ইউরোপের রূপান্তর ও পুনর্জন্মের ক্ষেত্রে স্কলাস্টিসিজম (Scholasticism)-এর ভূমিকা কী ছিল
মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণের ক্ষেত্রে মানুষের চিন্তা ও মানসিক জগতে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, তাকে নবজাগরণ বা রেনেসাঁ বলা হয়। ইউরোপের এই ভাবজাগতিক রূপান্তর ও পুনর্জন্মের ক্ষেত্রে স্কলাস্টিসিজম (Scholasticism) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
স্কলাস্টিসিজম
(1) ধারণা: স্কলাস্টিসিজম (Scholasticism) শব্দটির বাংলা আক্ষরিক অর্থ হল পাণ্ডিত্য। চার্চের ধারার বাইরে মধ্যযুগে বিদ্যানুশীলনের একটি পদ্ধতি বা প্রকরণ গড়ে ওঠে, যা স্কলাস্টিসিজম নামে পরিচিত। পশ্চিম ইউরোপের শিক্ষাকেন্দ্রে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা (Schoolmen) যে পদ্ধতিতে শিক্ষা দিতেন, তা থেকেই এই নামকরণ হয়েছে।
(2) বিষয়বস্তু: নিজের বিশ্বাস, মানবজীবন ও বিশ্বরহস্যকে যুক্তি-সহ ব্যাখ্যা, তুচ্ছ বা জটিল বিষয় জানার জন্য প্রাসঙ্গিক প্রশ্নোত্তর করাই হল স্কলাস্টিসিজমের মূল কথা। প্লেটো, অ্যারিস্টটল ও অন্যান্য গ্রিক দার্শনিকদের বিচারবিশ্লেষণ পদ্ধতির পরিমার্জন ছিল স্কলাস্টিসিজমের ভিত্তি। শুধুমাত্র গ্রিক দার্শনিকরাই নয়, আরব পণ্ডিতদের রচনাও স্কলাস্টিসিজমকে সমৃদ্ধ করেছিল। বিশেষ করে ইবন রুশদ-এর রচনাবলি এক্ষেত্রে উল্লেখযোগ্য।
স্কলাস্টিসিজমের ভূমিকা / অবদান
(1) তর্কবিদ্যার প্রয়োগ: মধ্যযুগীয় পণ্ডিতরা রক্ষণশীল হলেও বাইবেলের সঙ্গে গ্রিক ও আরবীয় দার্শনিকদের রচনাগুলিও গ্রহণ করেছিলেন। তাঁরা জ্ঞানলাভের জন্য, সত্যকে পরীক্ষা ও আবিষ্কারের উদ্দেশ্যে অনেকসময়ই তর্কবিদ্যার আশ্রয় নিতেন। এই মনোভাব পরবর্তীকালে জ্ঞানচর্চার একটি প্রধান দিক রূপে পরিগণিত হয়।
(2) মানসিকচর্চা: পণ্ডিতরা মধ্যযুগীয় বুদ্ধিসত্তাকে নানাভাবে বিতর্ক ও যুক্তির দ্বারা আলোড়িত এবং নির্ভুল পদ্ধতির মধ্যে দিয়ে তাকে সুসংবদ্ধ করেন। এর ফলে তৎকালীন বিশ্ববিদ্যালয়গুলি প্রকৃত মানসিকচর্চার কেন্দ্ররূপে গড়ে ওঠে, যা ইউরোপের মননশীলতাকে সমৃদ্ধ করেছিল।
(3) মানবিক আবেদন: যুক্তিতর্কের মাধ্যমে বৌদ্ধিক স্বাধীনতাকে উন্মুক্ত করেছিলেন মধ্যযুগীয় পণ্ডিতরা। তাঁরা ধর্মতত্ত্বচর্চার মধ্য দিয়েই একটি সর্বজনীন মানবিক আবেদন রাখতে সচেষ্ট হয়েছিলেন, যা পরবর্তীকালে রেনেসাঁর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে।
(4) ইতিহাস ও প্রাচীন গ্রন্থের সংরক্ষণ: মধ্যযুগীয় পণ্ডিতরা চার্চের গ্রন্থাগারে প্রাচীন অনেক গ্রন্থাবলির সংরক্ষণ করেছিলেন। এই সকল গ্রন্থাবলিই রেনেসাঁ সময়কালে প্রাচীন জ্ঞানের পুনরুজ্জীবনে সহায়ক হয়েছিল।
মূল্যায়ন
পরিশেষে বলা যায়, স্কলাস্টিসিজমের শিক্ষা, যুক্তি এবং প্রাচীন জ্ঞানের সংরক্ষণ ইউরোপের রূপান্তরের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মধ্যযুগীয় স্কলাস্টিসিজম যে যুক্তির বিকাশ ঘটিয়েছিল, তা পরিণত রূপ লাভ করে রেনেসাঁর মাধ্যমে।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর