টীকা লেখো- শিশুদের ক্রুসেড
ক্রুসেড ছিল দীর্ঘ দুশো বছর ধরে চলা লুণ্ঠন, হত্যা, ধ্বংসের এক জঘন্য ইতিবৃত্ত, যার লেলিহান শিখা থেকে বাদ যায়নি শিশুরাও।
(1) শিশুদের ক্রুসেড
পঞ্চম ক্রুসেডের প্রাক্কালে ১২১২ খ্রিস্টাব্দে নিকোলাস (Nicholas) নামে এক জার্মান তরুণের নেতৃত্বে বহু শিশু জেরুজালেমের উদ্দেশে অভিযান করেছিল। ফ্রান্সের স্টিফেন (Stephen) নামক ১২ বছর বয়সি এক বালকও অপর একটি দলকে নেতৃত্ব দিয়েছিল। এই সকল অভিযান শিশুদের ক্রুসেড বা Children’s Crusade নামে পরিচিত। এই ক্রুসেডে অবশ্য পোপ তৃতীয় ইনোসেন্টের অনুমতি ছিল না। বাস্তবে সুযোগসন্ধানী ব্যক্তি এবং যাজক শিশুদের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে উদ্যোগী হয়েছিলেন। হাঙ্গেরি, সাইপ্রাস, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স-সহ ইউরোপের নানা দেশের হাজার হাজার শিশু ক্রুসেডে অংশ নিয়েছিল। গুস্তাভ ডোর (Gustave Daré)-এর ‘Children’s Crusade’ নামক বিখ্যাত চিত্রটি এই মর্মস্পর্শী ঘটনার সাক্ষ্য বহন করে।
(1) ফলাফল: এই শিশুদের অনেকে পথিমধ্যে ক্ষুধার্ত-পিপাসার্ত ও অসুস্থ হয়ে মারা যায়। অনেকে আবার তুর্কিদের হাতে বন্দি হয়ে দাসদাসীতে পরিণত হয়। তাছাড়া অনেক শিশুকে ইতালীয় বণিকরা আরবীয় বণিকদের কাছে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দিয়েছিল।
মন্তব্য
অনেকে ইউরোপীয় শিশু ক্রুসেডকে বাস্তব ঘটনা বলে মানতে চাননি, তাদের কাছে এই ঘটনা একটি লোকগাথা মাত্র। গ্যারি ডিকসন (Gary Dickson)-এর গ্রন্থ ‘The Children’s Crusade: Medieval History, Modern Mythistory’ থেকে জানা যায়, প্রভু জিশুর প্রার্থনাসংগীত গাইতে গাইতে শিশুরা দলবদ্ধভাবে জেরুজালেমের উদ্দেশে পাড়ি জমায়, যা তাদের ভবিষ্যৎকে অন্ধকারে নিমজ্জিত করেছিল।
আরও পড়ুন –
১। সামন্ততন্ত্র বলতে কী বোঝায়?
২। ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল?
৩। ‘ফিফ’ ও ‘শিভালরি বলতে কী বোঝো?
৪। সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতনের কারণ সম্পর্কে লেখো।
৫। ইউরোপে সামন্ততন্ত্রের ইতিবাচক প্রভাবগুলি কী ছিল?
৬। ইউরোপে সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবগুলি কী ছিল?
৭। পোপতন্ত্রের বিকাশের কারণগুলি লেখো।
৮। ইউরোপে মধ্যযুগকে ‘অন্ধকার যুগ (Dark Age) বলা কতটা যুক্তিসঙ্গত?
১০। সেন্ট বেনেডিক্ট-এর সংস্কারসমূহ সম্পর্কে লেখো।
১২। টীকা লেখো- ক্লুনির সংস্কার আন্দোলন।
১৩। ওয়ার্মস-এর চুক্তির তাৎপর্য লেখো।
১৪। ক্রুসেড’ কী?
১৫। ক্রুসেডের ধর্মীয় কারণ আলোচনা করো।
১৬। ক্রুসেড সংগঠনে খ্রিস্টান চার্চের ভূমিকা কী ছিল?
১৭। ক্রুসেডের অর্থনৈতিক কারণ আলোচনা করো।
১৮। ক্রুসেডের সামাজিক কারণ আলোচনা করো।
১৯। সামন্ততান্ত্রিক শোষণ ক্রুসেডের অন্যতম কারণ ছিল- ব্যাখ্যা করো।
২০। সাধারণ মানুষ কেন দলে দলে ক্রুসেডে যোগ দিয়েছিল।
২১। ক্রুসেডের প্রত্যক্ষ কারণ উল্লেখ করো।
২২। টীকা লেখো – প্রথম ক্রুসেড।