নবজাগরণের সময়ে ভাস্কর্য ক্ষেত্রে কী ধরনের সাংস্কৃতিক পরিবর্তন ঘটে

নবজাগরণের সময়ে ভাস্কর্য ক্ষেত্রে কী ধরনের সাংস্কৃতিক পরিবর্তন ঘটে

নবজাগরণের সময়ে ভাস্কর্য ক্ষেত্রে কী ধরনের সাংস্কৃতিক পরিবর্তন ঘটে
নবজাগরণের সময়ে ভাস্কর্য ক্ষেত্রে কী ধরনের সাংস্কৃতিক পরিবর্তন ঘটে

নবজাগরণের সময়ে ভাস্কর্য ক্ষেত্রে পরিবর্তনসমূহ 

নবজাগরণ-প্রসূত মানবতাবাদী ভাবধারার প্রয়োগ স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা সর্বত্রই পরিলক্ষিত হয়। এর মধ্যে ভাস্কর্যের ক্ষেত্রে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে, যা মধ্যযুগের ভাস্কর্য থেকে নবজাগরণের ভাস্কর্যকে পৃথক করে তোলে।

(1) ধ্রুপদি যুগের প্রভাব: নবজাগরণ পর্বে ভাস্কর্য ক্ষেত্রে ধ্রুপদি যুগের প্রভাব লক্ষণীয়। এই সময় ভাস্কর্যে প্রাচীন গ্রিক ও রোমান পৌরাণিক কাহিনি, দেবতা এবং নায়কদের বিষয়বস্তু হিসেবে ব্যবহার করা হতে থাকে। প্রাচীন ভাস্কর্যের আদর্শ অনুসরণ করে মানবদেহের সৌন্দর্য এবং নিখুঁত অনুপাতের পুনরায় প্রয়োগ দেখা যায়।

(2) বাস্তববাদী উপস্থাপন: রেনেসাঁ ভাস্কর্যে মানবদেহের শারীরিক সৌন্দর্য এবং বাস্তববাদী উপস্থাপন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভাস্কর্যগুলিতে মানবদেহের সঠিক অনুপাত, পেশি এবং অঙ্গভঙ্গি নিখুঁদভাবে ফুটিয়ে তোলা হয়। তাছাড়া মানবিক ভাবাবেগ, যেমন-আনন্দ, দুঃখ, ভয়, প্রেম ইত্যাদি নিখুঁত অভিব্যক্তি ভাস্কর্যে প্রতিফলিত হতে থাকে।

(3) মার্বেল ও ব্রোঞ্জের ব্যবহার: আলোচ্য পর্বে ভাস্কর্যের ক্ষেত্রে মার্বেল ও ব্রোঞ্জের ব্যবহার এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পরিবর্তনকে নির্দেশ করে। এই উপাদানসমূহ ব্যবহারের ফলে ভাস্কর্যগুলির সূক্ষতা, উজ্জ্বলতা ও স্থায়িত্ব রক্ষা সম্ভবপর হয়। জার্মানি ও স্পেনে অবশ্য ভাস্কর্যের ক্ষেত্রে কাঠও ব্যবহার করা হত।

(4) ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ বিষয়বস্তু: রেনেসাঁ সময়কালে ধর্মীয় ভাস্কর্য অর্থাৎ প্রভু জিশু, মেরি ও অন্যান্য খ্রিস্টীয় সাধুদের যেমন বিভিন্ন ভাস্কর্য নির্মিত হয়েছিল, তেমনই পৌরাণিক কাহিনি অবলম্বনে, যথা- ডেভিড-সহ একাধিক ব্যক্তিমানুষের ভাস্কর্যও নির্মিত হতে থাকে। এর পাশাপাশি এই পর্বের ভাস্কররা প্রাণী, গাছপালা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের ভাস্কর্যও তৈরি করতেন।

(5) বিশেষ ভঙ্গির ব্যবহার: মানবদেহের গতিশীলতা ফুটিয়ে তোলার জন্য ধ্রুপদি যুগের অনুকরণে বিপরীতমুখী কনট্রাপোস্তো ভঙ্গির (Contrapposto) ব্যবহার দেখা যায় রেনেসাঁ যুগের ভাস্কর্যগুলিতে। ভাস্কযর্কে অনেক বেশি স্বচ্ছন্দ এবং নাটকীয় করার জন্য এই ভঙ্গির ব্যবহার করা হত।

মূল্যায়ন

নবজাগরণের সময়কালে ভাস্কর্যে মানবদেহের সৌন্দর্য, বাস্তবতা এবং মানবিক অভিব্যক্তি নতুনভাবে উঠে আসে। প্রাচীন গ্রিক ও রোমান শিল্প আদর্শের পুনর্জাগরণ, ব্যক্তিমানুষের স্বাধীনতা, প্রযুক্তিগত উৎকর্ষতার সমন্বয়ে সমকালীন ভাস্কর্যগুলি হয়ে উঠেছিল অনেক বেশি সাবলীল ও জীবন্ত। তাই এই সময়ের ভাস্কর্যগুলি শিল্পকলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment