রেনেসাঁ কী

রেনেসাঁ কী

অথবা, রেনেসাঁর ধারণা দাও

অথবা, রেনেসী বলতে কী বোঝো? কোন্ সময়টিকে ইটালির রেনেসাঁর সময় বলা যায়

রেনেসাঁ কী
রেনেসাঁ কী

রেনেসাঁ বা নবজাগরণ

ইউরোপের ইতিহাসে রেনেসাঁ বা নবজাগরণ অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। মধ্যযুগের ইউরোপ ছিল মূলত ধর্মীয় সংকীর্ণতায় ভরা এবং কুসংস্কারাচ্ছন্ন। এই অজ্ঞানতাকেই দূর করে প্রগতি ও যুক্তিবাদের আলোয় আলোকিত ধর্মীয় প্রভাবমুক্ত এক পরিবেশ সৃষ্টি করেছিল নবজাগরণ।

(1) নামকরণ: নবজাগরণ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল রেনেসাঁ (Renaissance)। রেনেসাঁ (আসলে Renaissance শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Renaistre থেকে) একটি ফরাসি শব্দ, যার অর্থ হল পুনর্জন্ম বা Rebirth. ১৫৫০ খ্রিস্টাব্দে ইতালীয় চিত্রকর ও স্থপতি জর্জিও ভাসারি (Giorgio Vasari) সর্বপ্রথম Rinascita (Rebirth বা পুনর্জন্ম) শব্দটি ব্যবহার করেন তাঁর Lives of the Most Excellent Painters, Sculptors and Architects নামক গ্রন্থে। এরপর রেনেসাঁ শব্দটির প্রথম উল্লেখযোগ্য ব্যবহার চোখে পড়ে ১৮৫৮ খ্রিস্টাব্দে, ফরাসি ঐতিহাসিক জুলস মিশলে (Jules Michelet)-র লেখায়। তবে সুইটজারল্যান্ডের ঐতিহাসিক জ্যাকব বুর্খার্ড (Jacob Burckhardt) ১৮৬০ খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর বিখ্যাত গ্রন্থ The Civilization of the Renaissance in Italy-র মাধ্যমে রেনেসাঁ শব্দটিকে জনপ্রিয় করে তুলেছিলেন।

(2) ধারণা: বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে রেনেসাঁর ধারণা বা সংজ্ঞা দিয়েছেন। ঐতিহাসিক বুর্খার্ড তাঁর গ্রন্থ The Civilization of the Renaissance in Italy-তে বলেছেন যে, মানুষের ইহজাগতিক বিষয়ের প্রতি সচেতন হওয়ার নামই হল রেনেসাঁ। আবার মার্কিন ঐতিহাসিক পি ভি এন মেয়ার্স (Philip Van Ness Myers) তাঁর Mediaeval & Modern History গ্রন্থে বলেছেন, আমরা নবজাগরণকে পরিভাষিত করতে পারি সেই ধর্মনিরপেক্ষ, অনুসন্ধানী, আত্মনির্ভর চেতনায় পুনঃপ্রবেশ হিসেবে যে চেতনা প্রাচীন গ্রিক-রোমান সভ্যতার যুগের জীবন ও সংস্কৃতির বৈশিষ্ট্যকে তুলে ধরেছিল।

আক্ষরিক অর্থে বলা যায়, রোমান সাম্রাজ্যের পতনের পর গ্রিক ও রোমান ধ্রুপদি সংস্কৃতিচর্চার অবসান, সামন্ততান্ত্রিক শোষণ ও খ্রিস্টান চার্চের সর্বগ্রাসী প্রভুত্ব গ্রিক-রোমান ধ্রুপদি সংস্কৃতিকে বিস্মৃতির আড়ালে নিক্ষেপ করেছিল। পঞ্চদশ শতক থেকে পুনরায় সেই হারানো ধ্রুপদি গ্রিক ও রোমান শিল্প, সাহিত্য ও দর্শনের চর্চা শুরু হলে অতীত ঐতিহ্যের পুনরুদ্ধার ঘটে। এর ফলে ইউরোপে বৌদ্ধিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে বৈপ্লবিক রূপান্তর আসে, তাই হল রেনেসাঁ বা নবজাগরণ। আর এই নবজাগরণের বৌদ্ধিক ভিত্তি ছিল মানবতাবাদ।

রেনেসাঁর সময়কাল

রেনেসাঁর সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে নানান মতভেদ রয়েছে। তবে সাধারণভাবে পঞ্চদশ শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত কালপর্বকে ইটালি তথা ইউরোপের রেনেসাঁর সময়কাল বলে মনে করা হয়। অবশ্য অনেক ঐতিহাসিকই মনে করেন যে, এই নবজাগরণের সূচনা হয়েছিল বহু পূর্বে অর্থাৎ মধ্যযুগেই। ইউরোপীয় সমাজে রেনেসাঁ বা নবজাগরণ হল এমন এক বৈপ্লবিক পরিবর্তন, যার মাধ্যমে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ সম্ভবপর হয়েছিল।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment