জন নক্স কে ছিলেন? তিনি কেন স্মরণীয়

জন নক্স কে ছিলেন? তিনি কেন স্মরণীয়

জন নক্স কে ছিলেন? তিনি কেন স্মরণীয়
জন নক্স কে ছিলেন? তিনি কেন স্মরণীয়

জন নক্স

জন নক্স (John Knox, আনুমানিক ১৫১৪-১৫৭২ খ্রিস্টাব্দ) ছিলেন স্কটিশ মন্ত্রী, ধর্মতত্ত্ববিদ, সংস্কারক এবং প্রেসবিটেরিয়ান মতবাদের প্রণেতা। তিনি স্কটল্যান্ডে ক্যালভিনের চিন্তাকে কিছুটা ভিন্নরূপে প্রতিষ্ঠা করেছিলেন। নক্স ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রচারাভিযান চালান এবং প্রোটেস্ট্যান্ট মতবাদ প্রসারের মাধ্যমে সেদেশের ধর্মীয় পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

স্মরণীয় হওয়ার কারণ

(1) প্রথম জীবন: জন নক্স স্কটল্যান্ডের লোথিয়ানের হ্যাডিংটন-এ জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করে একজন ক্যাথলিক পুরোহিত হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রোটেস্ট্যান্ট সংস্কারক জর্জ উইশার্টের (George Wishart) থেকে তিনি প্রোটেস্ট্যান্টবাদে অনুপ্রাণিত হন। 

(2) মতাদর্শ : নক্স ছিলেন প্রকৃত অর্থে প্রতিবাদী ও বিদ্রোহী। তিনি ক্যালভিনের নিষ্ক্রিয় আনুগত্যের (Passive Disobedience) তত্ত্ব নাকচ করে দেন। তাঁর চিন্তার অন্যতম দিক হল, ঈশ্বরের প্রতি অকুণ্ঠ আনুগত্য। তিনি বলেন, ঈশ্বরের মহিমা অগ্রাহ্য করলে রাজা বা প্রজা কেউই শাস্তির হাত থেকে রেহাই পাবে না। নক্স বলেন, রাজা যদি ঈশ্বরের আদেশ, সম্মান ও মহিমার প্রতি বিরূপ মনোভাব দেখান, তবে তাঁকে সংশোধন ও প্রতিহত করা প্রকৃত বিশ্বাসীদের কর্তব্য।

(3) গ্রন্থ রচনা ও আন্দোলন: জন নক্সের The Appellation গ্রন্থে প্রতিবাদী ধর্মমতের বিস্তারিত ব্যাখ্যা লিখিত আছে। ১৫৫৪ খ্রিস্টাব্দে জুইংলির উত্তরাধিকারী ও ধর্মতত্ত্ববিদ হেনরি বুলিনগার (Henry Bullinger)-কে প্রশ্ন করেন যে, ম্যাজিস্ট্রেটরা যদি প্রকৃত খ্রিস্ট ধর্মকে লঙ্ঘন করেন তাহলে প্রজারা সেই ম্যাজিস্ট্রেটদের প্রতি আর কতটা আনুগত্য বজায় রাখবে? নক্স ও তাঁর অনুগামীবৃন্দ ঘোষণা করেন যে, প্রতিরোধ তত্ত্ব হল পবিত্র ধর্মীয় কর্তব্য। কোনও খ্রিস্টধর্মাবলম্বী ব্যক্তি যদি অত্যাচারী বিধর্মী শাসককে বাধা না দেয়, তাহলে সে ধর্মে পতিত হবে। বিশিষ্ট রাষ্ট্রচিন্তাবিদ জর্জ হল্যান্ড স্যাবাইন (George Holland Sabine)-এর মতে, নক্সের চিন্তার রক্ষণশীল দিক হল, ঈশ্বরের প্রতি অকুণ্ঠ আনুগত্য। তিনি ধর্মীয় কর্তব্য হিসেবেই প্রতিবাদী আন্দোলনের ডাক দিয়েছেন, মানুষের অধিকারের দাবিতে নয়।

(4) প্রতিক্রিয়া: ক্যাথলিক রাজশক্তির বিরুদ্ধে নক্সের উদাত্ত আহ্বানের ফলে তাঁর বিরুদ্ধে বিচার হয়। বিচারে তাঁকে নির্বাসন এবং মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। মৃত্যুর পরেও তিনি তাঁর জীবন ও কর্মের মাধ্যমে স্কটল্যান্ডের ধর্মীয় ও সামাজিক ইতিহাস, তথা ইউরোপীয় ধর্মসংস্কারের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment