উপমন্যুকথা MCQ 1st Semester সংস্কৃত একাদশ শ্রেণি

উপমন্যুকথা MCQ 1st Semester

উপমন্যুকথা MCQ 1st Semester

উপমন্যুকথা MCQ 1st Semester

1. উপমন্যুকথা’ গদ্যাংশটির উৎস কী?

রামায়ণ

মহাভারত

পঞ্চতন্ত্র

কথাসরিৎসাগর

2. ‘উপমন্যুকথা’ গদ্যাংশটির রচয়িতা কে?

বাল্মীকি

সোমদেব

অম্বিকাদত্ত ব্যাস

কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস

3. উপমন্যুর গুরুর নাম কী?

জাবালি

আরুণি

ধৌম্য

ব্যাস

4. ঋষি ধৌম্য উপমন্যুকে কী কাজের আদেশ দিয়েছিলেন?

কৃষিকার্য

গোরক্ষণ

বাণিজ্য

বেদপাঠ

5. ‘অয়োদ’ শব্দের অর্থ কী?

তামার পাত্র

সোনার কুণ্ডল

রূপোর ঘট

লোহার দাঁত

6. উপমন্যু প্রথমে কীভাবে জীবন ধারণ করত?

অর্কপত্র ভক্ষণ করে

ভিক্ষান্ন খেয়ে

উপবাসে

গো দুগ্ধ পান করে

7. গুরু ধৌম্য উপমন্যুর ভোজনে কোন্ নিয়ম স্থির করে দিয়েছিলেন?

প্রথমে গুরুকে নিবেদন

প্রথমে যক্ষকে নিবেদন

প্রথমে দেবতাকে নিবেদন

প্রথমে গন্ধর্বকে নিবেদন

উপমন্যুকথা MCQ 1st Semester

8. ‘মৈষা ন্যায্যা গুরুবৃত্তিঃ’-এখানে কোন্ গুরুবৃত্তি ন্যায্য নয়?

পুনর্বার ভিক্ষা

পুনর্বার বনগমন

পুনর্বার গোরক্ষণ

পুনর্বার নমস্কার

9. ‘লুখোহসি’-গুরু উপমন্যুকে কেন ‘লুখ’ বলেছিলেন?

অন্যের দ্রব্যহরণ

পুনর্বার ভিক্ষা

মিথ্যা বচন

কুকথন

10. ‘পীবান্’ শব্দের অর্থ কী?

পরিশ্রমী

দুর্বল

ভীতু

হৃষ্টপুষ্ট

11. উপমন্যু একসময় কেবল গোরুর দুধ খেয়ে জীবন ধারণ করত কেন?

গুরু তাকে গৃহের বাইরে যেতে নিষেধ করেছিলেন

গুরু তার সব ভিক্ষান্ন নিয়ে নিতেন

গুরু তাকে অন্য খাদ্য খেতে নিষেধ করেছিলেন

গুরুর কাছে অন্য কোনো খাবার ছিল না

12. ‘নৈতন্ন্যায্যম্’-এখানে কোন্ কার্যটি অন্যায্য বলে নির্দেশ করা হয়েছে?

ভিক্ষান্ন খেয়ে জীবনধারণ

গোরুর দুধ খেয়ে জীবনধারণ

বাছুরের মুখের উদ্‌দ্গীর্ণ ফেনা খেয়ে জীবনধারণ

আকন্দ পাতা খেয়ে জীবনধারণ

13. দুগ্ধপান নিষেধের পর উপমন্যুর খাবার কী ছিল?

ফলমূল

আকন্দ পাতা

ভিক্ষান্ন

বাছুরের উদ্‌দীর্ণ দুধের ফেনা

14. ‘ময়াননুজ্ঞাতমিতি’-এখানে ‘ময়া’ শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে?

ব্যাস

উপমন্যু

ধৌম্য

আরুণি

উপমন্যুকথা MCQ 1st Semester

15. ‘নমশ্চক্রে’ শব্দের লকারটি কী?

লট্

লঙ্

লুট

লিট্

16. ক্ষুধার্ত হয়ে উপমন্যু কী খেয়েছিল?

বটপাতা

আকন্দপাতা

অশ্বত্থপাতা

কলাপাতা

17. আকন্দপাতা খাওয়ার ফল কী হয়েছিল?

বধিরত্ব

মূকত্ব

অন্ধত্ব

খঞ্জত্ব

18. অন্ধ হয়ে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিল?

নদী

গর্ত

গোশালা

কুয়ো

19. ‘বৎসৈহীতি’-এখানে ‘এস’ অর্থবাচক সংস্কৃত শব্দটি কী?

এহি

ইহি

ইতি

হীতি

20. উপাধ্যায় অন্ধ উপমন্যুকে কোন্ দেবতার স্তুতি করতে বলেছিলেন?

ইন্দ্র

অগ্নি

অশ্বিনীদ্বয়

বরুণ

21. কোন্ দেবতাকে দেবতাদের বৈদ্য বলা হয়?

অগ্নীক্ষেম

ইন্দ্রাবরুণ

অশ্বিনীদ্বয়

মৈত্রাবরুণ

উপমন্যুকথা MCQ 1st Semester

22. অশ্বিনীদ্বয় উপমন্যুকে কী খেতে অনুরোধ করলেন?

পিঠে

আকন্দপাতা

ভিক্ষান্ন

গোরুর দুধ

23. উপমন্যুর অশ্বিনী দেবতাদের স্তুতি করার কী উদ্দেশ্য ছিল?

অন্ধত্ব দূর করা

বধিরত্ব দূর করা

খঞ্জত্ব দূর করা

মুকত্ব দূর করা

24. উপমন্যু অশ্বিনীদের দেওয়া পিঠে প্রথমে কাকে নিবেদন করতে চাইল?

অশ্বিনী

গুরু

ইন্দ্র

অগ্নি

25. ‘শ্রেয়শ্চাবাল্যসীতি’-এখানে ‘লাভ করবে’-অর্থবাচক সংস্কৃত শব্দটি কী?

অবাপ্স্যাসি

আবাল্যসি

শ্রেয়ঃ

চাবাল্যসি

26. ‘অশ্বিনাবৃচতুঃ’ শব্দের সন্ধিবিচ্ছেদ হল-

অশ্বিনা + উচতুঃ

অশ্বি + নাবৃচতুঃ

অশ্বিনৌ + ঊচতুঃ

অশ্বিনৌ + উচতুঃ

27. উপমন্যুর কাছে একটি গ্রন্থ প্রতিভাসিত হোক-এই আশীর্বাদে উল্লিখিত গ্রন্থটি কী?

রামায়ণ

মহাভারত

বেদ

পঞ্চতন্ত্র

28. উপমন্যুচরিত্রের অসাধারণ বৈশিষ্ট্য কী?

দেবপূজা

সত্যবাদিতা

আহারসংযম

গুরুভক্তি

আরও পড়ুন – সমাজে শিষ্টাচার ও সৌজন্যতাবোধের প্রয়োজনীয়তা

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment