ইংল্যান্ডে অষ্টম হেনরি পরবর্তী ধর্মসংস্কার সম্পর্কে যা জানো লেখো

ইংল্যান্ডে অষ্টম হেনরি পরবর্তী ধর্মসংস্কার সম্পর্কে যা জানো লেখো

ইংল্যান্ডে অষ্টম হেনরি পরবর্তী ধর্মসংস্কার সম্পর্কে যা জানো লেখো
ইংল্যান্ডে অষ্টম হেনরি পরবর্তী ধর্মসংস্কার সম্পর্কে যা জানো লেখো

ইংল্যান্ডে অষ্টম হেনরি পরবর্তী ধর্মসংস্কার

রাজা অষ্টম হেনরির নেতৃত্বে ষোড়শ শতকের প্রথমার্ধে ইংল্যান্ডে যে ধর্মসংস্কার আন্দোলন সংঘটিত হয়েছিল, তার ধারা প্রবাহিত হয়েছিল হেনরি পরবর্তী শাসকদের আমলেও। অষ্টম হেনরির মৃত্যুর পর তাঁর পুত্র ষষ্ঠ এডওয়ার্ড (Edward VI)-এর রাজত্বে সংস্কার আন্দোলন পুনরায় শক্তিশালী হয়ে উঠেছিল।

(1) ষষ্ঠ এডওয়ার্ড-এর সময়কাল: রাজা ষষ্ঠ এডওয়ার্ডের শাসনপর্বে ক্যান্টারবেরির আর্চবিশপ টমাস ব্র্যানমারের -(Thomas Cranmer) তৎপরতায় প্রচলিত – হয় ‘English Prayer Book’ (১৫৪৫/১৫৪৯ খ্রিস্টাব্দ)। অবশ্য এতে কিছু কিছু ক্ষেত্রে  রোমান ক্যাথলিক আচার-অনুষ্ঠান বজায় রাখা হয়েছিল। এরপর ১৫৫৩ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় Forty Two Articles. এর মাধ্যমে চার্চের রীতিনীতির বিষয়ে ক্যাথলিক মতবাদকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা হয়। পাশাপাশি প্রোটেস্ট্যান্টদের বিভিন্ন মতবাদের (লুথারবাদ, ক্যালভিনবাদ, জুইংলিবাদ) মধ্যে করা হয় সমঝোতাও। এ ছাড়া বেশকিছু চ্যান্ট্রি ও গিল্ডেরও অবসান ঘটানো হয়েছিল।

(2) প্রথম এলিজাবেথের সময়কাল: ষষ্ঠ এডওয়ার্ডের পরে অষ্টম হেনরির প্রথমা পত্নী ক্যাথরিনের কন্যা মেরি টিউডর (Mary Tudor)-এর আমলে ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট পীড়ন শুরু হয়। তবে তাঁর উত্তরসূরি অষ্টম হেনরি ও অ্যান বোলিনের কন্যা প্রথম এলিজাবেথের (Elizabeth I) শাসনামলে পুনরায় সূচনা ঘটে ধর্মসংস্কারের। এডওয়ার্ডের রাজত্বকালে প্রবর্তিত Forty Two Articles-এর আদলে প্রথম এলিজাবেথের সময়ে Thirty Nine Articles (১৫৬৩ খ্রি.) প্রবর্তিত হয়। এর মাধ্যমে রোমান ক্যাথলিক চার্চের সঙ্গে ইংল্যান্ডের চার্চের সম্পর্ক ছেদ করে অ্যাংলিক্যান চার্চ (Anglican Church) স্থাপন করা হয়। চার্চের ধর্মীয় অনুষ্ঠানগুলিতে ল্যাটিন ভাষার বদলে প্রচলিত হয় ইংরেজি ভাষা। এ ছাড়া অ্যাক্ট অফ ইউনিফরমিটি (Act of Uniformity, ১৫৬৩ খ্রিস্টাব্দ)-র ভিত্তিতে ইংল্যান্ডে বসবাসকারী জনগণের ‘Anglican’ ধর্মমত গ্রহণ বাধ্যতামূলক করে দেওয়া হয়। অবশ্য এলিজাবেথ ধর্মসংস্কারমূলক কিছু পদক্ষেপ নিলেও সব ক্যাথলিক আচার-অনুষ্ঠানকে পুরোপুরি বর্জন করতে পারেননি। তাই এলিজাবেথের ধর্মমীমাংসা উগ্র প্রোটেস্ট্যান্টদের সন্তুষ্ট করতে পারেনি। এসবের ফলশ্রুতিতে যে মতদ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, তা থেকেই উত্থান ঘটেছিল পিউরিটান (Puritan)-দের। ক্যাথলিক আচার-অনুষ্ঠানকে সম্পূর্ণভাবে বর্জনের লক্ষ্যে টমাস কার্টরাইট (Thomas Cartwright), ওয়াল্টার ট্র্যাভার্স (Walter Travers) প্রমুখের নেতৃত্বে পিউরিটানরা তাদের সংস্কারপন্থী কর্মকাণ্ড জারি রেখেছিলেন।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment