দ্বাদশ শতকের মধ্যভাগ থেকে ইউরোপে গথিক শিল্পের বিকাশ কীভাবে ঘটে
১০৯৫ খ্রিস্টাব্দে পোপের আহ্বানে শুরু হওয়া ক্রুসেড বা ধর্মযুদ্ধ দীর্ঘ দুশো বছর ধরে চলেছিল। ধর্মীয় উদ্দেশ্যে শুরু হলেও ক্রুসেডের প্রভাব ইউরোপের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিবেশেও দেখা যায়। ইউরোপের প্রচলিত স্থাপত্যরীতি ক্রুসেডের ফলে তার চরিত্র পরিবর্তন করে। দ্বাদশ শতক নাগাদ সেখানে মূলত চার্চকে কেন্দ্র করেই শিল্প- স্থাপত্যের বিকাশ ঘটতে থাকে। এই পর্বে স্থাপত্য বলতে বোঝানো হত গির্জার স্থাপত্যকেই।
ইউরোপে গথিক শিল্পের বিকাশ
মধ্যযুগে ইউরোপে দুটি পৃথক স্থাপত্যরীতির উদ্ভব ঘটতে দেখা যায়- রোমানেস্ক স্থাপত্যরীতি ও গথিক শিল্পরীতি।
(1) রোমানেস্ক স্থাপত্যরীতি: একাদশ শতক নাগাদ ক্লুনির সংস্কার আন্দোলনকালে এক নতুন ধরনের স্থাপত্যরীতির বিকাশ ঘটতে দেখা যায়, যা রোমানেস্ক স্থাপত্যরীতি (Romanesque Architecture) নামে পরিচিত। জাঁকজমকপূর্ণ এই স্থাপত্যশৈলীতে জানালার সংখ্যা ছিল কম ও আকৃতি ছিল ক্ষুদ্র। দেয়ালগুলি ছিল প্রশস্ত। ঘনসন্নিবিষ্ট স্তম্ভ ও গোলাকৃতির খিলান হল এই স্থাপত্যরীতির অন্যতম বৈশিষ্ট্য। দ্বাদশ শতাব্দীতে মানুষের চিন্তাজগতের পরিবর্তন এবং নির্মাণকাজে বাস্তব অসুবিধা, সর্বোপরি গথিক শিল্পরীতির বিকাশের সঙ্গে সঙ্গে এই স্থাপত্যরীতি বর্জিত হয়।
(2) গথিক স্থাপত্যশৈলীর সূচনা: সাধারণভাবে ১১৫০ খ্রিস্টাব্দকে গথিক স্থাপত্যরীতির (Gothic Architecture) সূচনাকাল হিসেবে ধরা হয়ে থাকে। এয়োদশ শতাব্দীতে এই স্থাপত্যশেলীর চূড়ান্ত বিকাশ ঘটে। গথিক স্থাপত্যশৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি হল- রঙিন কারুকার্য করা কাচের (Stained Glass)-এর প্রচলন, গোলাকার খিলানের বদলে কৌণিক খিলানের ব্যবহার এবং খিলানের উপর কড়িকাঠের প্রতিস্থাপনা, খিলানের জন্য স্তম্ভের যাতে ক্ষতি না হয় তাই উড়ন্ত আলম্ব (Flying Buttresses)-এর নির্মাণ ইত্যাদি।
বিস্তার ও নিদর্শন: গথিক স্থাপত্যকর্মের প্রধান কেন্দ্রই ছিল উত্তর ফ্রান্স এই স্থাপত্যের প্রথম সুস্পষ্ট বহিঃপ্রকাশ পরিলক্ষিত হয় প্যারিসের নোটরডাম গির্জার (Notre-Dame de Paris) মধ্যে। কালক্রমে গথিক স্থাপত্যশৈলীর ধারা ফ্রান্সের সীমা পেরিয়ে ইংল্যান্ড, স্পেন, জার্মানি, সুইডেনেও অতিদ্রুত ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডে ক্যান্টারবেরি, উইনচেস্টার, ওয়েস্টমিনিস্টার ক্যাথিড্রাল এই রীতিতে তৈরি হয়েছিল। জার্মানির ক্ষেত্রে দেখা যায় যে, এখানকার স্থপতিগণের প্রথমদিকে গ্রিকো-রোমান শিল্পের প্রতি অনুরাগ থাকলেও ক্রমে তাঁরাও গথিক শিল্পরীতির প্রতি আকৃষ্ট হতে থাকেন। হ্যামবার্গের ক্যাথিড্রাল-এর মধ্যে রোমানেস্ক রীতির প্রস্থান ও গথিক রীতির উদ্ভবের বিষয়টি স্পষ্টভাবে ধরা পড়ে। ১৫০০ খ্রিস্টাব্দে এই গথিক রীতির অবসান ঘটেছিল বলে মনে করা হয়।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর