ধর্মসংস্কার আন্দোলনের ধর্মীয় প্রভাব সম্পর্কে আলোচনা করো

ধর্মসংস্কার আন্দোলনের ধর্মীয় প্রভাব সম্পর্কে আলোচনা করো

অথবা, ইউরোপে ষোড়শ শতকে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উত্থান কি ক্যাথলিক চার্চের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল

ধর্মসংস্কার আন্দোলনের ধর্মীয় প্রভাব সম্পর্কে আলোচনা করো
ধর্মসংস্কার আন্দোলনের ধর্মীয় প্রভাব সম্পর্কে আলোচনা করো

ধর্মসংস্কার আন্দোলনের ধর্মীয় প্রভাবসমূহ

ইউরোপের ইতিহাসে ধর্মসংস্কার আন্দোলন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়রূপে পরিচিত। এই আন্দোলনের ধর্মীয় প্রভাব বা ফলাফলগুলি হল-

(1) খ্রিস্ট ধর্মে বিভাজন: ধর্মসংস্কার আন্দোলনের ফলে সমগ্র খ্রিস্টান জগৎ মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে যায়- ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট। এই সময় ফ্রান্স, পোর্তুগাল, ইটালি, স্পেন ইত্যাদি দেশগুলি রোমান ক্যাথলিক ধর্মের প্রতি অনুগত থাকলেও জার্মানি, সুইডেন, ডেনমার্ক, ইংল্যান্ড, স্কটল্যান্ডের জনগণ নব প্রচারিত প্রোটেস্ট্যান্ট মতবাদ গ্রহণ করে।

(2) পোপতন্ত্র ও চার্চব্যবস্থার প্রভাব হ্রাস: ধর্মসংস্কার আন্দোলনের জঠর থেকে যে প্রোটেস্ট্যান্ট মতবাদের উদ্ভব হয়েছিল, তার প্রভাবে ক্যাথলিক চার্চ ও পোপতন্ত্রের একক প্রাধান্য বিনষ্ট হয়। বিশ্বজনীন চার্চব্যবস্থার পতন ঘটে এবং স্বাধীন চার্চের উদ্ভব হয়। চার্চের প্রতি অন্ধ আনুগত্যের পরিবর্তে মানুষ যুক্তিবাদ, মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী হয়ে ওঠে। জয় হয় ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের।

(3) প্রতি-ধর্মসংস্কার আন্দোলনের সূচনা: নবোত্থিত প্রোটেস্ট্যান্টবাদের জনপ্রিয়তা বৃদ্ধি ক্যাথলিক ধর্মকে অনেকটা কোণঠাসা করে তুলেছিল। এমন পরিস্থিতিতে পরবর্তী পোপগণ ক্যাথলিক চার্চের ঐক্যরক্ষা, লুথার-ক্যালভিনপন্থীদের সম্প্রসারণ রোধ, আত্মশুদ্ধি চর্চা এবং যাজকদের ত্রুটিবিচ্যুতি দূর করতে উদ্যোগী হয়ে ওঠেন। ট্রেন্ট-এর ধর্মসভায় গৃহীত হয় সংস্কার কর্মসূচি, প্রতিষ্ঠিত হয় ইনকুইজিশন আদালত। সূত্রপাত ঘটে প্রতি-ধর্মসংস্কার আন্দোলনের।

বিবিধ মতাদর্শের উত্থান: রিফরমেশনের সূত্রে শুধুমাত্র লুথারবাদ, ক্যালভিনবাদেরই উত্থান ঘটেনি, অ্যানাব্যাপটিস্ট মতাদর্শ, জুইংলির মতাদর্শ, জেসুইটবাদ ইত্যাদিও তৎকালীন ধর্ম, সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বিবিধ সম্প্রদায় ও তাদের মতাদর্শের সহাবস্থান ঘটেছিল ইউরোপে।

মূল্যায়ন

পরিশেষে এটা বলাই যায় যে, আলোচ্য পর্বে ইউরোপে ক্যাথলিক চার্চগুলি যে পরিমাণ অনাচার, বিলাসব্যসন ও দুর্নীতিতে লিপ্ত ছিল, ধর্মসংস্কার আন্দোলন ছিল সেসবেরই সোচ্চার প্রতিবাদ। ইতিপূর্বে সপ্তম গ্রেগরির সংস্কারের প্রয়াস, লোলার্ডদের ধর্মীয় অভ্যুত্থান প্রভৃতি ঘটনার আনুষ্ঠানিক অন্তিম পর্ব ছিল এই আন্দোলন। বস্তুত, প্রোটেস্ট্যান্টদের উত্থান ক্যাথলিক চার্চব্যবস্থাকে ভাঙনের সম্মুখীন করেছিল। ঐতিহাসিক উইল ডুরান্ট-এর মতে, প্রোটেস্ট্যান্ট আন্দোলন ছিল ক্যাথলিক চার্চের কাছে একটি ধাক্কার মতো।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment