ধর্মসংস্কার আন্দোলন বলতে কী বোঝো? খ্রিস্ট ধর্মের আদি সংস্কারক কারা ছিলেন?

ধর্মসংস্কার আন্দোলন বলতে কী বোঝো? খ্রিস্ট ধর্মের আদি সংস্কারক কারা ছিলেন

ধর্মসংস্কার আন্দোলন বলতে কী বোঝো? খ্রিস্ট ধর্মের আদি সংস্কারক কারা ছিলেন? 
ধর্মসংস্কার আন্দোলন বলতে কী বোঝো? খ্রিস্ট ধর্মের আদি সংস্কারক কারা ছিলেন?

ধর্মসংস্কার আন্দোলন

খ্রিস্টীয় পঞ্চদশ ও ষোড়শ শতকে নবজাগরণের আলোয় উদ্ভাসিত ইউরোপের সাহিত্য, শিল্প, বিজ্ঞানচর্চা ও ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে যেমন এক নবদিগন্ত উন্মোচিত হয়েছিল, ঠিক তেমনই খ্রিস্ট ধর্ম ও ধর্মপ্রতিষ্ঠানগুলির প্রকৃত রূপ সম্পর্কেও সৃষ্টি হয় এক আলোড়ন। আলোচ্য কালপর্বে ইউরোপে পোপ শাসিত ক্যাথলিক চার্চের দুর্নীতি ও অনাচার প্রবল হয়ে উঠলে রেনেসাঁ বা নবজাগরণের যুক্তিবাদী চেতনায় শিক্ষিত একদল মানুষ বিশুদ্ধ ধর্ম ও নৈতিক জীবনের লক্ষ্যে পোপ ও ক্যাথলিক গির্জার প্রাধান্য এবং যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। ধর্মের বিরুদ্ধে ধর্মের পথেই গড়ে তোলা এই আন্দোলন ধর্মসংস্কার আন্দোলন (Reformation Movement) নামে – পরিচিত। ধর্মযাজক ও অধ্যাপক মার্টিন লুথারের (Martin Luther) নেতৃত্বে ১৫২০-র দশকে জার্মানিতে এই আন্দোলন শুরু হয়। লুথারের ধর্মসংস্কার আন্দোলনই সাধারণভাবে প্রোটেস্ট্যান্ট আন্দোলন (Protestant Movement) নামে পরিচিত।

খ্রিস্ট ধর্মের আদি সংস্কারকগণ

মার্টিন লুথারের আগে থেকেই ইউরোপে কিছু চিন্তাবিদ ও সংস্কারক চার্চব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত  করেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন জন ওয়াইক্লিফ, জন হাস,  জিরোলামো সাভোনারোলা এবং ইরাসমাস

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment