ক্যাথলিক চার্চের কর্তৃত্বের প্রতি নবজাগরণের আদর্শের প্রভাব সম্পর্কে যা জানো লেখো

ক্যাথলিক চার্চের কর্তৃত্বের প্রতি নবজাগরণের আদর্শের প্রভাব সম্পর্কে যা জানো লেখো

ক্যাথলিক চার্চের কর্তৃত্বের প্রতি নবজাগরণের আদর্শের প্রভাব সম্পর্কে যা জানো লেখো
ক্যাথলিক চার্চের কর্তৃত্বের প্রতি নবজাগরণের আদর্শের প্রভাব সম্পর্কে যা জানো লেখো

ইউরোপে খ্রিস্টীয় পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় থেকে আসে নবজাগরণের যুগ। এই কালপর্বে ইতালীয় রেনেসাঁ, শিক্ষা, সাহিত্য, শিল্প, স্থাপত্য, বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে এক অভূতপূর্ব উন্নয়নের সূচনা করেছিল। বিকাশ ঘটিয়েছিল মানবতাবাদী চেতনা ও যুক্তিবাদের, যার প্রভাব পড়েছিল ক্যাথলিক চার্চের কর্তৃত্বের উপর।

ক্যাথলিক চার্চের কর্তৃত্বের প্রতি নবজাগরণের আদর্শের প্রভাবসমূহ

ইউরোপে ক্যাথলিক চার্চের কর্তৃত্বের প্রতি রেনেসাঁ আদর্শের প্রভাব সম্পর্কে নিম্নে আলোচনা করা হল-

(1) চার্চের ধর্মীয় কর্তৃত্বকে প্রশ্ন: মধ্যযুগে মনে করা হত মানুষ দৈবের অধীন অসহায় এক জীব। তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ-সবই ঈশ্বরনির্দিষ্ট। কিন্তু প্রচলিত এই ধারণাকে নস্যাৎ করে দেয় নবজাগরণ যুগের মননশীলতা। এই সময়কার মানবতাবাদীগণ ধর্মীয় কর্তৃত্বকে নয়, বরং যুক্তিভিত্তিক অনুসন্ধানের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। ধর্মের বিভিন্ন চিরাচরিত ব্যাখ্যাকে এঁরা প্রশ্নবিদ্ধ করেছিলেন। এঁদের মতে ধর্ম বা ধর্মগুরু নয়, মানুষ নিজেই নিজের জীবনের একমাত্র পরিচালক। বিভিন্ন কুসংস্কার, পোপ এবং চার্চের অনুজ্ঞা সম্পর্কে মানুষের প্রশ্ন নিঃসন্দেহে চার্চের কর্তৃত্বকে ক্ষুণ্ণ করেছিল।

(2) ধর্মনিরপেক্ষ চিন্তাচেতনা: ধর্মনিরপেক্ষ চিন্তা ও চেতনার উন্মেষ ছিল নবজাগরণকালের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই সময় মানুষ ধর্মকেন্দ্রিকতা থেকে সরে আসে এবং বিভিন্ন জ্ঞান ও কৃষ্টিমূলক দিকে মনোনিবেশ করে। রেনেসাঁ-প্রসূত ধর্মনিরপেক্ষ ভাবধারার অন্তর্নিহিত অর্থই ছিল- সম্পদ, সুস্বাস্থ্য এবং সৌন্দর্যচর্চা। রেনেসাঁযুগীয় ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রভাবে চার্চের সামাজিক ও রাজনৈতিক প্রভাব হ্রাস পায়।

(3) প্রতিবাদী আন্দোলন: নবজাগরণ-সঞ্জাত যুক্তিবাদ ইউরোপে প্রতিবাদী আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল। ফ্লোরেন্সের সাভোনারোলা, ইংল্যান্ডের জন ওয়াইক্লিফ প্রমুখ ধর্মসংস্কারকগণ ইতিপূর্বেই খ্রিস্টীয় চার্চের দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছিলেন। রেনেসাঁ পর্বে এবার মার্টিন লুথার, জন ক্যালভিন প্রুমখ প্রতিবাদী (Protestant) আন্দোলনকারীরা ধর্মীয় রীতিনীতির সংস্কারকল্পে নবজাগরণের ধারণাকে ব্যবহার করতে থাকেন। প্রতিবাদী আন্দোলনের প্রভাবে খ্রিস্টান ক্যাথলিক চার্চের অগাধ কর্তৃত্ব অনেকাংশে আঘাতপ্রাপ্ত হয়েছিল।

মন্তব্য

এইভাবেই রেনেসাঁ-প্রসূত যুক্তিবাদ ও মানবতাবাদ ক্যাথলিক চার্চ তথা পোপের নিরঙ্কুশ ক্ষমতার দিকে প্রশ্ন তুলেছিল। মার্কিন দার্শনিক ও ইতিহাসবিদ উইল ডুরান্ট যথার্থই বলেছিলেন যে, ‘নবজাগরণ খ্রিস্টান চার্চের কর্তৃত্বের উপর প্রবল আঘাত হেনেছিল।’

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment