টীকা লেখো- ক্লুনির সংস্কার আন্দোলন

টীকা লেখো- ক্লুনির সংস্কার আন্দোলন

টীকা লেখো- ক্লুনির সংস্কার আন্দোলন
টীকা লেখো- ক্লুনির সংস্কার আন্দোলন

বেনেডিক্টের শুদ্ধ ও সংযত জীবনযাপনের আদর্শ নবম শতকের আগেই ম্লান হয়ে গেলে ক্লুনি মঠকে কেন্দ্র করে শুদ্ধিকরণ আন্দোলন শুরু হয়।

(1) ক্লুনি মঠ

সেন্ট পিটারের স্মৃতির উদ্দেশে ৯১০ খ্রিস্টাব্দে আঁকুতার ডিউক। প্রথম উইলিয়ম (William I, Duke of Aquitaine) ফ্রান্সের বার্গান্ডি (Burgundy) অঞ্চলে ক্লুনি মঠ (Abbey of Cluny) ক্লুনি মঠ স্থাপন করেন। রোম থেকে বহুদূরে ল্যায়র ও সিন নদীর মধ্যবর্তী অঞ্চলে স্থাপিত ক্লুনি মঠ নিজ ছন্দে বিকাশলাভ করেছিল। ক্লুনি মঠের সংগঠন ছিল কেন্দ্রীভূত ও সহজ-সরল। একজন অ্যাবট (Abbot)-এর অধীনে ক্লুনি মঠ পরিচালিত হত। এর প্রথম অ্যাবট ছিলেন সেন্ট বার্নো।

(2)ক্লুনির সংস্কার আন্দোলন

মঠের দ্বিতীয় অ্যাবট সেন্ট ওডোর নেতৃত্বে ক্লুনির সংস্কার আন্দোলন জনপ্রিয় হয়ে ওঠে। এই আন্দোলন ইউরোপের বিভিন্ন দেশ, যেমন- ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ইটালিতে ছড়িয়ে পড়েছিল। ৯৬০ খ্রিস্টাব্দ থেকে ১১৩০ খ্রিস্টাব্দের মধ্যে ক্লুনি মঠ ইউরোপীয় ধর্মচর্চার কেন্দ্রভূমিতে পরিণত হয়।

  • দাবিসমূহ: ক্লুনির সংস্কার আন্দোলনের দাবিগুলি হল- বিশুদ্ধ বেনেডিক্টীয় আইন চার্চে প্রবর্তন, প্রাচীন মঠের পরিচালক ও পদাধিকারীদের নিরপেক্ষ পদ্ধতিতে নির্বাচন, মঠের হৃতসম্পত্তি পুনরুদ্ধার ও তা রক্ষা করা, যাজকদেরও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পদাধিকার অর্পণ করা, যাজক সম্প্রদায়ের পবিত্রতা বজায় রাখা ইত্যাদি। অর্থাৎ, ক্লুনির সংস্কার আন্দোলনের মূল লক্ষ্য ছিল বেনেডিক্টীয় বিধানের আদর্শে ক্ষমতার অপব্যবহারকারী যাজকদের সঠিক পথের দিশা দেখানো।

(3) তাৎপর্য

ঐতিহাসিক থমসন-জনসন (Thomson-Johnson) মনে করেন, ক্লুনি সম্রাট বা সামন্তদের লৌকিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকার যে রীতি সবল করেছিল, তারই সূত্রে সপ্তম গ্রেগরি রোমান চার্চকে সম্পূর্ণরূপে লৌকিক নিয়ন্ত্রণমুক্ত রাখার প্রেরণা পেয়েছিলেন। তাই বলা হয়, ক্লুনির আন্দোলন যেখানে থেমে যায় সেখান থেকেই সপ্তম গ্রেগরি তাঁর যাত্রা শুরু করেছিলেন।

আরও পড়ুন –

১। সামন্ততন্ত্র বলতে কী বোঝায়?

২। ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল?

৩। ‘ফিফ’ ও ‘শিভালরি বলতে কী বোঝো?

৪। সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতনের কারণ সম্পর্কে লেখো।

৫। ইউরোপে সামন্ততন্ত্রের ইতিবাচক প্রভাবগুলি  কী ছিল?

৬। ইউরোপে সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবগুলি কী ছিল?

৭। পোপতন্ত্রের বিকাশের কারণগুলি লেখো।

৮। ইউরোপে মধ্যযুগকে ‘অন্ধকার যুগ (Dark Age) বলা কতটা যুক্তিসঙ্গত?

৯। মঠজীবনবাদ বলতে কী বোঝো?

১০। সেন্ট বেনেডিক্ট-এর সংস্কারসমূহ সম্পর্কে লেখো।

১১। ইনভেস্টিচার দ্বন্দ্ব কী

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment