন করতেন। অনেক নতুন নতুন যন্ত্রের স্কেচ তাঁর খাতায় লক্ষ করা গিয়েছিল। গাড়ি, ডুবোজাহাজ, উড়োজাহাজ এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য। আদর্শ শারীরতত্ত্বের কল্পনায় তিনি দ্য ভিট্রুভিয়ান ম্যান অঙ্কন করেন। তাঁর বিখ্যাত চিত্রগুলির মধ্যে অন্যতম হল- মোনালিসা, মিলানের চার্চের প্রাচীরে অঙ্কিত দ্য লাস্ট সাপার ইত্যাদি। লিওনার্দো দ্য ভিঞ্চি ছাড়াও মাইকেল এঞ্জেলো, রজার বেকন-এর মতো ব্যক্তিত্বরাও রেনেসাঁ মানুষ হিসেবে পরিগণিত হন।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর