ফ্রান্সে নবজাগরণের কী ধরনের প্রভাব পড়েছিল
নবজাগরণ-প্রসূত মানবতাবাদ বা মানবতাবাদী চেতনা বিভিন্ন শ্রেণির মানুষদের মাধ্যমে ইটালি থেকে উত্তর ইউরোপে সম্প্রসারিত হয়। ফ্রান্সেও এই মানবতাবাদী চেতনার স্ফূরণ দেখা যায় ফরাসি সাহিত্য- শিল্পকলা-স্থাপত্য ইত্যাদি নানান ক্ষেত্রে।
ফ্রান্সে নবজাগরণের প্রভাব
নবজাগরণের মাধ্যমে ফরাসি সাহিত্য, শিল্পকলা ও স্থাপত্য এক নবরূপ লাভ করে।
(1) সাহিত্য: দীর্ঘদিন ধরে ইটালির সঙ্গে ফ্রান্সের লড়াই চলেছে, কিন্তু তাতে সাহিত্যিক চিন্তাভাবনার আদানপ্রদান ব্যাহত হয়নি। সাহিত্যচর্চার ক্ষেত্রে সমকালীন যে দুজন সাহিত্যিক সর্বাধিক প্রভাব বিস্তার করেছিলেন, তাঁরা হলেন- রাবেলে ও মতেইন।
- ফ্রাঁসোয়া রাবেলে: নবজাগরণ পর্বে ফ্রান্সের জনপ্রিয় লেখক ও চিকিৎসক ছিলেন ফ্রাঁসোয়া রাবেলে (Francois Rabelais, আনুমানিক ১৪৮৩/ ১৪৯৪-১৫৫৩ খ্রি.)। তিনি একজন ধর্মযাজক হওয়া সত্ত্বেও সকলপ্রকার অন্ধবিশ্বাস, কুসংস্কার ও রক্ষণশীলতার বিরুদ্ধে সমালোচনায় মুখর হন। রাবেলের দুটি অসামান্য সৃষ্টি হল- গারগাটুয়া (Gargantua) এবং প্যান্টাগুয়েল (Pantagruel)। এই গ্রন্থ দুটিতে তিনি এমন এক মঠের কল্পনা করেছেন, যেখানে মানুষ কঠোর ধর্মীয় অনুশাসনের পরিবর্তে নিজ ইচ্ছানুযায়ী সৎ ও শান্তির জীবন কাটাতে পারে।
- মিশেল দ্য মাঁজইন: মিশেল দ্য মতেইন (Michel de Montaigne, ১৫৩৩-১৫৯২ খ্রি.) তাঁর একাধিক গবেষণাপত্র ও প্রবন্ধে আত্মানুসন্ধান ও আত্মবীক্ষণের কথা বলেছেন। স্বাধীন ও বলিষ্ঠ লেখনীর জন্য মতেইন-এর বিশেষ খ্যাতি ছিল।
(2) শিল্প-স্থাপত্য: আলোচ্য পর্বে ফরাসি স্থাপত্য মিশেল দ্য মতেইন ও চিত্রকলার উপর ইটালি এবং ফ্লাঁদরের প্রভাব পরিলক্ষিত হয়। প্রাথমিকভাবে ফ্রান্সে শৈল্পিক পরিবর্তনগুলি প্রায়শই ফ্লেমিশ ও ইতালীয় শিল্পীদের দ্বারা পরিচালিত হয়েছিল। স্থাপত্যের ক্ষেত্রেও ফ্রান্সে এই সময় আঞ্চলিক স্থাপত্যরীতির বিকাশ ঘটেছিল। আলোচ্য পর্বে ফ্রান্সে বিভিন্ন ক্যাথিড্রাল, চার্চ, শ্যাটো (Châtean), সরকারি ভবন, প্রাসাদ এই নতুন রীতিতে গড়ে ওঠে। এই সময় জাঁ গাউজন (Jean Goujon), জার্মেইন পিলন (Germain Pilon), জাঁ ফুকুয়েট / ফউকুয়েট (Jean Fouquet) প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য ফরাসি রেনেসাঁ শিল্পী।
(3) সংগীত: রেনেসাঁ যুগের সংগীতে ফ্রান্সের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল চ্যানসন (Chanson)। চ্যানসন হল বৈচিত্র্যময় ধর্মনিরপেক্ষ এক ধরনের গান। পরিশেষে বলা যায়, ফ্রান্সে রেনেসাঁর প্রভাব সাহিত্য, শিল্পকলা, সংগীত প্রভৃতি নানাক্ষেত্রে লক্ষ করা যায়। তবে এক্ষেত্রে নবজাগরণের প্রসারে আঞ্চলিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর