উত্তর-পূর্ব ভারতে ভক্তি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
অথবা, টীকা লেখো: শ্রীমন্ত শঙ্করদেব
উত্তর-পূর্ব ভারতে ভক্তি আন্দোলন/শ্রীমন্ত শঙ্করদেব
উত্তর-পূর্ব ভারতের অসমে ভক্তি আন্দোলনের একটি ধারা বিকশিত হয়েছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শ্রীমন্ত শঙ্করদেব। শঙ্করদেব প্রচারিত ধর্মের মূলকথা ছিল নাম-ধর্ম।
(1) শঙ্করদেবের পরিচয়: শঙ্করদেব পঞ্চদশ-ষোড়শ শতকে এক কায়স্থ ভুঁইঞা পরিবারে জন্মগ্রহণ করেন।
(2) শঙ্করদেবের ভক্তিবাদ প্রচার : শঙ্করদেব ছিলেন শ্রীকৃষ্ণের উপাসক এবং একেশ্বরবাদে বিশ্বাসী। তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলার উপর বেশি গুরুত্ব দিতেন। প্রধানত ভাগবতকে ভিত্তি করে তাঁর ধর্মমত গড়ে উঠেছিল। শঙ্করদেব মনে করতেন যে, কর্ম বা জ্ঞান নয়, শুধুমাত্র ভক্তি দিয়েই ঈশ্বরলাভ করা যায়। কাজেই সেই ঈশ্বরলাভের জন্য-
- শঙ্করদেব ও তাঁর অনুগামীরা শ্রীকৃষ্ণের নামগান ও সংকীর্তন করতেন।
- তিনি বৈষুব ভক্তদের জমায়েতের জন্য অনেক জায়গায় সত্র গড়ে তুলেছিলেন। সত্রের মধ্যে নামঘর ওর কীর্তনঘর থাকত।
উত্তর-পূর্ব ভারতে ভক্তি আন্দোলনের প্রভাব
- শঙ্করদেবের ভক্তি আন্দোলনের ফলে ব্রহ্মপুত্র নদের উভয় তীরে বসবাসকারী কৃষক, ব্যবসায়ী ও তথাকথিত সমাজের নীচুতলার মানুষের কাছে ভক্তি আন্দোলন জনপ্রিয় হয়ে উঠেছিল।
- শঙ্করদেবের ভক্তি আন্দোলনের ফলে অসমের মানুষের মধ্যে ঐক্যবোধ জেগেছিল, যা তাদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতেও সাহায্য করেছিল।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর