ইউরোপে সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবগুলি কী ছিল

ইউরোপে সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবগুলি কী ছিল

ইউরোপে সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবগুলি কী ছিল
ইউরোপে সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবগুলি কী ছিল

ইউরোপের ইতিহাসে সামন্ততন্ত্রের প্রভাব রাজনীতি, অর্থনীতি ও সমাজ -সবক্ষেত্রেই লক্ষণীয়।

সামন্ততন্ত্রের নেতিবাচক প্রভাবসমূহ

সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ইতিবাচক প্রভাবের পাশাপাশি বেশকিছু নেতিবাচক প্রভাবও পরিলক্ষিত হয়। যেমন-

(1) সামাজিক বৈষম্য: সামন্ততন্ত্রের প্রধান নেতিবাচক দিক হল সামাজিক ক্ষেত্রে বৈষম্যের উপস্থিতি। এই ব্যবস্থায় সামন্তপ্রভু, অভিজাত ও যাজকরা সমস্ত প্রকার আর্থসামাজিক অধিকার ভোগ করলেও সাধারণ মানুষের কোনও অধিকার ছিল না।

(2) অর্থনৈতিক বৈষম্য: সামন্ততান্ত্রিক অর্থনীতিতে সামন্তপ্রভু ও অভিজাতরা সমৃদ্ধির শিখরে আরোহণ করলেও সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি ছিল খুবই শোচনীয়।

(3) শোষণমূলক করের উপস্থিতি: সামন্ততন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রভাব ছিল বিভিন্ন প্রকার শোষণমূলক করের উপস্থিতি। সামন্ততান্ত্রিক সমাজে সাধারণ কৃষক বা ভ্যাসাল ও ভূমিদাস বা সার্ফদের বিভিন্ন ধরনের শোষণমূলক কর প্রদান করতে হত। ফলে তাদের জীবনে অন্ধকার নেমে আসে।

(4) অর্থনৈতিক অনগ্রসরতা: শিল্প ও বাণিজ্যের পরিবর্তে সামন্ততন্ত্র একমাত্র কৃষির উপর গুরুত্ব দেওয়ায় সামন্ততান্ত্রিক অর্থনীতি একটি জমিকেন্দ্রিক এবং অঞ্চলভিত্তিক অর্থনীতিতে আবদ্ধ হয়ে পড়ে।

(5) সার্ফ বা ভূমিদাসদের উপর অত্যাচার: সামন্ততন্ত্রের একটি অন্যতম নেতিবাচক দিক হল, সার্ফ বা ভূমিদাসদের উপর সামন্তপ্রভুদের অকথ্য অত্যাচার। সকলপ্রকার মানবিক অধিকার থেকে বঞ্চিত এই শ্রেণির উপর সামন্তপ্রভুরা চরম শোষণ ও অত্যাচার চালাতেন।

(6) একনায়ক-এর প্রাধান্য: সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সামন্তপ্রভু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়ায় একনায়কতন্ত্রী শাসনকাঠামো প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন –

১। সামন্ততন্ত্র বলতে কী বোঝায়?

২। ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল?

৩। ‘ফিফ’ ও ‘শিভালরি বলতে কী বোঝো?

৪। সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতনের কারণ সম্পর্কে লেখো।

৫। ইউরোপে সামন্ততন্ত্রের ইতিবাচক প্রভাবগুলি  কী ছিল

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment