পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর | Class 12 History 3rd Semester 1st Chapter MCQ Exclusive Answer

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে Unit – 1 প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় ও তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন এই তিনটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আবর Unit – 2 চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং পঞ্চম অধ্যায় : সাম্রাজ্যবাদ ও ওপনিবেশিক নিয়ন্ত্রনের যন্ত্রাদি এই দুটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আজকের এই প্রশ্নোত্তর পর্বে প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু MCQ তুলে ধরা হল।

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর
পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর

১। কোন্ সময়কালের মধ্যে বার্নিয়ের ভ্রমণবৃত্তান্তের ফরাসি, ইংরেজি ও ডাচ সংস্করণ প্রকাশিত হয়েছিল?
(ক) ১৬৭০-১৭২৫ খ্রিস্টাব্দ
(খ) ১৮৩০-১৮৪০ খ্রিস্টাব্দ
(গ) ১৬৭০-১৬৭২ খ্রিস্টাব্দ
(ঘ) ১৬৭৫-১৬৯৫ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (গ) ১৬৭০-১৬৭২ খ্রিস্টাব্দ

২। কোন্ ভাষায় ১৬৮৪ খ্রিস্টাব্দ নাগাদ বার্নিয়ের ভ্রমণবৃত্তান্ত ৩ বার পুনর্মুদ্রিত হয়েছিল?
(ক) ডাচ
(খ) ফরাসি
(গ) বাংলা
(ঘ) ইংরেজি।
উত্তরঃ (ঘ) ইংরেজি।

৩। কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে বার্নিয়ের ভ্রমণবিবরণীর ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয়?
(ক) ১৮৩০ খ্রিস্টাব্দ
(খ) ১৮২৬ খ্রিস্টাব্দ
(গ) ১৮০০ খ্রিস্টাব্দ
(ঘ) ১৮৪০ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (খ) ১৮২৬ খ্রিস্টাব্দ

৪। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ভারতের পরিস্থিতিকে ইউরোপের, বিশেষভাবে ফরাসি সম্রাট চতুর্দশ লুই-এর শাসনকালের সঙ্গে তুলনা করে বিশ্লেষণ করেছেন?
(ক) ডমিঙ্গো পায়েজ
(খ) এডওয়ার্ড টেরি
(গ) ফ্রাঁসোয়া বার্নিয়ে
(ঘ) ইবন বতুতা।
উত্তরঃ (গ) ফ্রাঁসোয়া বার্নিয়ে

৫। কত খ্রিস্টাব্দ নাগাদ ফ্রাঁসোয়া বার্নিয়ে সুরাট বন্দরে পৌঁছান?
(ক) ১৬৫৪ খ্রিস্টাব্দ
(খ) ১৬৫৮ খ্রিস্টাব্দ (মতান্তরে ১৬৫৯ খ্রিস্টাব্দ)
(গ) ১৬৬৩ খ্রিস্টাব্দ (মতান্তরে ১৬৬৫ খ্রিস্টাব্দ)
(ঘ) ১৬৭০ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (খ) ১৬৫৮ খ্রিস্টাব্দ (মতান্তরে ১৬৫৯ খ্রিস্টাব্দ)

৬। দেওরাই-এর যুদ্ধে কে পরাজিত হন?
(ক) মুরাদ
(খ) সুজা
(গ) দারাশুকোহ
(ঘ) জাহাঙ্গির।
উত্তরঃ (গ) দারাশুকোহ ✓

৭। কোন্ স্থানে ফ্রান্সের পর্যটক বার্নিয়ের সঙ্গে শাহজাদা দারার সাক্ষাৎ ঘটে?
(ক) কাশ্মীর
(খ) গোলকোন্ডা
(গ) হায়দরাবাদ
(ঘ) আহমেদাবাদ।
উত্তরঃ (ঘ) আহমেদাবাদ। ✓

৮। বার্নিয়ে ডাকাতদলের হাতে পড়ে নিঃস্ব অবস্থায় কোন্ মুঘল সম্রাটের অধীনে চিকিৎসকের চাকুরি গ্রহণ করেছিলেন?
(ক) হুমায়ুন
(খ) আকবর
(গ) জাহাঙ্গির
(ঘ) ঔরঙ্গজেব।
উত্তরঃ (ঘ) ঔরঙ্গজেব। ✓

৯। নিম্নলিখিতদের মধ্যে ঔরঙ্গজেবের দরবারের কোন্ অভিজাত-র অধীনে বার্নিয়ে চাকুরি গ্রহণ করেছিলেন?
(ক) দানিশমন্দ খান
(খ) মানসিংহ
(গ) বেবাদল খান
(ঘ) টোডরমল।
উত্তরঃ (ক) দানিশমন্দ খান ✓

১০। কোন মুঘল সম্রাটের রাজত্বকালে সুবাদারা দানিশমন্দ খান শাহজাহানাবাদের পদে নিযুক্ত হয়েছিলেন?
(ক) শাহ জাহান
(খ) ঔরঙ্গজেব
(গ) আকবর
(ঘ) বাহাদুর শাহ।
উত্তরঃ (খ) ঔরঙ্গজেব ✓

১১। কোন্ বিশিষ্ট মুঘল অভিজাতকে বার্নিয়ে ‘আগা’ বলে সম্বোধন করতেন?
(ক) আলিকুলি বেগ
(খ) টোডরমল
(গ) দানিশমন্দ খান
(ঘ) সাদাৎ আলি খান।
উত্তরঃ (গ) দানিশমন্দ খান ✓

১২। কোন্ বিশিষ্ট পর্যটক বলেছেন- ‘কেবল তৈমুরবংশীয়দেরই নয়, মুঘল বলতে যে-কোনো ইসলামধর্মী বিদেশি শ্বেতাঙ্গকেই বোঝানো হয়ে থাকে?’
(ক) নিকোলো কন্টি
(খ) ফ্রাঁসোয়া বার্নিয়ে
(গ) উইলিয়ম হকিন্স
(ঘ) ফারনাও নুনিজ।
উত্তরঃ (খ) ফ্রাঁসোয়া বার্নিয়ে ✓

১৩। বার্নিয়ের বর্ণনা অনুযায়ী, মুঘল সাম্রাজ্যে আমখাসের উৎসবের তৃতীয় দিনে যে দাঁড়িপাল্লায় মুঘল সম্রাট ও তাঁর আমির-ওমরাহগণ নিজেদের ওজন করাতেন তা কীসের দ্বারা নির্মিত হত?
(ক) হিরে
(খ) মুক্তো
(গ) সোনা
(ঘ) রুপো।
উত্তরঃ (গ) সোনা ✓

১৪। বার্নিয়ের মতানুযায়ী, মুঘল সেনাবাহিনীতে গোলন্দাজ বাহিনী কটি ভাগে বিভক্ত ছিল?
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ২টি
(ঘ) ৩টি।
উত্তরঃ (গ) ২টি ✓

১৫। মুঘল সৈন্যবাহিনীর মধ্যে কারা বেশি বেতন পেতেন? বলে বার্নিয়ে অভিমত প্রকাশ করেছেন?
(ক) অশ্বারোহী বাহিনীর সৈন্যগণ
(খ) হস্তিবাহিনী
(গ) গোলন্দাজ বাহিনীর সৈন্যগণ
(ঘ) রথারোহীগণ।
উত্তরঃ (গ) গোলন্দাজ বাহিনীর সৈন্যগণ ✓

১৬। আমির-ওমরাহ থেকে শুরু করে সাধারণ সৈনিকগণ কত সময় অন্তর বেতন পেতেন বলে বার্নিয়ে জানিয়েছেন?
(ক) ১০ দিন
(খ) ১ মাস
(গ) ২ মাস
(ঘ) ১ বছর।
উত্তরঃ (গ) ২ মাস ✓

১৭। ‘সোনারুপো পৃথিবীর অন্যান্য সব জায়গা ঘুরে শেষপর্যন্ত হিন্দুস্থানে এসে পৌঁছোয় এবং হিন্দুস্থানের গুপ্ত গহ্বরে অন্তর্ধান করে যায়।’- কে বলেছেন?
(ক) আবদুর রজ্জাক
(খ) ইবন বতুতা
(গ) জমিঙ্গো পায়েজ
(ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ে।
উত্তরঃ (ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ে। ✓

১৮। মুঘল স্থাপত্যকীর্তিগুলির মধ্যে কোন্টিকে বার্নিয়ে এক ‘বিস্ময়কর কীর্তি’ বলে অভিহিত করেছেন?
(ক) সেকেন্দ্রায় আকবরের সমাধিক্ষেত্র
(খ) আগ্রা দুর্গ
(গ) তাজমহল
(ঘ) ফতেপুর সিকরি।
উত্তরঃ (গ) তাজমহল ✓

১৯। কোন্ বিশ্বখ্যাত স্থাপত্যকর্মের থেকে আগ্রার তাজমহল বার্নিয়ের চোখে এক অভূতপূর্ব কীর্তিরূপে ধরা পড়েছিল?
(ক) মিশরের পিরামিড
(গ) কলোসিয়াম
(খ) চিনের প্রাচীর
(ঘ) ভাল দে গ্রেস।
উত্তরঃ (ক) মিশরের পিরামিড

২০। নিম্নলিখিত স্থাপত্যকর্মগুলির মধ্যে কোন্টি আকবরের রাজত্বকালে শুরু হলেও তা সম্পূর্ণ করেন জাহাঙ্গির?
(ক) তাজমহল
(খ) খাসমহল
(গ) কুতুবমিনার
(ঘ) আকবরের সমাধি।
উত্তরঃ (ঘ) আকবরের সমাধি। ✓

২১। মুঘল যুগে মধ্যবিত্ত শ্রেণির অস্তিত্ব স্বীকার করেননি-
(ক) মার্কো পোলো
(খ) অল-মাসুদি
(গ) বার্নিয়ে
(ঘ) ঔরঙ্গাবাদ।
উত্তরঃ (গ) বার্নিয়ে ✓

২২। ‘দিল্লির শিল্পীগণ ইউরোপের শিল্পপণ্য এমনভাবে অনুকরণ করে যে দুটি পণ্য পাশাপাশি রাখলে আসল-নকলের পার্থক্য করা কঠিন’-দিল্লির শিল্পীও কারিগরদের সম্পর্কে এরূপ অভিমত প্রকাশ করেছেন কোন্ পর্যটক?
(ক) জাঁ দ্য তেভ্যনো
(খ) স্যার টমাস রো
(গ) র‍্যালফ ফিচ
(ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ে।
উত্তরঃ (ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ে। ✓

২৩। বার্নিয়ের বর্ণনা অনুযায়ী, আগ্রায় কাদের একটি প্রতিষ্ঠান ও চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল?
(ক) অ্যাংলিকান
(খ) অ্যানাব্যাপটিস্ট
(গ) প্রেসবিটারিয়ান
(ঘ) জেসুইট।
উত্তরঃ (ঘ) জেসুইট। ✓

২৪। ফ্রাঁসোয়া বার্নিয়ে কোন্ মুঘল সম্রাটের সঙ্গী হিসেবে ১৬৬৪ খ্রিস্টাব্দে কাশ্মীর ভ্রমণ করেছিলেন?
(ক) জাহাঙ্গির
(খ) আকবর
(গ) ঔরঙ্গজেব
(ঘ) শাহ জাহান।
উত্তরঃ (গ) ঔরঙ্গজেব ✓

২৫। ……আমি কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ। এ সৌন্দর্য আমার কল্পনাতীত।’ কে বলেছেন?
(ক) নিকিতিন
(খ) বার্নিয়ে
(গ) বারবোসা
(ঘ) আবদুর রজ্জাক।
উত্তরঃ (খ) বার্নিয়ে ✓

২৬। বার্নিয়ের বাংলােেদশ অভিমুখে যাত্রার সময়ে কোন্ বিশিষ্ট পর্যটক রাজমহল পর্যন্ত তাঁর সঙ্গী হয়েছিলেন?
(ক) জেমেল্লি কারেরি
(খ) উইলিয়ম হকিন্স
(গ) মানুচ্চি
(ঘ) তাভার্নিয়ে।
উত্তরঃ (ঘ) তাভার্নিয়ে। ✓

২৭। বার্নিয়ের বিবরণ অনুযায়ী, বাংলাদেশে কোন্ শস্য প্রচুর পরিমাণে উৎপাদিত হত?
(ক) ধান
(খ) মিলেট
(গ) ভুট্টা
(ঘ) গম।
উত্তরঃ (ক) ধান ✓

২৮। বার্নিয়ের ভারতভ্রমণ কালে বাংলার যে শিল্পটি সবচেয়ে উন্নত ও গুরুত্বপূর্ণ ছিল, সেটি হল-
(ক) কয়লা শিল্প
(গ) সুতি ও রেশম শিল্প
(খ) মৃৎশিল্প
(ঘ) লৌহ-ইস্পাত শিল্প।
উত্তরঃ (গ) সুতি ও রেশম শিল্প ✓

২৯। কাদের আক্রমণে গঙ্গার মোহানায় অবস্থিত বহু দ্বীপ জনমানবশূন্য হয়েছিল বলে বার্নিয়ে উল্লেখ করেছেন?
(ক) বর্গিদের আক্রমণে
(খ) আরাকান জলদস্যুদের আক্রমণে
(গ) বিজাপুর বাহিনীর আক্রমণে
(ঘ) ব্রিটিশদের আক্রমণে।
উত্তরঃ (খ) আরাকান জলদস্যুদের আক্রমণে ✓

৩০। ‘মুঘল ভারতে জমির উপর মালিকানা ছিল একমাত্র সম্রাটের। কোনোরূপ ব্যক্তিমালিকানা স্বীকৃক্ত ছিল না।’- কোন্ বিদেশি পর্যটকের বর্ণনায় এরূপ বক্তব্য পাওয়া যায়?
(ক) মার্কো পোলো
(খ) অল-মাসুদি
(গ) ইবন বতুতা
(ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ে।
উত্তরঃ (ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ে। ✓

৩১। ফ্রাঁসোয়া বানিয়ে ভারতীয় কৃষি ও কৃষকদের করুণ অবস্থার জন্য দায়ী করেছেন-
(ক) সমস্ত জমির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে
(খ) কৃষকদের বেকারত্বকে
(গ) কৃষকদের হাতে স্বল্পসংখ্যক জমিকে
(ঘ) শাসকদের মূল্যবোধের অভাবকে।
উত্তরঃ (ক) সমস্ত জমির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে ✓

৩২। ‘হিন্দুস্থানে ফ্রান্সের মতো কোনও পার্লামেন্ট বা বিচারালয় ছিল না, যেখানে নিপীড়িত কৃষক, কারিগর কিংবা ব্যবসায়ীরা অভিযোগ জানাতে পারে।’- কোন্ বিদেশি পর্যটকের লেখা থেকে একথা জানা যায়?
(ক) নিকোলো কন্টি
(খ) ডমিঙ্গো পায়েজ
(গ) তাভার্নিয়ে
(ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ে।
উত্তরঃ (ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ে। ✓

৩৩। মুঘল যুগের সমাজব্যবস্থায় ‘সতীদাহ’-এর মতো অমানবিক প্রথার বিবরণ পাওয়া যায় নিম্নলিখিত কোন্ পর্যটকের বর্ণনায়?
(ক) আবদুর রজ্জাক
(খ) বার্নিয়ে
(গ) মার্কো পোলো
(ঘ) ইবন বতুতা।
উত্তরঃ (খ) বার্নিয়ে ✓

৩৪। কোন্‌ স্থানকে বার্নিয়ে ‘ভারতবর্ষের এথেন্স’ বলে তাঁর বিবরণীতে উল্লেখ করেছেন?
(ক) বারাণসী
(খ) শান্তিপুর
(গ) আগ্রা
(ঘ) গোলকোন্ডা।
উত্তরঃ (ক) বারাণসী ✓

৩৫। ঈশ্বরের সঙ্গে যোগাযোগের পদ্ধতি জানা সাধুদের বার্নিয়ে কী নামে অভিহিত করেছেন?
(ক) সহজিয়া
(খ) যোগী
(গ) দরবেশ
(ঘ) বৌদ্ধ।
উত্তরঃ (খ) যোগী ✓

৩৬। কত খ্রিস্টাব্দ নাগাদ দিল্লিতে অবস্থানকালে বার্নিয়ে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছিলেন?
(ক) ১৬৫৪ খ্রিস্টাব্দ
(খ) ১৬৬২ খ্রিস্টাব্দ
(গ) ১৬৬৬ খ্রিস্টাব্দ
(ঘ) ১৬৭০ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (গ) ১৬৬৬ খ্রিস্টাব্দ ✓

৩৭। কোন্ পর্বতের পশ্চাদ্ভাগে সূর্যদেবতা বিশ্রাম নিলে রাত্রি নামে বলে হিন্দু জ্যোতিষীরা ব্যাখ্যা দেন?
(ক) ‘কৈলাস
(খ) সুমেরু
(গ) নীলগিরি
(ঘ) আরাবল্লি।
উত্তরঃ (খ) সুমেরু ✓

৩৮। কোথায় অবস্থানকালে বার্নিয়ে মুঘল সম্রাট শাহ জাহানের মৃত্যুসংবাদ লাভ করেছিলেন?
(ক) কাশ্মীর
(খ) বিজাপুর
(গ) সুরাট
(ঘ) গোলকোন্ডা।
উত্তরঃ (ঘ) গোলকোন্ডা। ✓

৩৯। সুরাট থেকে ফ্রান্সে প্রত্যাবর্তনের সময় কোন্ বিশিষ্ট পর্যটকের সঙ্গে বার্নিয়ের সাক্ষাৎ ঘটেছিল?
(ক) কোলবার্ট
(খ) শাঁর্দা
(গ) র‍্যালফ ফিচ
(ঘ) তাভার্নিয়ে।
উত্তরঃ (খ) শাঁর্দা ✓

৪০। কত খ্রিস্টাব্দে ফ্রাঁসোয়া বার্নিয়ে ফ্রান্সের মার্শাই / মার্সেই বন্দরে উপস্থিত হয়েছিলেন?
(ক) ১৬৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৬৬৬ খ্রিস্টাব্দে
(গ) ১৬৬৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৬৮০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৬৬৯ খ্রিস্টাব্দে ✓

আরও পড়ুন Link
ছুটি গল্পের বড় প্রশ্ন উত্তর Click Here
তেলেনাপোতা আবিষ্কার বড় প্রশ্ন উত্তর Click Here
আগুন নাটকের বড়ো প্রশ্ন উত্তর Click Here

Leave a Comment