নবজাগরণ পর্বে ব্যক্তিস্বাতন্ত্র্য ও নাগরিক আদর্শ কীভাবে নারীদের প্রভাবিত করেছিল
নবজাগরণ পর্বে নারীদের উপর ব্যক্তিস্বাতন্ত্র্য ও নাগরিক আদর্শের প্রভাব
ইউরোপে নবজাগরণের সময় ব্যক্তিস্বাতন্ত্র্য ও নাগরিক আদর্শের ধারণার প্রসার ঘটেছিল। ব্যাপক হারে না হলে, এই ধারণা নারীদের উপর বিভিন্ন প্রভাব ফেলেছিল।
(1) শিক্ষাগ্রহণে আগ্রহ: নবজাগরণ-প্রসূত মানবতাবাদী শিক্ষা থেকে নারীর অবস্থান ছিল বহুদূরে। তবে এই পরিস্থিতির মধ্যেও ভেনিস শহরের অভিজাত পরিবারের রমণীগণ গ্রিক ও ল্যাটিন সাহিত্যে পাণ্ডিত্য অর্জন করেন। গণিতশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র ও কৃষিবিদ্যাতে পারদর্শী হয়ে উঠেছিলেন লরা সিরেতা। মান্ডুয়া রাজ্যের শাসকের পত্নী ইসাবেলা দ্য এস্তে ছিলেন ধ্রুপদি শিক্ষায় শিক্ষিত এবং শিল্পকলা, নৃত্য ও সংগীতে পারদর্শী। ইসোত্তা নোগারোলা পুরুষশাসিত সমাজের বিদ্রুপ উপেক্ষা করে উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন।
(2) ব্যক্তিস্বাতন্ত্র্য: নবজাগরণের সময়, ব্যক্তিস্বাতন্ত্র্য বা Individualism ধারণাটি বিকশিত হয়, যেখানে ব্যক্তি নিজস্ব ক্ষমতা ও মূল্যবোধের উপর গুরুত্ব দিতে শুরু করে। রেনেসাঁ যুগের মানবতাবাদী নারী ইসোত্তা নোগারোলা ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী ধারণায় উদ্বুদ্ধ হয়ে সমাজে প্রচলিত নারীবিদ্বেষ, পুরুষশাসিত সমাজের অসহনশীলতা, ধর্মীয় বিধানের অযৌক্তিকতার বিরুদ্ধাচরণ করেন। কাসান্দ্রা স্পষ্ট ভাষায় নারীর ইচ্ছার উপর পুরুষের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার সমালোচনা করেছিলেন। আবার ইসাবেলা দ্য এস্তে নারীর মর্যাদা ও অধিকার বৃদ্ধির পক্ষে সোচ্চার হয়েছিলেন।
(3) নাগরিক আদর্শ সম্বন্ধে ধারণা: রেনেসাঁ যুগে নাগরিক অধিকার, নাগরিক আদর্শ নিয়ে যখন মানবতাবাদীরা সোচ্চার তখন নারীদের স্বাধীন নাগরিক হিসেবে গণ্য করা হত না। পুরুষসমাজের নারীদের প্রতি এই অসহনশীলতার বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছিলেন ইসোত্তা নোগারোলা। কাসান্দ্রা ফেডেল, শিক্ষিত নারীর জন্য সমাজে কোনও পুরস্কার বা সম্মানের সুযোগ নেই বলে সোচ্চার হয়েছিলেন। নবজাগরণের যুগে উত্তরণের পরও নারীসমাজের প্রতি পুরুষসমাজ নাগরিক আদর্শ প্রদর্শনে অনীহা দেখিয়েছে। যার ফলে বৈধব্য যন্ত্রণা সহ্য করেও ভাষাচর্চা ও লেখালেখি চালিয়ে যাওয়া লরা সিরেতাকে নানা ব্যঙ্গবিদ্রুপ সহ্য করতে হয়েছে।
(4) নানা ক্ষেত্রে নারীর উত্তরণ: সমাজে বাধার সম্মুখীন হয়েও নারীরা হার মানেননি। সিস্টার প্লাতিল্লা নেল্লি হয়ে উঠেছিলেন রেনেসাঁ যুগের প্রথম মহিলা চিত্রশিল্পী। ভেরোনিকা ফ্রাঙ্কো গীতিকবিতা রচনায় পারদর্শিতা দেখান। ষোড়শ শতাব্দীর শেষের দিকে রাষ্ট্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রথম এলিজাবেথ, মেরি টিউডর প্রমুখ নারীগণ।
মূল্যায়ন
পরিশেষে একথা বলাই যায় রেনেসাঁ-প্রসূত মানবতাবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ও নাগরিক আদর্শের ধারণাগুলি নারীসমাজকে অন্দরমহল থেকে বর্হিজগৎ-এ নিয়ে আসে। তাঁরাও হয়ে ওঠে যুক্তিবাদী। তাই পরবর্তীকালে ভ্রান্ত ধর্মীয় বিধান বা পুরুষের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার মতো সংকীর্ণ আদর্শবাদের বিরোধিতা করেছিলেন তাঁরা।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর