ইংরেজি সাহিত্যের বিকাশে উইলিয়ম শেকস্পিয়র-এর ভূমিকা উল্লেখ করো
অথবা, ‘ব্রিটিশ রেনেসাঁর মূর্ত প্রতীক কাকে বলা হয় ও কেন
ষোড়শ শতকে রানি এলিজাবেথের রাজত্বকাল হল ইংল্যান্ডের ইতিহাসে সুবর্ণ যুগ। এই যুগে আবির্ভাব ঘটে ইংল্যান্ডের জাতীয় কবি (National Poet), বার্ড অফ অ্যাভন (Bard of Avon) উইলিয়ম শেকস্পিয়র (William Shakespeare, ১৫৬৪-১৬১৬ খ্রি.)-এর। তিনি ‘ব্রিটিশ রেনেসাঁর মূর্ত প্রতীক’ রূপেও পরিচিত হন।
ইংরেজি সাহিত্যের বিকাশে উইলিয়ম শেকস্পিয়র এর ভূমিকা
(1) জন্ম ও পরিচয়: উইলিয়ম শেকস্পিয়রের জন্ম হয়েছিল ২৬ এপ্রিল ১৫৬৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড আপন-অ্যাভন (Stratford- Upon-Avon)-এ। তাঁর পিতার নাম জন শেকস্পিয়র ও মাতা হলেন মেরি আর্ডেন। ১৮ বছর বয়সে শেকস্পিয়র অ্যানি হ্যাথওয়েকে বিবাহ করেন। পেশাগতভাবে তিনি ছিলেন একজন নাট্যকার ও অভিনেতা।
(2) ইংরেজি শব্দভান্ডারের বিকাশ: শেকস্পিয়র ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে বহু নতুন শব্দ ও শব্দবন্ধের সৃষ্টি করেন, যেমন- ‘assassination’, ‘Swagger’ ইত্যাদি। তিনি এই ভাষায় ১৭০০-রও বেশি শব্দের উৎপত্তি ঘটান।
(3) কবি ও নাট্যকার হিসেবে ভূমিকা: শেকস্পিয়র শুধুমাত্র ইংল্যান্ডের নয়- তিনি বিশ্বের একজন শ্রেষ্ঠ কবি ও নাট্যকার হিসাবে স্বীকৃত। তাঁর রচনাগুলির মধ্যে রয়েছে ৩৯টি নাটক, ৩টি দীর্ঘ আখ্যানকবিতা ও আরও বেশকিছু কবিতা। শেকস্পিয়রের নাটকগুলি মূলতঃ তিনটি শ্রেণিতে বিভক্ত- মিলনান্তক (কমেডি), ঐতিহাসিক এবং বিয়োগান্তক (ট্রাজেডি)। ম্যাকবেথ (Macbeth), রোমিও অ্যান্ড জুলিয়েট (Romeo and Juliet), হ্যামলেট (Hamlet), কিং লিয়ার (King Lear), ওথেলো (Othello), জুলিয়াস সিজার (Julius Caesar), দ্য মার্চেন্ট অফ ভেনিস (The Merchant of Venice) ইত্যাদি তাঁর কালজয়ী রচনাগুলির মধ্যে অন্যতম। এইসব রচনায় সমকালীন জীবনযাত্রা এবং মানবজীবনের নানান দিক নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। শেকস্পিয়রের আখ্যানকবিতাগুলির মধ্যে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস (Venus and Adonis) কবিতাটি খুবই জনপ্রিয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা (১৫৯৩ খ্রি.)।
(4) ইংরেজি সনেটের বিকাশে ভূমিকা: সাধারণত সনেট হল চতুর্দশপদী কবিতা, যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগের ইটালিতে। ইংরেজি ভাষায় শেকস্পিয়র ১৫৪টি সনেট রচনা করেছিলেন। এই সনেটগুলির মূল বিষয়বস্তু হল ভালোবাসা, সৌন্দর্য, রাজনীতি ইত্যাদি। তাঁর সনেটগুলি ABABCDCDEFEFGG ছন্দে লেখা। শেকস্পিয়রের সনেটগুলিকে মূলত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমভাগের সনেটের সংখ্যাই অধিক। এগুলি কবির এক পুরুষ বন্ধুকে [ফেয়ার ইয়ুথ (Fair Youth)] সম্বোধন করে লেখা। দ্বিতীয় ভাগের সনেটগুলি ‘ডার্ক লেডি’-কে সম্বোধন করে রচিত।
(5) মৃত্যু: উইলিয়ম শেকস্পিয়র মারা যান ৫২ বছর বয়সে (২৩ এপ্রিল ১৬১৬ খ্রিস্টাব্দ)। তাঁকে হোলি ট্রিনিটি চার্চ (Holy Trinity Church)-এ সমাধিস্থ করা হয়। বিশ্বের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার ছিলেন উইলিয়ম শেকস্পিয়র। তাঁর নাটকগুলি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং অন্য যে-কোনো নাট্যকারের তুলনায় অনেক বেশিবার মঞ্চস্থ হয়েছে।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর