ইটালির নবজাগরণের প্রেক্ষিতে শিল্পকলায় এর কী প্রভাব পড়েছিল তা সংক্ষেপে লেখো

ইটালির নবজাগরণের প্রেক্ষিতে শিল্পকলায় এর কী প্রভাব পড়েছিল তা সংক্ষেপে লেখো

শিক্ষা ও সাহিত্যের মতো স্থাপত্য-ভাস্কর্য-চিত্রকলা অর্থাৎ, শিল্পকলার প্রতিটি ক্ষেত্রে মানবতাবাদী চেতনা তথা নবজাগরণের প্রভাব ছিল অপরিসীম। আলোচ্য পর্বে শিল্পকর্মের বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় বিষয়ের পাশাপাশি মানুষ ও মানুষের দৈনন্দিন জীবনের ঘটনাবলির ছাপ ছিল সুস্পষ্ট।

ইটালির নবজাগরণের প্রেক্ষিতে শিল্পকলায় প্রভাব 

(1) স্থাপত্য: নবজাগরণের প্রেক্ষিতে গ্রিক ও রোমান ভাবধারার প্রভাব পড়েছিল স্থাপত্যশিল্পে। সুনির্দিষ্ট অনুপাত ও সমতার নিয়ম অনুসরণ, সৌন্দর্য, মানবিক অভিজ্ঞতা, নির্মাণের স্বাধীনতা-এসব ছিল স্থাপত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। এযুগের স্থাপত্যের কিছু উদাহরণ হিসেবে বুনেলেস্কির সেন্ট মেরি ক্যাথিড্রালের ডোম, ব্রামান্তের সেন্ট পিটারস ব্যাসিলিকার স্থাপত্য ইত্যাদির কথা বলা যেতে পারে।

(2) ভাস্কর্য: নবজাগরণ পর্বে ভাস্কর্যের ক্ষেত্রেও ধ্রুপদি যুগের প্রভাব পরিলক্ষিত হয়। মানবদেহের শারীরিক সৌন্দর্য, ভাবাবেগ ইত্যাদি রেনেসাঁ ভাস্কর্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। দোনাতেল্লোর ব্রোঞ্জনির্মিত ডেভিড মূর্তি, মাইকেল এঞ্জেলোর পিয়েতা, ম্যাডোনা অফ দ্য স্টেয়ারস ইত্যাদি এই পর্বের ভাস্কর্যের কয়েকটি কালজয়ী সৃষ্টি।

(3) চিত্রকলা: রেনেসাঁ পর্বে চিত্রশিল্পের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি দেখা যায়। এই পর্বের শিল্পীরা চিত্রের মাধ্যমে মানুষের জীবন ও আবেগকে ফুটিয়ে তুলতে বিশেষভাবে উদ্যত হয়েছিলেন। বত্তিসেল্লির বার্থ অফ ভেনাস, লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা, দ্য লাস্ট সাপার, মাইকেল এঞ্জেলোর দ্য লাস্ট জাজমেন্ট প্রভৃতি নবজাগরণ যুগের কিছু অসামান্য চিত্রকল্পের উদারহরণ।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment