তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য MCQ 1st Semester
তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য MCQ 1st Semester
1. প্রাচীন রোমে শাসনব্যবস্থা ছিল-
ধনতান্ত্রিক
সমাজতান্ত্রিক
প্রজাতান্ত্রিক
একনায়কতান্ত্রিক
2. তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য বলতে বোঝায়-
রোমান সাম্রাজ্য
চৈনিক সাম্রাজ্য
গ্রিক সাম্রাজ্য
মিশরীয় সাম্রাজ্য
3. মিশরে নলখাগড়ার মতো দেখতে গাছের নাম ছিল-
হিরাস
প্যাপিরাস
ফেরাস
স্ট্রেবলাস
4. তিনটি মহাদেশ জুড়ে রোমানরা ছাড়াও শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল-
মিশরীয়রা
গ্রিকরা
ইরানীয়রা
চিনারা
5. রোম এবং ইরান এই দুই দেশের সাম্রাজ্যকে একে অপরের থেকে পৃথক করে-
টাইগ্রিস নদী
রাইন নদী
নীলনদ
ইউফ্রেটিস নদী
6. ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে-
ভূমধ্যসাগর
আড্রিয়াটিক সাগর
কৃষ্ণসাগর
লোহিত সাগর
7. প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসনব্যবস্থা নিয়ন্ত্রণ করত-
হেগেট
সেনেট
স্পার্টা
ম্যান্ডারিন
8. প্রাচীন রোমান সাম্রাজ্যে সেনাবাহিনীতে ছিল প্রায়-
৩ লক্ষ সৈনিক
৫ লক্ষ সৈনিক
৪ লক্ষ সৈনিক
৬ লক্ষ সৈনিক
9. প্রাচীন রোমান সাম্রাজ্যে প্রকৃত ক্ষমতা ছিল-
সম্রাটের হাতে
প্রজাদের হাতে
সেনেটের হাতে
পুরোহিতদের হাতে
10. প্রাচীন রোমান প্রজাতন্ত্রের সময়কাল ছিল-
৪০৯-১৭ খ্রি.পূ.
৬০৯-৩৭ খ্রি.পূ.
৫০৯-২৭ খ্রি.পূ.
৭০৯-৪৭ খ্রি.পূ.
তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য MCQ 1st Semester
11. জুলিয়াস সিজারের উত্তরাধিকারী এবং দত্তক পুত্রের নাম-
অক্টোভিয়ান
অগাস্টাস
দারায়ুস
কনস্টানটাইন
12. সেনেটের সদস্যপদের সময়সীমা-
৯০ বছর
২০ বছর
১৫ বছর
আজীবন
13. খ্রিস্টীয় তৃতীয় শতকে রোমান সরকার আদায় করা রাজস্ব দিয়ে-
সৈনিকদের খরচ চালাত
দুঃস্থ প্রজাদের অভাব মেটাত
পুরোহিতদের ভাতা দিত
প্রশাসনিক কাজ চালাত
14. রোমান সম্রাট টাইবেরিয়াস-এর রাজত্বকালের সময়সীমা ছিল-
১০-২৭ খ্রি.
২৪-৪৭ খ্রি.
১৪-৩৭ খ্রি.
১৪-২৭ খ্রি.
15. প্যাট্রিসিয়ানরা ছিল-
রোমের
ফ্রান্সের
গ্রিসের
ইটালির
16. পূর্ব ভূমধ্যসাগরের তীরে গড়ে-ওঠা বিখ্যাত দাস বাজারের নাম কী?
রোম
ডেলোস
এথেন্স
স্পার্টা
17. রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের বলা হত-
ভার্নি
গ্ল্যাডিয়েটর
প্যাট্রিসিয়ান
ম্যানুমিসিও
1৪. কোনো রোমান ক্রীতদাস তার প্রভুর প্রাণরক্ষা করলে-
ক্রীতদাসটি প্রচুর অর্থ পেত
ক্রীতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত
ক্রীতদাসটি বড়ো পুরস্কার পেত
ক্রীতদাসটি গ্ল্যাডিয়েটর হিসেবে গণ্য হত
19. এফিসাস ও ডেলোস ছিল রোমের বাইরে অবস্থিত দুটি-
শিক্ষাপ্রতিষ্ঠান
দাস বাজার
চিকিৎসালয়
বন্দর
20. প্রথম দাস বিদ্রোহ হয়েছিল-
ফ্লোরেন্সে
ইটালিতে
সিসিলিতে
মিশরে
তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য MCQ 1st Semester
21. কোন্ প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায়?
হরপ্পা
সুমের
ব্যাবিলন
মিশর
22. কোথায় দাসপ্রথার অস্তিত্ব বেশি ছিল?
জার্মানি
রোম
ইংল্যান্ড
ফ্রান্স
23. প্রথম দাসপ্রথার কথা উল্লেখ করা হয়-
জাস্টিনিয়ান কোডে
কোড নেপোলিয়ানে
হামুরাবির আইনবিধিতে
দাস ক্যাপিটালে
24. রোমের দাসপ্রথার বিস্তারিত বিবরণ মেলে-
ইলিয়াড মহাকাব্যে
দ্য প্রিন্স গ্রন্থে
ওডিসি মহাকাব্যে
ইলিয়াড মহাকাব্যে ও দ্য প্রিন্স গ্রন্থে
25. রোমে উন্মুক্ত সুবিশাল স্টেডিয়ামকে বলে-
থিয়েটার
সিনেট
অ্যাম্পিথিয়েটার
এরিনা
26. প্রাচীনকালে বসরা (ইরাক) ছিল-
ধর্মীয় কেন্দ্র
দাস বাজার
রাজনৈতিক কেন্দ্র
সাংস্কৃতিক কেন্দ্র
27. দাসদের মুক্তিদানের প্রথার নাম ছিল-
ম্যানুমিসিও
ডেটিটিসি
মুসো
সার্ভাস
28. রোমের ইতিহাসে ‘দাসব্যবসায়ী’ নামে পরিচিত ছিল-
প্যাট্রিসিয়ানরা
মেটিকরা
প্লেবিয়ানরা
হেলটরা
29. রোমে দাস যোদ্ধাদের নাম ছিল-
নাইট
প্যাট্রিসিয়ান
গ্ল্যাডিয়েটর
প্লেবিয়ান
30. ‘গ্ল্যাডিয়েটর’ কথাটির অর্থ হল-
প্রভুর অনুগত্যকারী ভৃত্য
তরবারিধারী বীরপুরুষ
মুক্ত দাস
সাধারণ মানুষ
তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য MCQ 1st Semester
31. রোমে দাস-ব্যাবসা দেখাশোনা করতেন কর্মচারী-
কোয়েস্টার
সেমেস্টার
থেটিস
ইমার
32. রোমে দাস বিদ্রোহের নেতৃত্ব দেন-
হেলট
ভার্নি
স্পার্টাকাস
কেল্ট
33. প্রাচীন রোমের মোট জনসংখ্যার অর্ধেকই ছিল-
শ্রমিক
রাজকর্মচারী
ক্রীতদাস
কৃষক
34. প্রাচীন রোমের অর্থনীতি প্রধানত ছিল-
কৃষিনির্ভর
শিল্পনির্ভর
ব্যাবসানির্ভর
দাসনির্ভর
35. প্রাচীন রোমে ‘ডিসেম্বরের মুক্তি অনুষ্ঠান’ ছিল-
দাসদের মুক্তির অনুষ্ঠান
দাসদের সামাজিক উৎসব
দাসদের ক্রীড়ানুষ্ঠান
দাসদের সামরিক প্রশিক্ষণ
36. রোমের প্যাট্রিসিয়ানরা ছিল-
অভিজাত শ্রেণি
শ্রমিক
সাধারণ মানুষ
কৃষক
37. রোমের প্লেবিয়ানরা ছিল-
শ্রমিক
সাধারণ মানুষ
কৃষক
অভিজাত শ্রেণি
38. প্রথম ক্রীতদাস বিদ্রোহ হয়েছিল-
১৩৫-১৩২ খ্রিস্টপূর্বাব্দ
১৪৫-১৪২ খ্রিস্টপূর্বাব্দ
১৫৫-১৫২ খ্রিস্টপূর্বাব্দ
১৬৫-১৬২ খ্রিস্টপূর্বাব্দ
39. দ্বিতীয় ক্রীতদাস বিদ্রোহ হয়েছিল-
১০০-৯৬ খ্রিস্টপূর্বাব্দ
১০৪-১০০ খ্রিস্টপূর্বাব্দ
১১০-১০৬ খ্রিস্টপূর্বাব্দ
১১৫-১১০ খ্রিস্টপূর্বাব্দ
40. তৃতীয় ক্রীতদাস বিদ্রোহ হয়েছিল-
৫৩-৫১ খ্রিস্টপূর্বাব্দ
৬৩-৬১ খ্রিস্টপূর্বাব্দ
৭৩-৭১ খ্রিস্টপূর্বাব্দ
৮৩-৮১ খ্রিস্টপূর্বাব্দ
তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য MCQ 1st Semester
41. প্রাচীন রোমের হিংস্র পশুর সাথে গ্ল্যাডিয়েটার নামে লড়াইয়ে নামতেন-
কুস্তিগীরগণ
কৃষকগণ
শ্রমিকগণ
ক্রীতদাসগণ
42. রোমান আইনসভার নাম ছিল-
সিনেট
পার্লামেন্ট
অ্যাসেম্বলি
ডায়েট
43. রোমান সাম্রাজ্যে প্রতিদিন দাসদের কাজ করানো হত-
১০-১২ ঘণ্টা
১৪-১৬ ঘণ্টা
১২-১৪ ঘণ্টা
১৬-১৮ ঘণ্টা
44. রোমে দাস বিদ্রোহ দমনে নেতৃত্ব দেন-
ব্রুসমুস ও পম্পেই
পম্পেই ও স্পার্টাকাস
ব্রুসমুস ও স্পার্টাকাস
ক্লডিয়াস ও স্পার্টাকাস
45. রোমান সাম্রাজ্যে দাস বিদ্রোহে নেতৃত্ব দানকারী স্পার্টাকাস ছিলেন-
মিশরবাসী
গ্রিসের বাসিন্দা
বলকানবাসী
ইরানীয়
46. রোমের দাস বিদ্রোহের নেতা স্পার্টাকাস নিহত হন-
৫০ খ্রিস্টপূর্বাব্দে
৭১ খ্রিস্টপূর্বাব্দে
৬০ খ্রিস্টপূর্বাব্দে
৮০ খ্রিস্টপূর্বাব্দে
47. গ্ল্যাডিয়েটারের লড়াইয়ের এলাকাটিকে বলা হত-
এরিনা
ডেলোস
ডায়াস
ভার্নি
48. প্রাচীন রোমের সবথেকে বড় অ্যাম্ফিথিয়েটারটির নাম হল-
পম্পেই
কলোসিয়াম
ফ্যালেরিয়া
ক্যাপুয়া
49. ম্যাসিডনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর ইউরোপে প্রতিষ্ঠিত হয়েছিল
আসিরীয় সাম্রাজ্য
হান্ সাম্রাজ্য
রোমান সাম্রাজ্য
আকামেনীয় সাম্রাজ্য
50. পৃথিবীর ইতিহাসে এক দীর্ঘকালীন ও সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল-
রোমান সাম্রাজ্য
আক্কাদীয় সাম্রাজ্য
পিড়িয়ান সাম্রাজ্য
অটোমান সাম্রাজ্য
তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য MCQ 1st Semester
51. পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে-
৪৭২ খ্রিস্টাব্দে
৪৭৪ খ্রিস্টাব্দে
৪৭৬ খ্রিস্টাব্দে
৪৭৮ খ্রিস্টাব্দে
52. পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে-
১৪৫১ খ্রিস্টাব্দে
১৪৫৫ খ্রিস্টাব্দে
১৪৫৩ খ্রিস্টাব্দে
১৪৫৭ খ্রিস্টাব্দে
53. ২০৬ খ্রিস্টপূর্বাব্দে হান সাম্রাজ্য গড়ে উঠেছিল-
জাপানে
মালেশিয়ায়
ইন্দোনেশিয়ায়
চিনে
54. তুর্কি মুসলিমরা চতুর্দশ শতকে প্রতিষ্ঠা করে-
অটোমান সাম্রাজ্য
আরমেনীয় সাম্রাজ্য
আক্কাদীয় সাম্রাজ্য
রোমান সাম্রাজ্য
55. ইংরেজিতে ‘এম্পায়ার’ শব্দটি এসেছে ইফোরিয়াম থেকে, যেটি একটি-
ফারসি শব্দ
হিরু শব্দ
ল্যাটিন শব্দ
রুশ শব্দ
56. সাম্রাজ্য শব্দের অর্থ-
প্রভাব বিস্তার
শাসন
বিস্তৃত রাজ্য
শোষণ
57. পারস্য অঞ্চলে স্থাপিত প্রথম সাম্রাজ্যটি ছিল-
আক্কাদীয় সাম্রাজ্য
আসিরীয় সাম্রাজ্য
মেদীয় সাম্রাজ্য
আকামেনীয় সাম্রাজ্য
58. রোমান সাম্রাজ্যে রাজতান্ত্রিক যুগে সিনেট-এর কাজ ছিল-
রাজার মৃত্যু হলে বা রাজপদ খালি হলে নতুন রাজা নির্বাচন
আইনকানুন তৈরি করা
সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা
সাম্রাজ্য পরিচালনায় রাজাকে সাহায্য করা।
59. রোমে ব্যবস্থাপক সভার সদস্যদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিল-
ইতালীয় পরিবারের সদস্য
স্পেনীয় পরিবারের সদস্য
মিশরীয় পরিবারের সদস্য
জার্মান পরিবারের সদস্য
60. গ্রিক বীর আলেকজান্ডার ছিলেন-
রোমানিয়ার শাসক
ম্যাসিডোনিয়ার শাসক
এথেন্সের শাসক
রোমের শাসক
তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য MCQ 1st Semester
61. খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক নাগাদ রোম ছিল একটি-
উপজাতি গোষ্ঠী শাসিত রাষ্ট্র
রাজতান্ত্রিক রাষ্ট্র
ধনতান্ত্রিক রাষ্ট্র
প্রজাতান্ত্রিক রাষ্ট্র
62. রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা ছিল-
আরবি
হিরু
ল্যাটিন
স্প্যানিশ
63. খ্রিস্টপূর্ব প্রথম শতকের মাঝামাঝি সময়ে রোমান সাম্রাজ্য এখনকার ব্রিটেন ও জার্মানি পর্যন্ত প্রসারিত হয়েছিল-
জুলিয়াস সিজারের নেতৃত্বে
অগাস্টাসের নেতৃত্বে
আলেকজান্ডারের নেতৃত্বে
রোমুলাসের নেতৃত্বে
64. রোমান সাম্রাজ্যের একটি আধুনিক বৈশিষ্ট্য ছিল-
বড়ো পরিবারের উপস্থিতি
মাতৃতান্ত্রিক পরিবারের উপস্থিতি
ছোটো পরিবারের উপস্থিতি
পিতৃতান্ত্রিক পরিবারের উপস্থিতি
65. রোমান পরিবারে মহিলারা আইনত-
বাবার সম্পত্তির অধিকারী ছিলেন
একাধিক বিবাহের অধিকারী ছিলেন
বাবার সম্পত্তির অধিকারী ছিলেন না
একাধিক বিবাহের অধিকারী ছিলেন না
66. রোমান সমাজে পুরুষদের বিয়ের বয়স ছিল-
১৮-৩০ বছর
২০-৩০ বছর
১৯-৩০ বছর
২১-৩০ বছর
67. রোমান সমাজে মহিলাদের বিয়ের বয়স ছিল-
১০-২০ বছর
১২-২০ বছর
৪১১-২০ বছর
১৩-২০ বছর
68.. নিকট প্রাচ্যে বিশেষত ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলে প্রভাবশালী একটি ভাষাগোষ্ঠী ছিল-
ইন্দো-ইরানীয়
অ্যারামিক
ইন্দো-আর্য
ল্যাটিন
69. মিশরের কথ্য ভাষা ছিল-
কপটিক
অ্যারামিক
হিব্রু
পুনিক
70. উত্তর আফ্রিকার কথ্য ভাষা ছিল-
তামিল
পুনিক
আরবি
কপটিক
তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য MCQ 1st Semester
71. স্পেনের অধিবাসীদের ভাষা ছিল-
কেলটিক
হিরু
আরবি
72. আদি রোমানদের বাসস্থান ছিল-
আপুলিয়া
লুকানিয়া
ক্যাম্পানিয়া
রোম
73. শেষ পর্যন্ত রোম ও ল্যাটিয়ামের অধিবাসীরা পরিচিত হয়েছিল-
রোমান নামে
ইতালীয় নামে
লাতিন নামে
ল্যাটিয়াম নামে
74. প্রাচীন রোমে রাজত্ব করেছিলেন-
৪ জন রাজা
৬ জন রাজা
৫ জন রাজা
৭ জন রাজা
75. ৭৫৩ খ্রিস্টাব্দে রোম নগরী প্রতিষ্ঠা করেন-
নুমা পম্পিলিয়াস
রোমুলাস
টুল্লাস হসটিলাস
আনকাস মরসিয়াস
76. রোমের প্রথম রাজা ছিলেন-
সারভিয়াস টিউলিয়াস
আনকাস মরসিয়াস
নুমা পম্পিলিয়াস
77. রোমের সপ্তম অর্থাৎ সর্বশেষ রাজা ছিলেন-
লুসিয়াস টারকুইনাস সুপারবাস
টুল্লাস হসটিলাস
রোমুলাস
আনকাস মরসিয়াস
78. রাজতন্ত্রের অবসান ঘটে-
৫০৭ খ্রিস্টপূর্বাব্দে
৫০৮ খ্রিস্টপূর্বাব্দে
৫০৯ খ্রিস্টপূর্বাব্দে
৫১০ খ্রিস্টপূর্বাব্দে
79. রোমে প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয়-
৫০৫ খ্রিস্টপূর্বাব্দে
৫০৭ খ্রিস্টপূর্বাব্দে
৫০৯ খ্রিস্টপূর্বাব্দে
৫১০ খ্রিস্টপূর্বাব্দে
80. রোমের প্রথম ৭ জন রাজার মধ্যে যুদ্ধপ্রিয় রাজা ছিলেন-
নুমা পম্পিলিয়াস
টুল্লাস হসটিলাস
টারকুইনাস প্রিসকাস
রোমুলাস
তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য MCQ 1st Semester
81. রোম সাম্রাজ্যের সীমানা সর্বপ্রথম বিস্তার ঘটানোর চেষ্টা করেছিলেন রোমের তৃতীয় রাজা-
টুল্লাস হসটিলাস
রোমুলাস
আনকাস মরসিয়াস
নুমা পম্পিলিয়াস
82. আলবালোঙ্গার স্বৈর শাসক ছিলেন-
আরনেস টারক্যুইনিয়াস
রোমুলাস
মেট্রিয়াস ফুফেটিয়াস
আনকাস মরসিয়াস
83. ল্যাটিন উপজাতির বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছিলেন-
আনকাস মরসিয়াস
টারকুইনাস প্রিসকাস
রোমুলাস
সারভিয়াস টিউলিয়াস
84. রোমের প্রথম কারাগার মামেরটাইন কারাগার নির্মাণ করেন-
টুল্লাস হসটিলাস
আনকাস মরসিয়াস
নুমা পম্পিলিয়াস
সারভিয়াস টিউলিয়াস
85. রোমের পঞ্চম রাজা লুসিয়াস টারকুইনাস প্রিসকাস রোমান সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে ল্যাটিন নগরী-
ক্যাম্পানিয়া
টাস্কানি
আপুলিয়া
অ্যাপিওলী অধিকার করেন
86. রোমে প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান-
সারভিয়াস টিউলিয়াস
আনকাস মরসিয়াস
লুসিয়াস টারকুইনাস সুপারবাস
নুমা পম্পিলিয়াস
87. যুদ্ধ এবং পৌর-নিগমবিষয়ক রোমান প্রতীকের প্রচলন ঘটান-
রোমুলাস
লুসিয়াস টারকুইনাস প্রিসকাস
টুল্লাস হসটিলাস
সারভিয়াস টিউলিয়াস
88. রোমে প্যাট্রিসিয়ানদের আপত্তি উপেক্ষা করে নিম্নশ্রেণির ভোটাধিকার সম্প্রসারণ করেন-
আনকাস মরসিয়াস
সারভিয়াস টিউলিয়াস
নুমা পম্পিলিয়াস
রোমুলাস
89. রোমান সেনেটরদের ক্ষমতা সঙ্কুচিত করেছিলেন-
সারভিয়াস টিউলিয়াস
লুসিয়াস টারকুইনাস প্রিসকাস
টুল্লাস পম্পিলিয়াস
লুসিয়াস টারকুইনাস সুপারবাস
90. রোমান সম্রাট অগাস্টাসের শাসনকালে রোমান সাম্রাজ্যভুক্ত ইটালির ৭.৫ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ক্রীতদাস ছিল-
১ মিলিয়ন
৩ মিলিয়ন
২ মিলিয়ন
৪ মিলিয়ন
তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য MCQ 1st Semester
91. প্রাচীন রোমান সাম্রাজ্যের একজন ঐতিহাসিক ছিলেন-
ট্যাসিটাস
ই এইচ কার
হেরোডোটাস
স্পার্টাকাস
92. রোমান সাম্রাজ্যে প্রথম শতাব্দী থেকে ক্রীতদাসদের সংখ্যা কমে যাওয়ার কারণ ছিল-
অন্য দেশ থেকে ক্রীতদাসদের সরবরাহ কমে যাওয়া
ম্যালেরিয়ার মতো রোগে ক্রীতদাসদের মৃত্যু
যুদদ্ধবিগ্রহে ক্রীতদাসদের মৃত্যু
ক্রীতদাস প্রথার ওপর নিষেধাজ্ঞা জারি
আরও পড়ুন – ইতিহাস চেতনা mcq একাদশ শ্রেণি ইতিহাস 1st Semester
Very good
Thank you.