বাল্মীকি রামায়ণ MCQ 1st Semester একাদশ শ্রেণি সংস্কৃত
বাল্মীকি রামায়ণ MCQ 1st Semester একাদশ শ্রেণি সংস্কৃত
1. আদিকবি কে?
বাল্মীকি
বেদব্যাস
পাণিনি
কালিদাস
2. ‘রামায়ণ’-এর রচয়িতা কে?
কালিদাস
বেদব্যাস
বাল্মীকি
কুমারদাস
3. রামায়ণে মোট কাণ্ড সংখ্যা কটি?
৫টি
৭টি
৬টি
৮টি
4. রামায়ণের নায়ক কে?
রাবণ
রামচন্দ্র
লক্ষ্মণ
হনুমান
5. রামচন্দ্রের রাজ্যের রাজধানী কোথায়?
পাটলিপুত্র
অযোধ্যা
উজ্জয়িনী
6. সীতা কোন্ রাজার কন্যা?
রাজা জনক
রাজা দিলীপ
রাজবাহন
রাজা উদয়ন
7. রাজা দশরথ কোন্ বংশের রাজা ছিলেন?
চন্দ্রবংশ
ইক্ষাকুবংশ
যদুবংশ
মৌর্যবংশ
8. রাজা দশরথের সন্তান নন-
রামচন্দ্র
শত্রুঘ্ন
ভরত
ঘটোৎকচ
9. রামায়ণের কোন্ কাণ্ডে রামচন্দ্র ১৪ বছরের জন্য বনবাসে গেলেন?
অরণ্যকাণ্ড
সুন্দরকাণ্ড
কিষ্কিন্ধাকাণ্ড
অযোধ্যাকাণ্ড
বাল্মীকি রামায়ণ MCQ 1st Semester একাদশ শ্রেণি সংস্কৃত
10. ‘বিরাধ’ রাক্ষসের বধ হয়েছিল রামায়ণের কোন্ কাণ্ডে?
অরণ্যকাণ্ড
উত্তরকাণ্ড
বালকাণ্ড
যুদ্ধকাণ্ড
11. শূর্পণখা কে ছিলেন?
রামচন্দ্রের বোন
রাবণের বোন
মন্দোদরীর বোন
দশরথের বোন
12. সীতাকে কে অপহরণ করেন?
রাক্ষস মারীচ
বানররাজ বালি
জটায়ু
রাক্ষসরাজ রাবণ
13. রামায়ণের কোন্ কাণ্ডে হনুমান সীতাকে খুঁজে পান?
সুন্দরকাণ্ড
উত্তরকাণ্ড
কিষ্কিন্ধাকাণ্ড
অরণ্যকাণ্ড
14. সীতার অগ্নিপরীক্ষার বর্ণনা রামায়ণের কোন্ কাণ্ডে পাওয়া যায়?
যুদ্ধকাণ্ড
উত্তরকাণ্ড
অরণ্যকাণ্ড
অযোধ্যাকাণ্ড
15. রামায়ণের কোন্ কাণ্ডে মনোরম বর্ষার বর্ণনা পাওয়া যায়?
বালকাণ্ড
অযোধ্যাকাণ্ড
অরণ্যকাণ্ড
কিষ্কিন্ধাকাণ্ড
16. রামায়ণের কোন কান্ডে হরধনু ভঙ্গের বর্ণনা আছে?
সুন্দরকাণ্ড
অরণ্যকাণ্ড
অযোধ্যাকাণ্ড
বালকাণ্ড
17. রামায়ণের কোন্ কাণ্ডে বালিবধের বর্ণনা পাওয়া যায়?
কিষ্কিন্ধাকাণ্ড
সুন্দরকাণ্ড
অরণ্যকাণ্ড
অযোধ্যাকাণ্ড
18. রামায়ণে কাহিনি অবলম্বন করে কালিদাস কোন্ কাব্যগ্রন্থ রচনা করেন?
জানকীহরণম্
অভিজ্ঞানশকুন্তলম্
রঘুবংশম্
ভট্টিকাব্যম্
19. বাল্মীকি রামায়ণের শ্লোকসংখ্যা কত?
প্রায় ১ লাখ
প্রায় ২৪ হাজার
প্রায় ৫০ হাজার
প্রায় ১০ হাজার
বাল্মীকি রামায়ণ MCQ 1st Semester একাদশ শ্রেণি সংস্কৃত
20. তামিল ভাষায় রচিত রামায়ণটির নাম-
তোরবেয় রামায়ণ
কৃত্তিবাসী রামায়ণ
কিম্ব রামায়ণ
রামচরিতমানস
21. রামায়ণের যে দুটি কান্ডকে প্রক্ষিপ্ত বলে মনে করা হয়, সেগুলি হল
প্রথম ও দ্বিতীয় কাণ্ড
চতুর্থ ও সপ্তম কাণ্ড
দ্বিতীয় ও চতুর্থ কাণ্ড
প্রথম ও সপ্তম কাণ্ড
22. “মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ”-এই শ্লোকাংশটির রচনাকার-
মহাকবি কালিদাস
গীতিকবি জয়দেব
মহাকবি ব্যাসদেব
মহাকবি বাল্মীকি
23. বালিদ্বীপে প্রাপ্ত রামায়ণে যে কান্ড অনুপস্থিত, সেটি হল-
চতুর্থ কাণ্ড
ষষ্ঠ কাণ্ড
পঞ্চম কাণ্ড
সপ্তম কাণ্ড
24. রামায়ণের যে কান্ডে কৈকেয়ী রাজা দশরথের কাছ থেকে দুটি বর চেয়েছিলেন, সেটি হল-
আদিকাণ্ড
অরণ্যকাণ্ড
অযোধ্যাকাণ্ড
কিষ্কিন্ধ্যাকাণ্ড
25. রামায়ণের যে কাণ্ডে লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করেছিলেন, সেটি হল-
আদিকাণ্ড
অরণ্যকাণ্ড
অযোধ্যাকাণ্ড
কিষ্কিন্ধ্যাকাণ্ড
26. রামায়ণের যে কান্ডে হনুমান লঙ্কায় সীতার দর্শন পেয়েছিলেন, সেটি হল-
কিষ্কিন্ধ্যাকাণ্ড
লঙ্কাকাণ্ড
সুন্দরকাণ্ড
উত্তরকাণ্ড
27. নীচের যে কাব্যটি রামায়ণের দ্বারা প্রভাবিত নয়, সেটি হল-
মালতীমাধব
জানকীহরণ
অনর্ঘরাঘব
ভট্টিকাব্য
28. রামায়ণকে উপজীব্য করে লেখা নীচের যে কাব্যটি কবি কুমারদাসের রচনা, সেটি হল-
মহাবীরচরিত
রাবণবধ
রঘুবংশ
জানকীহরণ
29. রামায়ণকে উপজীব্য করে লেখা নীচের যে কাব্যটি কবি ভবভূতির রচনা, সেটি হল-
মহাবীরচরিত
রাবণবধ
রঘুবংশ
জানকীহরণ
30. রামায়ণকে উপজীব্য করে লেখা নীচের যে কাব্যটি কবি কালিদাসের রচনা, সেটি হল-
মহাবীরচরিত
রাবণবধ
রঘুবংশ
জানকীহরণ
বাল্মীকি রামায়ণ MCQ 1st Semester একাদশ শ্রেণি সংস্কৃত
31. রামায়ণকে উপজীব্য করে লেখা নীচের যে কাব্যটি কবি ভট্টির রচনা, সেটি হল-
মহাবীরচরিত
রাবণবধ
রঘুবংশ
জানকীহরণ
32. রামায়ণকে উপজীব্য করে লেখা নীচের যে কাব্যটি প্রাকৃত ভাষায় রচিত, সেটি হল-
প্রবরসেনের সেতুবন্ধ
ভোজের রামায়ণচম্পু
রাজশেখরের বালরামায়ণ
জয়দেবের প্রসন্নরাঘব
33. বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত নাটক হল-
রঘুবংশ
জানকীহরণ
রামায়ণমঞ্জরী
উত্তররামচরিত
34. বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত কাব্য হল-
অনর্ঘরাঘব
প্রসন্নরাঘব
রঘুবংশ
রামায়ণচম্পূ
35. বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত চম্পু হল-
অনর্ঘরাঘব
যশস্তিলকচম্পু
রামায়ণচম্পূ
প্রসন্নরাঘব
36. বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত নাটক হল-
অভিষেক নাটক
জানকীহরণ
ভট্টিকাব্য
রঘুবংশ
37. বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত কাব্য হল-
জানকীহরণ
উত্তররামচরিত
প্রসন্নরাঘব
মহাবীরচরিত
38. সুন্দর একটি বর্ষাবর্ণনা আছে বাল্মীকি রামায়ণের-
বাল কাণ্ডে
অরণ্য কাণ্ডে
অযোধ্যা কান্ডে
কিষ্কিন্ধ্যা কান্ডে
39. মামার বাড়ি থেকে ভরতের অযোধ্যায় ফিরে আসার বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের-
আদি কান্ডে
অরণ্য কাণ্ডে
অযোধ্যা কান্ডে
কিষ্কিন্ধ্যা কান্ডে
40. রামকে ফিরিয়ে আনার জন্য ভরতের চিত্রকুট পর্বতে যাওয়ার বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের-
অযোধ্যা কান্ডে
সুন্দর কান্ডে
অরণ্য কান্ডে
বাল কান্ডে
বাল্মীকি রামায়ণ MCQ 1st Semester একাদশ শ্রেণি সংস্কৃত
41. লক্ষ্মণের হাতে শূর্পণখার নাক-কান কাটা যাওয়ার বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের-
সুন্দর কান্ডে
আদি কান্ডে
অযোধ্যা কাণ্ডে
অরণ্য কাণ্ডে
42. রামচন্দ্রের সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপনের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের-
অযোধ্যা কান্ডে
কিষ্কিন্ধ্যা কান্ডে
অরণ্য কান্ডে
সুন্দর কান্ডে
43. বালী হত্যার বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের-
অযোধ্যা কান্ডে
লঙ্কা কাণ্ডে
সুন্দর কাণ্ডে
কিষ্কিন্ধ্যা কান্ডে
44. হনুমানের সমুদ্রলঙ্ঘনের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের-
অরণ্য কান্ডে
সুন্দর কাণ্ডে
লঙ্কা কাণ্ডে
উত্তর কান্ডে
45. হনুমানের দ্বারা সীতাকে রামের আংটি প্রদর্শনের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের-
অরণ্য কান্ডে
সুন্দর কাণ্ডে
লঙ্কা কাণ্ডে
উত্তর কান্ডে
46. রাবণের হাত থেকে সীতার উদ্ধারের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের-
অরণ্য কাণ্ডে
সুন্দর কান্ডে
লঙ্কা কাণ্ডে
উত্তর কান্ডে
47. বানরসৈন্যদের দ্বারা সেতুবন্ধনের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের-
উত্তর কান্ডে
সুন্দর কাণ্ডে
লঙ্কা কাণ্ডে
অযোধ্যা কাণ্ডে
48. বাল্মীকির আশ্রমে লব-কুশের জন্মের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের-
লঙ্কা কাণ্ডে
সুন্দর কান্ডে
উত্তর কান্ডে
অরণ্য কান্ডে
49. বাল্মীকি রামায়ণের শ্লোকসংখ্যা-
২০,০০০
২২,০০০
২৪,০০০
২৬,০০০
50. কন্নড় ভাষায় রচিত রামায়ণটির নাম-
রামচরিতমানস
কৃত্তিবাসী রামায়ণ
কম্ব রামায়ণ
তোরবেয় রামায়ণ
আরও পড়ুন – কৃপণঃ কপালী MCQ 1st Semester