মানবতাবাদী সাহিত্যচর্চায় দান্তের ভূমিকা উল্লেখ করো
নবজাগরণ-প্রসূত মানবতাবাদের গভীর প্রভাব পড়েছিল সাহিত্যচর্চার ক্ষেত্রে। এই সময়কালের সাহিত্যিকদের মধ্যে অন্যতম ছিলেন ইটালির বিশিষ্ট কবি দান্তে আলিগিয়েরি (Dante Alighieri)।
মানবতাবাদী সাহিত্যচর্চায় দান্তের ভূমিকা
(1) ইতালীয় ভাষার বিকাশ: দান্তেকে বলা হয় ইতালীয় ভাষার জনক। ল্যাটিন ভাষায় সাহিত্য রচনা করলেও দান্তে মাতৃভাষা টাসকান (Tuscan)-এ লেখার পক্ষপাতী ছিলেন। এই টাসকান থেকেই আধুনিক ইতালীয় ভাষার উদ্ভব ঘটে।
(2) ডিভাইন কমেডি রচনা: দান্তের অমর সৃষ্টিগুলির মধ্যে অন্যতম হল ডিভাইন কমেডি [Divine Comedy, ইতালীয় ভাষায় ডিভিনা কমেডিয়া (Divina Commedia)], যাকে ইতালীয় ভাষার শ্রেষ্ঠ কাব্য বলে অভিহিত করা হয়। এই কাব্যে মধ্যযুগীয় জীবনযাপনের সমালোচনা, প্রেম, ভালোবাসা, প্রাকৃতিক ঘটনা, স্বদেশপ্রীতি এবং স্বাধীন ও ঐক্যবদ্ধ ইটালির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। ডিভাইন কমেডি কাব্যটি তিনটি ভাগে বিভক্ত, যথা- ইনফারনো (Inferno), পারগেটরি (Purgatory) এবং প্যারাডাইস (Paradise)।
(3) অন্যান্য রচনা: দান্তের অন্যান্য গুরুত্বপূর্ণ রচনাগুলি হল লা ভিটা নুওভা (La Vita Nuova), কনভিভিয়ো (Convivio), ডে মোনার্কিয়া (De Monarchia) ইত্যাদি।
মূল্যায়ন
সমকালীন ইটালির রাজনৈতিক অস্থিরতা দান্তে মেনে নিতে পারেননি। তিনিও অ্যারিস্টটলের মতোই বিশ্বাস করতেন যে, Reason বা যুক্তি হল মানুষের সবচেয়ে বড়ো শক্তি এবং সেই শক্তির প্রয়োগের জন্য দরকার শান্তি ও শৃঙ্খলা। আধুনিক ইতালীয় ভাষা ও সাহিত্যচর্চাকে নতুন গতি প্রদান করেন বলে দান্তেকে ‘ইতালীয় নবজাগরণের অগ্রদূত’ বলা হয়।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর