টীকা লেখো – দ্বিতীয় ক্রুসেড

টীকা লেখো – দ্বিতীয় ক্রুসেড

টীকা লেখো - দ্বিতীয় ক্রুসেড
টীকা লেখো – দ্বিতীয় ক্রুসেড

১০৯৯ খ্রিস্টাব্দে শেষ হওয়া প্রথম ক্রুসেডে জয়লাভ করেছিল খ্রিস্টান জগৎ। কিন্তু প্রথম ধর্মযুদ্ধে খ্রিস্টানদের কাছে পরাজয়ের গ্লানি কাটিয়ে মুসলমানরা দ্রুত সংঘবদ্ধ হয়।

দ্বিতীয় ক্রুসেড 

(1) সময়কাল: ১১৪৭ খ্রিস্টাব্দ থেকে ১১৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে দ্বিতীয় ক্রুসেড সংঘটিত হয়।

(2) প্রেক্ষাপট: মসুলের সেনাধ্যক্ষ ইমদাদউদ্দিন জেঙ্গি (ইমাদ অল-দিন জেঙ্গি, Imad al-Din Zengi)-র নেতৃত্বে তুর্কি বাহিনী ১১৪৪ খ্রিস্টাব্দে খ্রিস্টানদের অধিকার থেকে এডেসা শহর কেড়ে নেয়। শঙ্কিত হয় খ্রিস্টান জগৎ। অতঃপর খ্রিস্টান ধর্মযোদ্ধারা পরবর্তী ক্রুসেডের প্রস্তুতি শুরু করেন।

(3) যুদ্ধ ঘোষণা ও যুদ্ধযাত্রা: এডেসার পতনের সংবাদে মর্মাহত পোপ তৃতীয় ইউজিন (Pope Eugene III) ১১৪৭ খ্রিস্টাব্দে দ্বিতীয় ক্রুসেডের ডাক দেন। পোপের অনুরোধে সেন্ট বার্নার্ড (Saint Bernard) ক্রুসেডের জন্য নতুন ধর্মযোদ্ধাদের সংগঠিত করতে তৎপর হন। পোপের আহ্বানে সাড়া দিয়ে জার্মান সম্রাট তৃতীয় কনরাড (Conrad III) এবং ফরাসিরাজ সপ্তম লুই (Louis VII) পৃথক পৃথক পথ ধরে সামরিক অভিযান শুরু পোপ তৃতীয় ইউজিন করলে দ্বিতীয় ক্রুসেডের সূচনা হয় (১১৪৭ খ্রিস্টাব্দ)। জার্মান সম্রাট এশিয়া মাইনরের দুর্গম স্থলপথে আর ফরাসিরাজ স্থল ও জলপথে জেরুজালেমের উদ্দেশে যাত্রা করেন।

(4) ফলাফল: জেরুজালেম পৌঁছোনোর পূর্বেই মুসলিম বাহিনীর আকস্মিক আক্রমণে কনরাড ও লুই-উভয়ই পরাজিত হন। অতঃপর দুই সম্রাট মিলিতভাবে দামাস্কাস দখলের পরিকল্পনা করেন। কিন্তু দামাস্কাস অবরোধ ব্যর্থ হয়। বহু সেনাপতি ও নাইট যোদ্ধা বন্দি হন। শেষপর্যন্ত পরাজয়ের গ্লানি বহন করে ও জেরুজালেম উদ্ধারের স্বপ্ন বিসর্জন দিয়ে কনরাড ও লুই নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করেন। এইভাবে খ্রিস্টান ধর্মযোদ্ধাদের চূড়ান্ত ব্যর্থতার মাঝে শেষ হয় দ্বিতীয় ক্রুসেড।

আরও পড়ুন –

১। সামন্ততন্ত্র বলতে কী বোঝায়?

২। ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল?

৩। ‘ফিফ’ ও ‘শিভালরি বলতে কী বোঝো?

৪। সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতনের কারণ সম্পর্কে লেখো।

৫। ইউরোপে সামন্ততন্ত্রের ইতিবাচক প্রভাবগুলি  কী ছিল?

৬। ইউরোপে সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবগুলি কী ছিল?

৭। পোপতন্ত্রের বিকাশের কারণগুলি লেখো।

৮। ইউরোপে মধ্যযুগকে ‘অন্ধকার যুগ (Dark Age) বলা কতটা যুক্তিসঙ্গত?

৯। মঠজীবনবাদ বলতে কী বোঝো?

১০। সেন্ট বেনেডিক্ট-এর সংস্কারসমূহ সম্পর্কে লেখো।

১১। ইনভেস্টিচার দ্বন্দ্ব কী?

১২। টীকা লেখো- ক্লুনির সংস্কার আন্দোলন।

১৩। ওয়ার্মস-এর চুক্তির তাৎপর্য লেখো।

১৪। ক্রুসেড’ কী?

১৫। ক্রুসেডের ধর্মীয় কারণ আলোচনা করো।

১৬। ক্রুসেড সংগঠনে খ্রিস্টান চার্চের ভূমিকা কী ছিল?

১৭। ক্রুসেডের অর্থনৈতিক কারণ আলোচনা করো।

১৮। ক্রুসেডের সামাজিক কারণ আলোচনা করো।

১৯। সামন্ততান্ত্রিক শোষণ ক্রুসেডের অন্যতম কারণ ছিল- ব্যাখ্যা করো।

২০। সাধারণ মানুষ কেন দলে দলে ক্রুসেডে যোগ দিয়েছিল।

২১। ক্রুসেডের প্রত্যক্ষ কারণ উল্লেখ করো।

২২। টীকা লেখো – প্রথম ক্রুসেড

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment