ইটালিতে প্রথম রেনেসাঁ বা নবজাগরণ হওয়ার কারণ
কেন ইটালিতে প্রথম রেনেসাঁ হয়েছিল
অথবা, কেন ইটালিকে ‘ইউরোপীয় রেনেসাঁর প্রাণকেন্দ্র বলা হয়?
অথবা, রেনেসাঁর উৎসকেন্দ্র ইটালি- ব্যাখ্যা করো।
অথবা, ইটালির নগরগুলিতে কেন মানবতাবাদী ভাবধারা প্রথম উপলব্ধ হয়
ইউরোপে পঞ্চদশ শতকীয় নবজাগরণের উৎসকেন্দ্র ছিল ইটালি বা আরও নির্দিষ্টভাবে বললে উত্তর ইটালির নগররাষ্ট্রগুলি। ফ্লোরেন্স, ভেনিস, মিলান প্রভৃতি নগর থেকে নবজাগরণের বহুমুখী বার্তা, যুক্তিবাদ, মানবতাবাদের শিক্ষা ছড়িয়ে পড়েছিল অবশিষ্ট ইটালি ও ইউরোপের বৃহত্তর অঞ্চলে। বস্তুত ইটালির আর্থসামাজিক পরিবেশ নানা অনুকূল উপাদান তৈরি করে ইটালিকে নবজাগরণের উৎসকেন্দ্রে পরিণত করেছিল।
ইটালিতে প্রথম রেনেসাঁ বা নবজাগরণ হওয়ার কারণ
ইটালির নগরগুলিতে মানবতাবাদী ভাবধারা প্রথম উপলব্ধ হওয়ার কারণগুলি হল-
(1) নগররাষ্ট্রের অস্থিত্ব: দ্বাদশ-ত্রয়োদশ শতকে ইটালিতে অভিজাতগোষ্ঠী নিয়ন্ত্রিত প্রজাতান্ত্রিক শাসন প্রচলিত ছিল, যেখানে যাজক শ্রেণির কোনও নিয়ন্ত্রণ ছিল না। সম্পন্ন বণিকদের একটি অভিজাত গোষ্ঠী নগর প্রশাসন পরিচালনা করতেন। কারিগর, দোকানদার প্রভৃতি নানা বৃত্তি ও স্তরের মানুষ প্রশাসন পরিচালনায় সহযোগী ছিলেন। ফলে চার্চ ও রাজকীয় নিয়ন্ত্রণমুক্ত ইটালির নগররাষ্ট্রগুলি স্বাধীনভাবে উদারতা ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের চর্চা করতে পারে।
(2) বাণিজ্যিক আধিপত্য: ইতালীয় বাণিজ্যের প্রাথমিক উত্থান ঘটে ক্রুসেডের সময়। এই সময় বাণিজ্যের কেন্দ্রে ছিল পিসা নগরী। দ্বাদশ শতকের শেষদিকে মিলান, জেনোয়া, ফ্লোরেন্স ও ভেনিস ভূমধ্যসাগরীয় বাণিজ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। ভলতেয়ার (Voltaire) এবং অ্যাডাম স্মিথ (Adam Smith)-ও মনে করেন যে, বাণিজ্যলক্ষ্মীর আশীর্বাদের ফলেই ইটালির রেনেসাঁর অভাবিত বিকাশ সম্ভব হয়েছিল। ব্যাবসাবাণিজ্যের সাফল্য ইতালীয়দের পশ্চিম ইউরোপের সবচেয়ে বিত্তশালী, নাগরিক চেতনাসম্পন্ন এবং ধর্মনিরপেক্ষ জীবনদর্শনে বিশ্বাসী এক জনগোষ্ঠীতে পরিণত করে। সমৃদ্ধ ও চেতনাবিশিষ্ট এই জনগোষ্ঠী সহজেই শিল্প- সাহিত্যের চর্চায় উদার দাক্ষিণ্য দেখাতে পারে।
(3) শিক্ষিত পেশাজীবী শ্রেণির আবির্ভাব: বাণিজ্য এবং নগর প্রশাসনের প্রয়োজনে ইটালির শহরগুলিতে একটি শিক্ষিত পেশাজীবী শ্রেণির আবির্ভাব ঘটেছিল। আইন, চিকিৎসা বা শিক্ষকতার মতো কাজে যুক্ত এই পেশাজীবী শ্রেণিও আর্থিকভাবে স্বচ্ছল ছিল। এই অভিজাত ও বিত্তশালী এলিট (Elite)-দের মিলিত প্রয়াসই পঞ্চদশ শতকের সৃজনশীল কর্মযজ্ঞকে অনেকটা এগিয়ে দিয়েছিল।
(4) অভিজাত শ্রেণির ভূমিকা: ইটালিতে রেনেসাঁর প্রসারে অভিজাত শ্রেণি বিশেষ ভূমিকা পালন করেছিল। শহরাঞ্চলের অভিজাতরা অনেকেই ছিলেন নিকটবর্তী গ্রামাঞ্চলের বিত্তশালী পরিবারের সদস্য। শহরে এসে বাণিজ্যের সঙ্গে সঙ্গে শিল্প-সাহিত্যচর্চাতেও তারা পুঁজি বিনিয়োগ করেছিলেন।
(5) বিদ্যাচর্চার কেন্দ্র: ১৪৫৩ খ্রিস্টাব্দে তুর্কিরা কনস্ট্যান্টিনোপল দখল করলে সেখানকার পণ্ডিতেরা নিজেদের পুথিপত্র নিয়ে ইটালির নগরগুলিতে আশ্রয় নেন। সেখানে তাঁরা নতুন উদ্যমে ধ্রুপদি সাহিত্য ও শিল্পকলার চর্চা শুরু করেন। তাছাড়া ইটালির পাদুয়া, বোলোনার মতো শহরে যে বিশ্ববিদ্যালয়গুলি গড়ে উঠেছিল, তা মানবতাবাদী ভাবধারা প্রচারে সহায়ক হয়েছিল। ইতিহাস, দর্শন, আইনশাস্ত্র সম্পর্কে পড়ানো হত এখানে।
(6) পোপতন্ত্রের নতুন ভূমিকা: পঞ্চদশ শতকে (১৪১৭ খ্রিস্টাব্দ) মহামান্য পোপ অ্যাভিগ্নন (Avignon)-এ নির্বাসন শেষ করে শাশ্বত নগরী (Eternal City) রোমে ফিরে আসেন এক নতুন মন নিয়ে। পোপের আন্তরিক আগ্রহ ও উদ্যোগে ইটালির সাংস্কৃতিক আন্দোলনে গতিবেগ সঞ্চারিত হয়। পোপ পঞ্চম মার্টিন (Pope Martin V), পঞ্চম নিকোলাস (Nicholas V), দ্বিতীয় পায়াস (Pius II) প্রমুখ রোমের লুপ্ত গৌরব পুনরুদ্ধারের উদ্যোগ নেন। পঞ্চম নিকোলাস নতুন ভ্যাটিকান তৈরি করেন। দ্বিতীয় পায়াস সেন্ট পিটারস গির্জা (Saint Peter’s Basilica)-র আঙিনায় বিশ্বখ্যাত সিস্টিন চ্যাপেল (Sistine Chapel) নির্মাণে উদ্যোগ নেন। লরেঞ্জো ভাল্লা (Lorenzo Valla), মাইকেল এঞ্জেলো (Michelangelo) প্রমুখের কালজয়ী সৃষ্টিকর্মে এঁরা পৃষ্ঠপোষকতা করেন।
মূল্যায়ন
বীজের অঙ্কুরোদগমের জন্য যেমন অনুকূল পরিবেশ দরকার হয়, তেমনই নবজাগরণের প্রসারে প্রয়োজনীয় হল সুষ্ঠু আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবেশ। আর এই পরিবেশ প্রথম গড়ে উঠেছিল ইটালিতে। সুইস ঐতিহাসিক জ্যাকব বুখার্ডের মতে, বহু প্রতিভাদীপ্ত মানুষের উপস্থিতি, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের অস্তিত্ব, আত্মবিকাশের তীব্র আকাঙ্ক্ষাই ইটালিতে প্রথম নবজাগরণ সূচিত করেছিল। বস্তুতপক্ষে পোপদের বদান্যতায় ষোড়শ শতকে রোমই হয়ে উঠেছিল ইতালীয় নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর